Vocabulary দ্রুত এবং সহজে শেখার 5 টি উপায় ও মনে রাখার কৌশল

Rate this post

আপনি কি ইংরেজি ভোকাবুলারি শিখতে চান? স্বল্প সময়ে অধিক ভোকাবুলারি রপ্ত করতে ইচ্ছুক? বিভিন্ন ভর্তিপরীক্ষা থেকে শুর করে জীবনের নানা স্তরে ভালো করার ক্ষেত্রে প্রায়ই কাল হয়ে দাঁড়ায় ভোকাবুলারি বা শব্দভান্ডার ভালো না জানাটা।

সবচেয়ে বড় সমস্যা হলো যে, আমরা Vocabulary মুখস্থ করে কিছুদিন পরেই আবার ভুলে যাই। এজন্যে ভোকাবুলারিই অনেকসময় আমাদের সফলতা অর্জনের শত্রু হয়ে পড়ে! তাহলে learn2speak এর এই ব্লগ আপনাকে সহজ পদ্ধতিতে ভোকাবুলারি রপ্ত করতে সহায়তা করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভোকাবুলারি কীভাবে অল্প সময়ে আয়ত্ত করবেন সেই বিষয়েও থাকবে দারুণ সব টিপস। তাই সবচেয়ে কম সময়ে বেশি ভোকাবুলারি শেখার উপায় সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলে।

Vocabulary শিখতে ক্রিকেট, ফুটবল খেলা দেখুন:

আমরা বাঙালিরা খেলাপ্রেমিক হয়ে থাকি। যেকোনো খেলা বাঙালিরা যে দেখবে না তা কিন্তু হয় না, তার মধ্যে অন্যতম ক্রিকেট ও ফুটবল খুবই জনপ্রিয় খেলা। তো আমি এই ক্রিকেট এবং ফুটবল খেলা দেখে কিভাবে ভোকাবুলারি শিখেছি আজ আপনাদের মধ্যে শেয়ার করবো। যখন বিভিন্ন রকম ক্রিকেট খেলা যেমন বিশ্বকাপ, টেস্ট সিরিজ, বিপিএল, আইপিএল গুলি চলতো তখন আমি লাইভ টেলিকাস্ট দেখতাম। যার ফলে লাইভ ইংরেজি কমেন্ট্রি শুনে আমি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারতাম।

এছাড়া ক্রিকবাজ ওয়েবসাইটে গিয়ে আমি ঐখানে ইংরেজি কমেন্ট্রি পড়তাম। এরফলে যেই খেলাটি আমি লাইভ দেখেছি সেই খেলাটির কমেন্ট্রি পড়ার ফলে বুঝতে অসুবিধা হতো না। কিন্তু যেগুলি নতুন শব্দ পেতাম সেগুলি আমি আমার কপিতে লিখে রাখতাম।

ফেইসবুক পেজ ফলো করুন:

আমরা এই ডিজিটাল যুগে সব সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াই। তার মধ্যে অন্যতম হলো ফেসবুক। এই ফেসবুককে ব্যবহার করে আমি যেভাবে ভোকাবুলারি শিখেছিলাম সেটা হলো আমি যখন ফেসবুকে কিছু পেজ ফলো করতাম। এতে লাভ হতো যখন বন্ধুদের স্ট্যাটাস বা ছবি দেখতে আসতাম তখন বিভিন্ন পেজের লেখাগুলি পড়ে নিতাম আর সেখান থেকে নতুন নতুন লেখাগুলি কপিতে লিখে রাখতাম।

এখন বলবেন ফেসবুকে কি পেজ পড়বেন? আমি যে পেজগুলো পড়ি বা ফলো করি সেগুলো হলো BBC News, New York Times, Berlin ArtParasites ইত্যাদি। এই পেজগুলির লেখাগুলি আমার খুব ভালো লাগতো।

ভোকাবুলারি শেখার জন্য pocket App ব্যবহার করুন:

pocket app
pocket app ব্যবহার করুন

Pocket এই অ্যাপটি এমন একটি অ্যাপ যেখানে বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন লেখা সেভ করা যায়। এরফলে কি হয় আমি যখন কোথাও কিছু ভালো লেখা দেখতে পেতাম বা বন্ধুরা ভালো কিছু লেখা আমাকে পাঠাতো সেটা আমি পকেট অ্যাপে সেভ করে রাখতাম এবং পরে সময় করে পড়ে ফেলতাম এবং সেখান থেকে নতুন নতুন শব্দগুলি কপিতে লিখে রাখতাম।

এছাড়াও যখন আমরা ভিড়, জ্যাম কাটিয়ে বাসে, ট্রামে যেতে যেতে ঘন্টার পর ঘন্টা কেটে যেত তখন এই পকেট অ্যাপটি বের করে লেখা গুলো পড়ে নিতে পারতাম। ফলে আমার পড়াও হয়ে গেলো আর কোনো বোরিং ফিল হলো না।

ইংরেজি কার্টুন, মুভি, টিভি সিরিজ দেখুন:

এখনকার দিনে আমাদের প্রত্যেকের ঘরে টিভি রয়েছে আর এই টিভির মাধ্যমে বিভিন্ন ইংরেজি মুভি, কার্টুন, টিভি সিরিজ দেখার মাধ্যমেও ভোকাবুলারি শেখা যায়। আমি আমার কিছু পছন্দের কার্টুন ছিল সেগুলি দেখতে থাকতাম, এছাড়া ও বিভিন্ন মুভি, টিভি সিরিজ যেমন Swat Kats, The Jatsons, The Flintstones, How I Met Your Mother ইত্যাদি। এইগুলো দেখে আমি যেসব নতুন শব্দ পেতাম সেগুলো শিখে নিতাম এবং কপিতে লিখে রাখতাম।

জেনে নিন Vocabulary গুলো কপিতে কিভাবে লিখে রাখবেন?

 ভোকাবুলারি
কপিতে লিখে রাখার কৌশল

কপিতে একটা পেজকে আমি দুই ভাগে ভাঁজ করে নেই আর সেখানে ডেট অনুযায়ী শব্দগুলো, শব্দের মিনিং তার ব্যাবহার গুলি লিখে রাখি। এরফলে আমার প্রাকটিস করতে সুবিধা হয়। এইভাবে আমি প্রতিদিনের ডেট ও শব্দগুলো লিখে রাখি এবং প্রাকটিস করি।

Vocabulary মনে রাখার উপায় কি?

আমরা তো এতক্ষন ধরে দেখলাম কিভাবে আমরা শিখবো কিন্তু মনে রাখবো কিভাবে? দাঁড়ান কী ভাবছেন আমি আছি তো সব বলবো এতো অধৈর্য্য হলে হবে! চলুন দেখি নেই:

বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী যেকোনো জিনিস শিখে দীর্ঘদিন মনে রাখার জন্য আমাদের তিনটি রুলস মেনে চলা দরকার। সেটি হলো:

  • Spaced Repetition
  • Active Recall
  • Contextual Learnin

এছাড়া প্রতিদিন কয়েকটি রুটিন মেনে চললে খুব সহজে মনে রাখা যাবে।

Spaced Repetition (শেখার পর বারবার প্রাকটিস):

মনে রাখার জন্য আমাদের ব্রেন দুই ভাবে কাজ করে। সেটা হচ্ছে

  1. Working Memory(ওয়ার্কিং মেমোরি)
  2. Long term Memory(লং টার্ম মেমোরি)

ওয়ার্কিং মেমোরিতে থাকে আমরা যেটা বর্তমানে চিন্তা করে থাকি, যেখানে খুব অল্প তথ্য রাখা যায় তাই আমাদের মনে রাখার জন্য বারবার আওড়াতে হয় আর এইটা থাকে আমাদের ব্রেনের সামনের অংশে এবং লং টার্ম মেমোরি থাকে ব্রেনের পেছনের অংশে যেখানে হাজার হাজার তথ্য রাখা যায়। কিন্তু ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে তথ্য নিয়ে আসার জন্য প্রয়োজন দীর্ঘ সময় ও প্রতিদিনের চর্চা।

একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা দুইদিন আগে ঠিক এই সময় কি করেছি সেটাকি আমাদের মনে আছে? মনে নেই কারণ আমাদের ওয়ার্কিং মেমোরিতে নতুন তথ্য রাখার জন্য পুরোনো তথ্য ফেলে দেই। তাই আমাদের দুই দিন আগের কথা মনে নেই কিন্তু আমরা ছোট বেলায় কোন ছড়া বা কবিতা পড়েছিলাম সেটা মনে আছে। কারণ সেটা আমাদের লং টার্ম মেমোরিতে আছে বলে। তাহলে আমরা কিভাবে এই ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ভোকাবুলারি নিয়ে যাবো চলুন দেখে নেই।

Active Recall (নিজেদের কুইজ বা পরীক্ষা নেওয়া):

প্রাকটিস করার কৌশল
প্রাকটিস করার কৌশল

আমরা ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ভোকাবুলারি নিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হবে Active Recall পদ্ধতি। একটিভ রিকল পদ্ধতি হলো নিজেরা নিজেদের পরীক্ষা নেওয়া বা কুইজ নেওয়া। চলুন এটা ডিটেলসে জেনে নেই বা আমি কিভাবে করি দেখে নেই।

ধরুন আজকে মাসের শুরু মানে মাসের ১ তারিখ আর আজকে আমি নতুন ৫ টা শব্দ বা Vocabulary শিখেছি এবং সেটা কপিতে লিখে রেখেছি। এবার ১ তারিখে কপিতে লিখে রাখা শব্দ গুলোর মিনিং ঢেকে রেখে আমি ২ তারিখে রিভাইস করি। যে শব্দগুলো বলতে পারিনা সেগুলো দাগ দিয়ে রাখি। আবার ৩ তারিখে ১ ও ২ তারিখের লেখা গুলো রিভাইস করি। এরফলে আমার এই বারবার রিভাইসিং এর ফলে শব্দ গুলো আমার ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায় এবং খুব সহজে মনে থাকে।

Contextual Learning:

যদি আমরা একটা শব্দ শিখি এবং সেটাকে মুখস্ত করে মনে রাখার চেষ্টা করি তাহলে আমরা সেটা বেশিদিন মনে রাখতে পারবো না। কিন্তু আমরা যদি সেই শব্দটি কোথায় কোথায় ব্যবহার হয় জেনে রাখি তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো আর এটাকেই বলে কন্টেক্সচুয়াল লার্নিং।

শেষকথা:

আমরা এই আর্টিকেলে দেখলাম কিভাবে ভোকাবুলারি শিখবো এবং মনে রাখবো। আশাকরি পুরো লেখাটি সবাই বুঝতে পেরেছেন। যদি লেখাটি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান কমেন্ট লিখে জানাতে পারেন, আরো কমেন্ট করতে পারেন যে কোন কোন বিষয়ের উপর আপনারা লেখা পড়তে চান। এরকম আরো লেখা পেতে আমাদের পেজটি ফলো করুন এবং পাশে থাকুন।

Sharing Is Caring:

1 thought on “Vocabulary দ্রুত এবং সহজে শেখার 5 টি উপায় ও মনে রাখার কৌশল”

Leave a Comment