ইংরেজি গ্রামারের verb এর ভূমিকা অপরিসীম। আমরা কে না চাই ইংরেজি শিখতে? আমরা প্রত্যেকে চাই ভালো করে ইংরেজি শিখে লিখতেও পড়তে।
তাই verb এর সকল forms এর সঠিক ব্যবহার শিখে আমরা ইংরেজি ভালো করে লিখতে পড়তে পারব। নিচে Right Forms of Verbs এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হলো। যা আমাদের সঠিকভাবে বাক্য গঠন করতে সাহায্য করবে।
Verbs কাকে বলে ও উদাহরণ কি
কোন বাক্যে যে word দ্বারা কোন কিছু কাজ করা বা কোন কিছু হওয়া ইত্যাদি কে বোঝায় সেই word কে verb বলে। যেমন- play, eat, known, go.
Verbs কত প্রকার ও কি কি ?
verb মূলত দুই প্রকার। 1. Principal verb অর্থাৎ মূল verb. এবং 2. Auxiliary verb অর্থাৎ সাহায্যকারী verb.
Principal verb অর্থাৎ মূল verb
যে verb অন্য কোন কিছুর সাহায্য ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal verb অর্থাৎ মূল verb বলে। যেমন- He eats rice.(সে ভাত খায়) , They play football.(তারা ফুটবল খেলে)
Auxiliary verb অর্থাৎ সাহায্যকারী verb
এমন কতগুলি verb আছে যা Principal verb অর্থাৎ মূল verb কে tense, mood, voice ইত্যাদিতে সাহায্য করে সেগুলোকে Auxiliary verb অর্থাৎ সাহায্যকারী verb বলে। যেমন- He is reading a book.(সে বই পড়ছে)।
Right Forms of Verbs
Right Forms of Verbs হল বিভিন্ন রূপ। কোন বাক্যে verb বা ক্রিয়া সঠিকভাবে ব্যবহার করার জন্য verb এর পাঁচটা বিভিন্ন রূপকে ব্যবহার করা হয়।
First: Verb এর V1 রূপ : (base form): Go, Play, Eat.
Second: Verb এর V2 রূপ : (past form): Went, played, Ate.
Third: Verb এর V3 রূপ: Gone, Played, Eaten.
Fourth: Verb এর V4 রূপ : (v+ing): Going, Playing, Eating.
Fifth: Verb এর V5 রূপ : (v+ s/es): Goes, Plays, Eats.
বি দ্রঃ তাহলে আমরা বলতে পারি Right Forms of Verbs মূলত Verb এর পাঁচটি রূপ। যেখানে subject ও person অনুসারে verb এর এই পাঁচটি রূপের সঠিক ব্যবহার করা হলো Right Forms of Verbs.
Right Forms of Verbs: Rules with Examples
Right Forms of Verbs এর আটটি নিয়ম ও উদাহরণসহ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
Rule 1 : Model verb (can/could/may/might/shall/should/will/would/must) এর পরে সর্বদা verb এর v1 বসে। যেমন, I could (solve) the problem.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে could হল model verb. তাই could অর্থাৎ model verb এর পরে সর্বদা v1 (solve) কথাটি বসেছে।
Rule 2 : Do verb (do/did/does) এর পরে সর্বদা verb এর v1 বসে। যেমন, I didn’t (go) there.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে Didn’t হল Do verb. তাই Didn’t অর্থাৎ Do verb এর পরে সর্বদা v1 (go) কথাটি বসেছে।
Rule 3 : Preposition to এর পরে verb এর v1 বসে। (to+v1). যেমন, I have to (solve) the problem.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে To হল preposition. তাই to অর্থাৎ preposition এর পরে সর্বদা v1 (solve) কথাটি বসেছে।
Rule 4 : (Had better, had rather / would better, would rather / let, make, here / need, must, dare) এর পরে সর্বদা v1 বসে। যেমন, I had better go home.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে কোন বাক্যে যদি এই উপরের শব্দগুলো থাকে তবে সেই শব্দের পরে সর্বদা v1 (go) কথাটি বসেছে।
Rule 5 : বাক্যে to ছাড়া বাকি যে কোনো preposition থাকলে তারপরে v+ing বসে। যেমন, By running fast, He took the first prize.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে কোন বাক্যে to ছাড়া অন্য preposition থাকার কারণে verb এর সাথে ing যোগ করা হয়েছে।
Rule 6 : কোন বাক্যের একটা simple sentence এ একের অধিক verb বর্তমান থাকলে, তবে একটা verb এর সাথে ing / v3 বসবে। যেমন, Learning english is very important.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে বাক্যের main verb (is) থাকার পরেও বাক্যে আরেকটি verb (learn) থাকার জন্য নিয়ম অনুসারে দ্বিতীয় verb (learn) এর সাথে ing যোগ করা হয়েছে।
Rule 7: বাক্যে যদি ( Accustomate to, addicted to, adhere to/to, look forward to/ get used to, be used to / mind, would you mind/ cannot help, could not help) এই শব্দগুলির পরে সর্বদা v+ing বসবে। যেমন, I am addicted to swimming from childhood.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে বাক্যে এই শব্দগুলির মধ্যে addicted to থাকার কারণে নিয়ম অনুসারে addicted to এর পরে verb ( swimming) এর সাথে ing যোগ করা হয়েছে।
Rule 8 : বাক্যে যদি (Have/has/had/got/get ) তবে তারপরে verb এর v3 form বসে। যেমন, I have done the work.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে have এর পরে do verb এর 3rd form done কথাটি ব্যবহার হয়েছে।
Rule 9: Passive বাক্যে সর্বদা be verb+v3 বসে। যেমন, Flower is cultivated all over the world.
বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে বাক্যে verb কে প্রশ্ন করলে subject উহ্য আছে। তাই এই বাক্যটি হলো passive বাক্য।
Important Rules
এই আটটি নিয়ম ছাড়া বাকি কিছু নিয়ম নিচে দেওয়া হল।
- প্রথমে দেখতে হবে যে sentence টি present নাকি past tence এ আছে।
- বাক্যটি যদি past tence এ এই আটটি নিয়মের বাইরে থাকে, তবে verb এর v2 বসবে।
- বাক্যটি যদি present tence এ থাকলে subject দেখে verb এর ব্যবহার করতে হবে।
- বাক্যে যদি Subject singular থাকে, তবে verb এর সাথে s/es যুক্ত করতে হবে।
- বাক্যে যদি Subject plural থাকে, তবে verb এর সাথে V1 বসবে।
মূল্যায়ন
“Right Forms of Verbs” কথাটি ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি এটিকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে সে ক্ষেত্রে আমরা verb এর মাধ্যমে ইংরেজি শিখে তা সঠিক বাক্য বলা ও লেখার ক্ষেত্রে ব্যবহার করব।
পাঠকদের কাছে আমার অনুরোধ এই “Right Forms of Verbs” মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার
FAQ
Verb এর correct form এর নিয়ম কি?
কোন বাক্যের যদি subject একবচন হয় তবে verb ও একবচন হবে, আর কোন বাক্য যদি subject বহুবচন হয় তবে verb বহুবচন হবে।
Eat এর v3 রূপ কি?
Eat এর v3 রূপ হল eaten.
Modal verb এর সঠিক রূপ কি?
Modal verb এর সঠিক রূপ হল এগুলি main verb এর আগে বসে, এবং কখনো রূপ পরিবর্তন হয় না।
Future perfect tense কিভাবে তৈরি হয়?
কোন বাক্যে will have+ past participle ব্যবহার করে Future perfect tense তৈরি হয়।
Verb এর সঠিক ব্যবহার?
কোন বাক্যে subject এর পরে verb বসে, অর্থাৎ কর্তার কাজকে বোঝানো হয় যে শব্দ দিয়ে সেটি হল verb.
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই ও পত্রিকা, Wikipedia, Quora থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।