Wh Family word শেখার সেরা কৌশল

Rate this post

আমরা কথায় কথায় ইংরেজিতে প্রশ্ন করে থাকি। আর এই প্রশ্ন করার সময় আমাদের Wh Family word ব্যবহার করে থাকি। এছাড়া আমরা Do Verb বা Auxiliary Verb ব্যবহার করেও প্রশ্ন করে থাকি।

আজকে আমরা জানবো এই Wh Family word কি এবং কোনগুলি? সাথে আমরা শিখবো এদের ব্যবহার ও উদাহরণ।

Wh Family word কি এবং কোনগুলি?

যেসব শব্দ Wh দিয়ে শুরু হয় তাদের Wh Word বলে। আমরা জানি Who, Whose, Whom, What, Which, Where, When, Why, How এদের সকলকে আমরা Wh Family Word বলে। এই Wh Word গুলি বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন:

  • প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়
  • Conjunction হিসেবে ব্যবহার করা হয়

Wh-Family Question Words এর তালিকা সহ উদাহরণ

আমরা জানি Wh Word কোনগুলি, এখন আমরা জানবো এই শব্দ গুলির উদাহরণ সহ ব্যবহার। আমরা টেবিল আকারে নিচে আলোচনা করলাম।

Wh Wordবাংলা অর্থপ্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহারConjunction হিসেবে ব্যবহার
Whoকে/যারা বা যেWho is the man?This Is The Man Who won the first prize.
Whoseকার/যারWhose is this?I know the man whose book was lost yesterday.
Whom কাকে/যাকেWhom do you want?He was searching for the man to whom he gave the book.
What কি/যা বা যেটিWhat is your name?This is the thing what he wanted?
Whichকোনটি/ যেটি বা যাWhich book do you want?This is the pen which I lost yesterday.
Where কোথায়/যেখানেWhere do you live?This is the place where Rabindranath Tagore was born.
When কখন/যখনWhen will he come?It was 5:00 p.m. when he came.
Whyকেন/যে কারণেWhy did you do the work?This is the reason why I asked him not to go there.
Howকিভাবে/যেভাবেHow did he do the work?This is the method how to solve the problem.

এই Wh Word গুলি আমি ব্যবহার ও উদাহরণ আরো বিস্তারিত আলোচনা আমি অন্য একটি লেখাতে করেছি, সেটা পড়তে এখানে ক্লিক করুন- WH Word কি? WH Word দিয়ে প্রশ্ন তৈরির সহজ পন্থা

Wh word যুক্ত phase এর উদাহরণসহ তালিকা

এখন আমি Wh Family word গুলির সাথে কিভাবে Preposition বা অন্য কোন শব্দ যুক্ত করে Wh word যুক্ত phase তৈরি হয়ে থাকে এবং সেই phase টি যুক্ত করে প্রশ্ন করে থাকি বা conjuction এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন আমরা সেইগুলি কিভাবে তৈরি হয় এবং তাদের উদাহরণসহ বিস্তার বিস্তারিত আলোচনা করব।

From where (কোথা থেকে/যেখান থেকে)

From where did you buy the watch?
ঘড়িটা কোথা থেকে কিনলেন?

This is the place from where we collected the gravel.
এটি সেই জায়গা যেখান থেকে আমরা কঙ্কর সংগ্রহ করেছি।

Of Which (যার/যেটির)

We were able to help the poor people which we are very proud of.
আমরা গরীব লোককে সাহায্য করতে সমর্থ হয়েছিলাম যার জন্য আমরা খুব গর্বিত।

From When / Since When(কখন থেকে)

Since when/From when have you been ready?
কবে থেকে/কখন থেকে আপনি প্রস্তুত?

With whom(কার সঙ্গে/যার সঙ্গে)

with whom are you going to Mumbai?
কার সাথে মুম্বাই যাচ্ছেন?

I do not know the man with whom he quarreled.
আমি লোকটি কে চিনি না যার সঙ্গে সে ঝগড়া করেছিল।

How many(কতগুলি)

How many pens do you want?
আপনি কতগুলি কলম চান?

How much(কতটুকু)

How much milk do you want?
আপনি কতটুকু দুধ চান?

এছাড়াও আরো কিছু Wh Word যুক্ত phase রয়েছে যেগুলি নিচে বর্ণনা করা হলো।

  • What for – কিসের জন্য/যে জন্য
  • What for – কিসের জন্য/যে জন্য
  • For how long – কতক্ষণ ধরে/কতক্ষন যাবৎ
  • For whom – কার জন্য/যার জন্য
  • By whom – কার দ্বারা/যার দ্বারা
  • About whom – কার সমন্ধে/যার সমন্ধে
  • How many – কতগুলো
  • How much – কতটুকু
  • How far – কতদূর
  • How long – কত লম্বা
  • Whatsoever – যাই হোক/যাই হোক না কেন
  • Whatever – যাই হোক/যাই হোক না কেন
  • Whichever- যাই হোক/যাই হোক না কেন
  • Whichsoever – যাই হোক/যাই হোক না কেন
  • Whenever – যখনই
  • Whoever – যেই হোক না কেন
  • Whosoever – যেই হোক না কেন
  • However – যা হোক
  • What else – আর কি
  • Why so – এরকমটা কেন
  • Whereas – যেখানে
  • At what time – কোনসময়
  • What type of – কি ধরনের
  • What sort of – কি ধরনের

শেষকথা:

আমরা শিখলাম Wh Family Word কী? কত ধরনের হয়? একটি প্রশ্নমূলক বাক্য তৈরি করতে Wh Word কিভাবে ব্যবহার করা হয়। তার সঙ্গে Wh word এর সাথে কিভাবে Preposition যুক্ত করে শব্দ তৈরি নিয়ে আলোচনা করলাম।

সবশেষে, আমি বলবো এই প্রতিটি ধাপ যদি আমরা প্রতিনিয়ত প্রাকটিস করতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবো এবং খুবই অনায়াসে ইংরেজির দুর্বল কাটাতে পারবো। তাই আমাদের কর্তব্য প্রতিনিয়ত প্রাকটিস ও অধ্যায়ন খুবই জরুরি। সর্বশেষ পাঠকদের বলবো আমার এই লেখা পড়ে আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আমার লেখাগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন।

FAQ:

Wh Family Word কী?

Wh Family Word হলো সেই শব্দগুলি যা “Wh” দিয়ে শুরু হয়, যেমন: Who, What, Where, When, Why, How ইত্যাদি।

Who এবং Whom এর মধ্যে পার্থক্য কী?

“Who” সাধারণত বিষয়বাচক হিসেবে ব্যবহৃত হয়, আর “Whom” সাধারণত অব্যয় বা উদ্দেশ্যবাচক হিসেবে ব্যবহৃত হয়।

Preposition এর সাথে Wh Word কিভাবে ব্যবহার করা যায়?

Preposition এর সাথে Wh Word যুক্ত করে প্রশ্ন তৈরি করা যায়, যেমন: “From where did you come?” বা “With whom are you talking?”

Wh Family Word এর ব্যবহার শিখতে কি করণীয়?

নিয়মিত প্রাকটিস এবং বিভিন্ন উদাহরণ পড়ার মাধ্যমে Wh Family Word এর ব্যবহার শেখা যায়।

How শব্দটি কি প্রশ্ন করতে ব্যবহৃত হয়?

হ্যাঁ, “How” শব্দটি কোন কিছুর পদ্ধতি বা উপায় জানার জন্য প্রশ্ন করতে ব্যবহৃত হয়। যেমন, “How did you solve the problem?”

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Quora, Wikipedia, Pinterest এবং বিভিন্ন ওয়েবসাইটের থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে। আপনারা চাইলে সেইসব ওয়েবসাইটও ঘুরে দেখতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment