ইংরেজি গ্রামারের “Reciprocal Pronoun” এর সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণসহ আলোচনা

Rate this post

আমরা সাধারণত pronoun টি noun এর পরিবর্তে use করি, সেই pronoun কিছু ভাগে ভাগ করা যাচ্ছে, যার মধ্যে “reciprocal pronoun” বা “পারস্পরিক সর্বনাম” এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

“Reciprocal Pronoun” বা “পারস্পরিক সর্বনাম” কি

Reciprocal Pronoun” বলতে আমরা বুঝি যেসব pronounগুলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বোঝায় তাকে আমরা “Reciprocal Pronoun” বলে থাকি। এই pronoun আমরা আর এক নামে বলতে পারি, যা হচ্ছে “ক্রিয়া-কলাপবাচক সর্বনাম” যেটি পরস্পরের কাজকে বোঝানো হয়।

এই pronoun সবসময় sentence-র verb-র পরে বসে object হিসেবে কাজ করে এবং বাক্যের subject নির্দেশ করে । এই pronoun একটি উল্লেখযোগ্য দিক হলো এটি নিজে কর্তা বা subject হিসেবে ব্যবহার হয় না, কিন্তু বাক্যে object হিসেবে ব্যবহৃত হয় কর্তা বা subject কে নির্দেশ করে।

“পারস্পরিক সর্বনাম কত প্রকার বা কি কি

এই পারস্পরিক সর্বনামকে আমরা দুইটি ভাবে দেখতে পাই,

Each other (একে অপরকে)

One another (একে অপরের)

এই দুটিকে compound word বলে।

Each other (একে অপরকে) উদাহরণসহ আলোচনা

কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি ক্রিয়া-কলাপ সম্পন্ন হয়, সে ক্ষেত্রে আমরা এই “each other” ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ বলা যায়, jaya and sila love each other. (জয়া এবং শিলা একে অপরকে ভালোবাসে)। এখানে বাংলায় একে অপরকে ও ইংরেজিতে each other ব্যবহার করে থাকি।যেহেতু এটা দুজনের মধ্যে অর্থাৎ পরস্পরের মধ্যে এই কাজটা সম্পন্ন হচ্ছে। তাহলে সবশেষে আমরা বলতে পারি দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় তাহলে সেখানে আমরা each other ব্যবহার করি। example: The two sisters love each other. (দুই বোন একে অপরকে ভালোবাসে)।

বি দ্রঃ: এই উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওরা দুই বোন একে অপরকে ভালোবাসে। এই কাজটা পরস্পরের মধ্যে হচ্ছে বলে এখানে আমরা পারস্পরিক সর্বনাম যা ইংরেজিতে “each other” এবং বাংলায় “একে অপরকে” কথাটি ব্যবহার করছি। দুজন ব্যক্তির মধ্যে ভালোবাসার কথা হচ্ছে অর্থাৎ কোন কাজের কথা বোঝানো হচ্ছে বলে একে আমরা “ক্রিয়া-কলাপ বাচক সর্বনাম” বলে থাকি।

example: Ram gave the book to Sham , Sham gave the book to Ram. (রাম শ্যাম কে বই দিলো, শ্যাম রাম কে বই দিলো)=Ram and Sham gave books each other.(রাম এবং শ্যাম একে অপরকে বই দিলো)=They gave books to each other.(তারা বই দিলো একে অপরকে)।

বি দ্রঃ: এখানে বলা হয়েছে যে Ram gave the book to Sham , Sham gave the book to Ram. (রাম শ্যাম কে বই দিলো, শ্যাম রাম কে বই দিলো) । এখানের মধ্যে আমরা লিখব Ram and Sham gave books each other.(রাম এবং শ্যাম একে অপরকে বই দিলো)। আমরা name বসাতে না চাইলে সে ক্ষেত্রে আমরা এই ram and sham অর্থাৎ এই noun এর জায়গায় আমরা “They” বসাতে পারি। তাহলে আমরা উদাহরণটা এভাবে বলতে পারি, They gave books to each other.(তারা বই দিলো একে অপরকে)।

One another (একে অপরের) উদাহরণসহ আলোচনা

দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে ক্রিয়া-কলাপ সম্পন্ন হলে তাদের মধ্যে সে পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমরা “One another” কথাটি use করি। উদাহরণস্বরূপ বলা যায়, Leela loves Rita and Rita’s sister.( লীলা ভালোবাসে রিতা এবং রিতার বোন আর বাড়ির সবাইকে।) Lila Rita and sita are studing one another.(লীলা রিতা এবং সীতা একে অপরকে অধ্যয়ন করছে)

example: Brothers shouldn’t fight with sisters, and sisters shouldn’t fight with brothers. (ভাই ও বোনদের একে অপরের সাথে মারামারি করা উচিত নয়)। কিন্তু এইভাবে লেখাটা উচিত নয় , সেই কারণে আমরা যেটা বলি সেটা হল Brothers and sisters shouldn’t fight with “one another. (ভাই-বোনদের একে অপরের সাথে ঝগড়া করা উচিত নয়।)

বি দ্রঃ এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে Brother and sister একে অপরের সাথে মারামারি করছে, এক্ষেত্রে দুই বা তার বেশি অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি কে বোঝানো হচ্ছে তাদের মধ্যে ক্রিয়া-কলাপ সম্পন্ন হচ্ছে, সে ক্ষেত্রে আমরা দুইয়ের অধিক ব্যক্তি অর্থাৎ একে অপরের সাথে মারামারি করা উচিত নয় এটা বোঝানোর জন্য আমরা এখানে “one another” বা “একে অপরের” শব্দটা ব্যবহার করেছি।

Reciprocal Pronoun-এর possessive রূপের ব্যবহার :

Reciprocal Pronoun-এর possessive রূপের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

এখানে “each other“-এর সাথে একটা (‘s) এর যুক্ত হয়ে এটা হবে each other’s. যখন একে অপরের সাথে কোন কার্য বোঝানো হয় তখন একটা (‘s) যুক্ত হওয়ার কারণে বাংলায় এই (‘s) = (“এর”) বোঝানো হয়েছে, সে ক্ষেত্রে এটা “পারস্পরিক সর্বনাম“-এর “possessive” রূপ হিসেবে পরিচিত।

example: “We understand each other’s feelings.” (“আমরা একে অপরের অনুভূতি বুঝতে পারি।”)

এখানে “one another”-এর সাথে একটা (‘s) এর যুক্ত হয়ে এটা হবে “one another’s“. যদি দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর একে অপরের মধ্যে কোন কার্যকলাপ সম্পন্ন বোঝানো হচ্ছে সে ক্ষেত্রে আমরা one another এর সাথে (‘s) যুক্ত করে “one another’s” কথাটাই ব্যবহার করে থাকি। সে ক্ষেত্রে “one another’s” কথাটা “Reciprocal Pronoun“-এর “possessive” রূপ হিসেবে পরিচিত।

example: “We often stayed in one another’s houses.” (“আমরা প্রায়ই একে অপরের বাড়িতে থাকতাম।”)

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার

শেষকথা :

Reciprocal Pronoun এ “Each other “এবং”One another” খুব গুরুত্বপূর্ণ। একই নাম বারবার ব্যবহার করার পরিবর্তে আমরা যদি এই “Each other “এবং”One another” এই দুটি শব্দ ব্যবহার করতে পারি তাহলে সে ক্ষেত্রে দেখা যাবে বাক্যগুলিকে আরো স্পষ্ট এবং স্বাভাবিক করে বোঝা যাবে এছাড়াও সেই বাক্যগুলি ছোট এবং সুন্দর ভাবে একে অপরকে গড়ে তুলবে। যেমন: ‘putul puja-কে সাহায্য করেছে, এবং puja putul-কে সাহায্য করেছে’ বলার পরিবর্তে, আমরা বলতে পারি: ‘putul এবং puja একে অপরকে সাহায্য করেছে।’

সবশেষে পাঠকদের কাছে আমার অনুরোধ যে এই “পারস্পরিক সর্বনাম” টা পড়ার পরে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

FAQ:

Reciprocal Pronoun কাকে বলে ও উদাহরণ দাও?

এমন শব্দ যা দুটি বিষয় বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে ব্যবহৃত হয় । ‘Each other‘ এবং ‘one another‘ ইংরেজি ভাষায় একমাত্র দুটি “পারস্পরিক সর্বনাম“।

Reflexive and Reciprocal Pronouns এর মধ্যে পার্থক্য কি?

 প্রতিফলক ব্যবহার করা হয় যখন কর্তা নিজের উপর কাজ করে, অন্যদিকে পারস্পরিক ব্যবহার করা হয় যখন একটি গোষ্ঠীর সদস্যরা একে অপরের সাপেক্ষে একই ক্রিয়া সম্পাদন করে । পারস্পরিক সর্বনাম অনেক ভাষায় বিদ্যমান।

Reflexive এবং emphatic pronoun এর মধ্যে পার্থক্য কি?

প্রতিফলিত সর্বনামটি মূল বিষয়কে বোঝায় যিনি কার্য সম্পাদন করছেন, যেখানে জোরদার সর্বনামের ক্ষেত্রে, এটি বাক্যে উল্লেখিত বিষয়ের উপর জোর দেয় ।

আপেক্ষিক ও প্রতিবিম্ব সর্বনামের মধ্যে পার্থক্য কি?

যেসব সর্বনাম নির্ভরশীল ধারার সাথে সম্পর্কিত (যাদের আপেক্ষিক সর্বনাম বলা হয়), যেসব সর্বনাম নিজেদের উপর ফিরে আসে (যাদের প্রতিফলনশীল সর্বনাম বলা হয়), যেসব সর্বনাম আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহায্য করে (প্রশ্নমূলক সর্বনাম) এবং যেসব সর্বনাম মালিকানা প্রদর্শন করে (যাদের অধিকারী সর্বনাম) – কয়েকটির নাম বলতে গেলে।

Distributive and reciprocal pronoun কাকে বলে?

Distributive Pronoun শব্দগুলো হলো each other, one another, each, either neither, ইত্যাদি। “Each other” এবং “one another” পারস্পরিক বা পারস্পরিক সম্পর্ক প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এগুলিকে একটি ধারার বিষয় হিসেবে ব্যবহার করা যাবে না। তাদের একটি পূর্বসূরী থাকতে হবে।

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা,Grammar Hub থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment