প্রিয় বন্ধুরা, আজকের এই লেখাতে আমি Compound relative pronoun নিয়ে আলোচনা করবো। আজকে জানতে পারবে যে কি করে একটি বাক্যে Compound relative pronoun ব্যবহার করবো। চলুন দেখে নেওয়া যাক কিন্তু Compound relative pronoun জানার আগে আমরা Noun, pronoun এবং Relative Pronoun কি সেটা জানবো।
Noun কি? এক কথায় বললে যে কোনো নামকেই Noun বলে। যেমন: দেশের নাম, ব্যক্তির নাম, শহরের নাম, জীবজন্তুর নাম ইত্যাদি। Pronoun কি? এক কথায় বলতে গেলে noune এর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন: He, She, It etc.
Relative Pronoun কি?
একটি relative pronoun হলো একটি pronoun যা একটি আপেক্ষিক ধারা প্রবর্তন করতে ব্যবহৃত হয় । প্রধান ইংরেজি relative pronoun হল which, that, who, and whom. এই শব্দগুলি বক্তৃতার অন্যান্য অংশ হিসাবেও কাজ করতে পারে – এগুলি একচেটিয়াভাবে আপেক্ষিক সর্বনাম হিসাবে ব্যবহৃত হয় না।
Compound Relative Pronoun কি?
Wh- Relative Pronoun এর ever / soever /so যুক্ত করে যে শব্দ বা word তৈরী হয় তাকে Compound Relative Pronoun বলে। যেমন: However, whatever, whichever, whenever, wherever, whoever etc.
আমরা একে একে সবগুলির ব্যবহার সহ আলোচনা করবো।
Whatever এর ব্যবহার
What + ever যুক্ত হয়ে Whatever গঠিত হয়। এর অর্থ হলো ‘anything at all’ or ‘it doesn’t matter what’ ‘সবকিছুই’ বা ‘এটা কোন ব্যাপার না’ (যাই হোক/ যাই হোক না কেন)
যেমন:
যা হয়, ভালোর জন্যই হয়।
Whatever happens, happens for good.
আমার যা ইচ্ছা তাই করবো।
I will do whatever I want.
তুমি যাই বলবে আমি তাই করবো।
I will do whatever you say.
আপনি যা হতে চান তাই হতে পারেন; আপনার প্রয়োজন একমাত্র জিনিস কঠোর পরিশ্রম।
You can be whatever you want to be; the only thing you need is hard work.
আমি আপনাদের সকলের জন্য খুব গর্বিত, কাল খেলায় যাই ঘটুক।
I am very proud of all of you, whatever happens in the game tomorrow.
Whichever এর ব্যবহার
Which + ever যুক্ত হয়ে Whichever গঠিত হয়। এর অর্থ হলো ‘any one at all’ or ‘it doesn’t matter which’ ‘যে কোনো একটি’ বা ‘এটা কোন ব্যাপার না’ (যে কোনো কিছু)
Whatever ও Whichever দুটির অর্থ প্রায় একই হওয়ার জন্য যখন অনেক option থাকলে whichever ব্যবহার করবো, আর কোন option না থাকলে Whatever ব্যবহার করবো।
যেমন:
তোমার যে বইটি পছন্দ সেটা নিয়ে নাও।
Take whichever books you like.
তুমি যা অর্ডার দেবে আমি তাই খাবো।
I will eat whichever you order.
আপনি যে গাড়িটি চান তা চালাতে পারেন।
ou can drive whichever of the cars you want.
আপনি রোমের যে রাস্তায়ই যান না কেন, আপনাকে সাবধানে গাড়ি চালাতে হবে।
Whichever road you take to Rome, you will need to drive carefully.
মূল্য হল আমাদের পাঁচটি উপলব্ধ গন্তব্যের মধ্যে একটিতে ট্রিপ। আপনি যেটি পছন্দ করেন তা বেছে নিন।
The price is a trip to one of our five available destinations. Choose whichever you prefer.
Whoever এর ব্যবহার
who + ever যুক্ত হয়ে Whoever গঠিত হয়। এর অর্থ হলো ‘any person at all’ or ‘it doesn’t matter who’ ‘যে কোনো ব্যক্তি’ বা ‘এটা কোন ব্যাপার না কে’ (যে কেউ)
যেমন:
যে কেউ এটা বলুক আমি এটা করবো না।
I won’t do it whoever asks.
যেকেউ এর জন্য দায়ী তাকে শাস্তি দেওয়া হবে।
Whoever is responsible for this will be punished.
যারাই দরজায় আসবে তাকে বসতে বলো।
Whoever comes to the door, ask them to sit.
You can invite whoever you like to the concert.
কনসার্টে আপনি যাকে খুশি আমন্ত্রণ জানাতে পারেন।
Whoever prepared dinner made a mess in the kitchen.
যেই রাতের খাবার তৈরি করেছে রান্নাঘরে তালগোল পাকিয়েছে।
Whomever এর ব্যবহার
Whom + ever যুক্ত হয়ে Whomever গঠিত হয়। এর অর্থ হলো যাদের।
অনেকে Whoever এবং Whomever এর ব্যবহার নিয়ে অনেকে কনফিউস থাকে। দুটি প্রায় একই হলেও ব্যবহার আলাদা। Whoever সাবজেক্ট হিসেবে এবং Whomever অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
সে যাদেরকে চিনতো সে তাদেরকে কল করলো।
He called whomever he knew.
তুমি যাদেরকে চাইবে তাদেরকে আমরা ইনভাইট করবো।
We will invite whomever you want.
সে যাদের সম্ভব তাদেরকে পোস্টটি শেয়ার করলো।
He shared the post তো whomever he could.
এখন আমরা Compound Relative Adverb নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা জানবো Adverb কি? যে সকল শব্দ objective, verb, অথবা clause কে modify করে। সাধারণত when, how, where ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে adverb বলে।
যেমন:
তারা ট্রেন ধরার জন্য হাঁটলো।
They Walked to catch the train.
এটা একটি simple বাক্য। এটা যদি এভাবে বলি
তারা দ্রুত হেঁটে ট্রেন ধরল।
They walked quickly to catch the train.
এখানে quickly Adverb. এছাড়া slowly, rapidly, sadly, happily এগুলো adverb. এই লেখাতে আমরা whenever, wherever, however এগুলো নিয়ে আলোচনা করবো।
Whenever এর ব্যবহার
when + ever যুক্ত হয়ে whenever গঠিত হয়। যার অর্থ হলো ‘any time at all’ or ‘it doesn’t matter when’ ‘যে কোনো সময়’ বা ‘এটা কোন ব্যাপার না কখন’ (যেকোন সময় )
যেমন:
যখনই আমি তোমার সঙ্গে থাকি আমার ভালো লাগে।
Whenever I am with you, I feel good.
যখনই সে তাকে দেখে সে লজ্জা পায়।
He feels shy whenever he sees her.
Wherever এর ব্যবহার
when + ever যুক্ত হয়ে whenever গঠিত হয়। এর অর্থ হলো ‘any place at all’ or ‘it doesn’t matter where’ ‘কোনও জায়গা’ বা ‘কোথায় কিছু যায় আসে না’ (যে কোনো জায়গা)
তুমি যেখানেই যাবে আমি সেখানে যাবো।
Wherever you go, I will also go with you.
তুমি এটা যেখান থেকে পেয়েছো তুমি সেখানে ওটা রেখে দাও।
Put it back wherever you found it.
যার যেখানে ইচ্ছা সেখানে বসে থাক।
Go ahead and sit wherever you want.
However এর ব্যবহার
how + ever যুক্ত হয়ে however গঠিত হয়। এর অর্থ হলো ‘any way at all’ or ‘it doesn’t matter how’ ‘যে কোনো উপায়ে’ বা ‘এটা কোন ব্যাপার না কিভাবে’ (যে কোনো ভাবে, যে কোনো কিছু করে)
যেমন:
তার আসার আগে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করে তুমি সাজতে পারো।
You can dress up however you want before he arrives.
তোমার যেভাবে ইচ্ছা ওইভাবে মেঝেটি পরিষ্কার করো।
You clean the floor whenever you want.
ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকার:
Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার
এখন নিম্নলিখিত থেকে সঠিক শব্দ বাছাই করুন:
- You can come over ________ you like.
- whoever
- whenever
- whichever
- wherever
- wherever
- I’d like to speak to _________ is in charge of sales.
- whatever
- whichever
- wherever
- whoever
- whenever
- The model comes in all these colours. Choose ________ you like.
- whoever
- wherever
- whenever
- whatever
- whichever
- _______ happens don’t forget to call me.
- whenevr
- whoever
- whatever
- wherever
- whichever
- We can do ______ you like tomorrow. I have a day off.
- whichever
- whoever
- wherever
- whatever
- whenever
শেষকথা:
আজকে আমরা শিখলাম Compound Relative Pronoun কি? ইংরেজি বাক্যে কিভাবে whoever, whatever, whichever, however, whenever, wherever ব্যবহার করে একটি সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারি। তার সঙ্গে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করলাম।
সবশেষে, আমি বলবো এই প্রতিটি ধাপ যদি আমরা প্রতিনিয়ত প্রাকটিস করতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবো এবং খুবই অনায়াসে ইংরেজির দুর্বল কাটাতে পারবো। তাই আমাদের কর্তব্য প্রতিনিয়ত প্রাকটিস ও অধ্যায়ন খুবই জরুরি। সর্বশেষ পাঠকদের বলবো আমার এই লেখা পড়ে আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আমার লেখাগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন।
FAQ:
Compound relative pronouns কি?
Compound relative pronouns হলো বিশেষ প্রনাউন যা “wh-” শব্দের সঙ্গে “ever,” “soever,” বা “whatever” যুক্ত হয়ে গঠিত হয়, যেমন: whoever, whatever, whichever ইত্যাদি।
Compound relative pronouns-এর উদাহরণ কী কী?
উদাহরণ হিসেবে বলা যায়:
Whoever
Whatever
Whichever
Whomever
Whoever এবং Whomever-এর মধ্যে পার্থক্য কী?
Whoever সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যখন Whomever অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়।
Compound relative pronouns কিভাবে বাক্যে ব্যবহার করবো?
প্রথমে বাক্যের অর্থ বুঝতে হবে এবং তারপর সঠিক প্রনাউনটি নির্বাচন করতে হবে। উদাহরণ: “Whoever comes will be welcomed.”
Compound relative adverb কিভাবে কাজ করে?
Compound relative adverbs যেমন whenever, wherever, এবং however ব্যবহৃত হয় যখন সময়, স্থান বা উপায় বর্ণনা করতে হয়।
Compound relative pronouns শিখতে হলে কি করতে হবে?
প্রথমে উদাহরণ দেখে শেখা উচিত এবং পরে সেগুলোকে বাক্যে প্রয়োগ করতে হবে। অভ্যাস করা সবসময় সহায়ক হয়।
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Quora, Wikipedia, Pinterest এবং বিভিন্ন ওয়েবসাইটের থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে। আপনারা চাইলে সেইসব ওয়েবসাইটও ঘুরে দেখতে পারেন।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার