“Demonstrative Adjective” শেখার খুবই সহজ ও কার্যকর পদ্ধতি

Rate this post

ইংরেজি গ্রামারে আমরা যে adjective পড়েছি, তার মধ্যে demonstrative adjective বিশেষ গুরুত্বপূর্ণ। যার দ্বারা কোনো বাক্যের বিশেষ্য কে নির্দেশ করে এবং সুসংগঠিত বাক্য গঠন করে।

আমরা এই প্রদর্শনমূলক বিশেষণ বাক্যে কখন বসে, কাকে বলে ও তার ব্যবহার ও গুরুত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।

Demonstrative Adjective কাকে বলে ?

ইংরেজি গ্রামারে এটি একটি প্রদর্শন মূলক বিশেষণ, যা বাক্যে একটি বিশেষ্য হিসাবে বাক্যের মধ্যে অবস্থিত বিশেষ্যর সংখ্যা এবং বক্তার সান্নিধ্যে কোন জিনিসের সম্পর্কের কথা বলে এবং তা সেটিকে পরিবর্তন করে এছাড়াও মাঝে মাঝে এটি কোন জিনিসকে নির্ধারণ করতে সাহায্য করে তাই মাঝে মাঝে Demonstrative Adjective কে নির্ধারক বিশেষণ বলে।

Demonstrative Adjective কত প্রকার ও কি কি ?

Demonstrative Adjective মূলত ৪ প্রকার।

যেমন:

  1. This
  2. That
  3. These
  4. Those
    ১. এই
    ২.
    ৩. এই
    ৪. ঐগুলো

Demonstrative Adjective বাক্যে কখন বসে?

গ্রামার বা ব্যাকরণে কোন noun বাক্যে অবস্থিত কোন বস্তু singular বা plural কিনা সেটি বিচার বিবেচনা করে এটি noun এর আগে বসে। নিচে তার বিস্তারিতভাবে উদাহরণসহ দেয়া হলো।

This বাক্যে কখন বসে?

কোন বাক্যে যদি singular number থাকছে এবং বস্তুটি বক্তার খুব কাছের থাকছে, তাহলে সে ক্ষেত্রে noun এর আগে বসে noun কে নির্দেশ করছে। তখন সে ক্ষেত্রে বাক্যে “this” বসছে।

যেমন:

I love this song.
আমি এই গানটি ভালোবাসি।
I love this ball.
আমি এই বল ভালোবাসি।
I see this tree.
আমি এই গাছটা দেখছি।
I love this food.
আমি এই খাবার ভালোবাসি।

That বাক্যে কখন বসে?

কোন বাক্যে যদি singular number থাকছে এবং বস্তুটি বক্তার থেকে দূরে থাকছে, তাহলে সে ক্ষেত্রে noun এর আগে বসে noun কে নির্দেশ করছে। তখন সে ক্ষেত্রে বাক্যে “that” বসছে।

যেমন:

I love that temple.
আমি ওই মন্দিরটা ভালোবাসি।
I love that food.
আমি ওই খাবার ভালোবাসি।
I love that ball.
আমি ওই বল ভালোবাসি।
I love that people.
আমি ওই মানুষ কে ভালোবাসি।

These বাক্যে কখন বসে?

কোন বাক্যে যদি plural number থাকছে এবং বস্তুটি বক্তার খুব কাছের থাকছে, তাহলে সে ক্ষেত্রে noun এর আগে বসে noun কে নির্দেশ করছে। তখন সে ক্ষেত্রে বাক্যে “these” বসছে।

যেমন:

I love these books.
আমি এই বইগুলো ভালোবাসি।
I love these dishes.
আমি এই খাবারগুলো ভালোবাসি।
I saw these trees.
আমি এই গাছগুলো দেখেছি।
I love these gifts.
আমি এই উপহারগুলো ভালোবাসি।

Those বাক্যে কখন বসে?

কোন বাক্যে যদি plural number থাকছে এবং বস্তুটি বক্তার থেকে দূরে থাকছে, তাহলে সে ক্ষেত্রে noun এর আগে বসে noun কে নির্দেশ করছে। তখন সে ক্ষেত্রে বাক্যে “those” বসছে।

যেমন:

I love those rooms.
আমি ঐ ঘরগুলো ভালোবাসি।
I love those books.
আমি ঐ বইগুলো ভালোবাসি।
I love those puppies.
আমি ঐ কুকুরছানা গুলিকে ভালোবাসি।
I love those pens.
আমি ঐ কলমগুলি ভালোবাসি।

Demonstrative Adjective গুরুত্ব

Rule 1.

এটি একটি প্রদর্শন মূলক বিশেষণ। যা বাক্যের মধ্যে অবস্থিত কোন শব্দের সময়ের noun কে পরিবর্তন করতে পারে এবং তাকে নির্দেশ করতে পারে।

যেমন:

Please shut up and enjoy this moment.
দয়া করে চুপ করো এবং এই মুহূর্তটি উপভোগ করো।

Rule 2.

এই প্রদর্শন মূলক বিশেষণটি বাক্যের মধ্যে অবস্থিত কোনো সময়কে নির্দিষ্ট করে।

যেমন:

I remember that day, we had a lot of fun.
আমার মনে আছে সেই দিনটা, আমরা অনেক মজা করেছিলাম।

Rule 3.

বাক্যে singular number এর ক্ষেত্রে সর্বদা this ও that বসবে এবং this ও that এর পরে noun টি সর্বদা singular হবে।

যেমন:

This project needs to be finished by Monday.
এই প্রকল্পটি সোমবারের মধ্যে শেষ করতে হবে।
That dress needs to be for the occasion.
সেই পোশাকটি অনুষ্ঠানের জন্য হওয়া দরকার।

Rule 4.

বাক্যে plural number এর ক্ষেত্রে সর্বদা these ও those বসবে এবং these ও those এর পরে noun টি সর্বদা plural হবে।

যেমন:

These trees are beautiful.
এই গাছগুলো সুন্দর।
Let’s sit near those trees.
চলো ওই গাছগুলোর কাছে বসি।

Demonstrative Adjective ও Demonstrative Pronoun এর মধ্যে পার্থক্য

Demonstrative AdjectiveDemonstrative Pronoun
এটি একটি নির্দেশক বিশেষণ।এটি একটি নির্দেশক সর্বনাম।
এটি সব সময় noun এর আগে বসে noun কে modify করে।এটি সব সময় বাক্যের শুরুতে বসে এবং main verb র আগে বসে।
এটির পরে সর্বদা noun বসে।এটির পরে সর্বদা main verb বসে।
এটি বাক্যের বিশেষ্য কে বিশ্লেষণ করে।এটি বাক্যের নামের পরিবর্তে সর্বনাম হিসাবে ওই ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে।

Exercise

পাঠকদের অনুশীলনের জন্য নিচে কিছু প্রশ্ন উত্তর ও প্র্যাকটিস দেওয়া হলো।

1. শূন্যস্থান পূরণ কর:

a) _________book is interesting.
i) this ii) that iii) the iv) none of this.
ক) ___________বইটি আকর্ষণীয়।
i) এই ii) যে iii) iv) এর কোনটি নয়।

b) __________flowers are beautiful.
i) this ii) that iii) these iv) the.
খ) __________ফুল সুন্দর।
i) এই ii) ঐ iii) এই iv) ঐ।

c) I love __________trees.
i) that ii) those iii) the iv) these
গ) আমি __________গাছ ভালোবাসি।
i) যে ii) সেইগুলি iii) iv) এইগুলি।

d) __________dress is beautiful.
i) that ii) those iii) the iv) none of this.
ঘ) _______ পোশাক সুন্দর।
i) যে ii) ঐ iii) iv) এর কোনটি নয়।

Answer:

a) i) This.
ক) i) এই
b) ii) that
খ) ii) ঐ
c) iv) these
গ) iv) এইগুলি
d) ii) those
ঘ) ii) ঐ

2. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

a) প্রদর্শনমূলক বিশেষণ কাকে বলে?

b) প্রদর্শনমূলক বিশেষণ কয় প্রকার ও কি কি?

c) প্রদর্শনমূলক বিশেষণ কে নির্ধারক বিশেষণ কেন বলে?

d) প্রদর্শনমূলক বিশেষণ এর বাক্যে কখন ব্যবহার হয়?

3. নিচের ছবিগুলোতে demonstrative adjective গুলো চিহ্নিত কর:

a) the

b) this

c) those

d) these.

a) that

b) the

c) these

d) none of this

a) these

b) this

c) the

d) both c and b.

a) those

b) that

c) the

d) none of this.

মূল্যায়ন

আমরা আজকে শিখলাম demonstrative adjective বা প্রদর্শনমূলক বিশেষণ যা বাক্যের শুরুতে বসে বাক্যের বিশেষ্য কে নির্দেশ করে। এই প্রদর্শন মূলক বিশেষণের ব্যবহার ও গুরুত্ব বাক্যে সঠিকভাবে প্রয়োগ করে আমরা বাক্যকে সৌন্দর্যমন্ডিত করে তুলতে পারি।

পাঠকদের কাছে আমার অনুরোধ এই “Demonstrative Adjective” মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

Adverb কাকে বলে বাংলায়?

কোন বাক্যে Verb কে modify করে যে শব্দ, সেটি হল Adverb.

Noun এর বাংলা কাকে বলে?

কোন বাক্যে noun বলতে বুঝি কোন বাক্যে কোন ব্যক্তির জায়গা, কাল, পাত্র অনুযায়ী যে শব্দ থাকে তাকে আমরা noun বলি।

“মাধ্যম” কোন ধরনের শব্দ?

বাংলায় মাধ্যম শব্দটি ইংরেজিতে Through শব্দ হিসাবে ব্যবহৃত হয়। কোন বাক্যের অবস্থান বুঝে Through এই শব্দটি বাক্যে preposition, adjective ও adverb হিসাবে ব্যবহৃত হয়।

Demonstrative adverb কাকে বলে?

Demonstrative adverb হল এমন একটি নির্দেশক ক্রিয়া বিশেষণ, যা বাক্যের মধ্যে বক্তা বা শ্রোতার সাথে কোন বস্তুর দূরত্ব বা নৈকট্য নির্দেশ করে।

সমাজের বিশেষণ কি?

সমাজের বিশেষণ হলো সামাজিক

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, WikipediaQuora থেকে নানান ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment