গ্রামারে বা বাংলা ব্যাকরণে বাক্য গঠনের সময় এই Object র প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা কথা বলার লেখা সময় দেখা যাই, বাক্যে একটি কর্তা একটি ক্রিয়া ও একটি বস্তু থাকে। এই তিনটের সমষ্টির গঠনে একটি বাক্য গঠন হয়।
আজকে আমরা দেখব যে এই অবজেক্টের সংজ্ঞা অর্থ প্রকারভেদ ও গুরুত্ব। যা একটি বাক্য গঠনের সময় এবং একটি বাক্যকে অর্থপূর্ণ করে তুলতে সব সময় প্রয়োজন।
উদাহরণসহ Object এর সংজ্ঞা
বাক্যের মধ্যে আমরা যেটিকে দেখতে পায়, অর্থাৎ স্পর্শ করতে পারি। আবার এমন অনেক সময় ওই জিনিসটাকে চোখে দেখা যায় না, বা স্পর্শ করা যায় না। কিন্তু বাক্যের মধ্যে অবস্থিত বস্তুর সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে তার অস্তিত্বের বর্ণনা পাওয়া যায়। সেই জিনিসটাকে বাক্যে Objective বলা হয়। যা verb এর পরে বসে বাক্যকে সুন্দর ও সুগঠিত করে তোলে।
যেমন:
I am eating Maggi.
আমি ম্যাগি খাচ্ছি।
Object শব্দের অর্থ কি?
বাংলায় object শব্দের মানে হল কোন বস্তু যা আমরা চোখে দেখতে পাই অথবা যে আমরা চোখে দেখতে পাই না এমন কোন বস্তু কে আমরা অবজেক্ট বলে থাকি। ইংরেজিতে এই অবজেক্ট কথাটি অর্থ একটু অন্যরকম। কারণ ইংরেজিতে এই অবজেক্ট কথাটি এসেছে ল্যাটিন শব্দ Objectus থেকে। যার অর্থ হলো নিজের অস্তিত্বকে বজায় রাখা অর্থাৎ এই অবজেক্ট বাক্যের শেষে বসে বাক্যের সদস্য হিসেবে নিজেকে প্রদর্শন করে।
ইংরেজিতে Object এর প্রকারভেদ
বাংলা বা ইংরেজিতে বস্তুকে দুই ভাগে ভাগ করা যায়। 1. গঠনের ক্ষেত্রে। 2. কাজের ক্ষেত্রে।
1. গঠনের ক্ষেত্রে
গঠনের ক্ষেত্রে বস্তুকে দু ভাগে ভাগ করা যায়। i) Verb of Object ii) Preposition of Object হিসেবে।
i) Verb of Object
বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দটি কোন ক্রিয়া বা কর্মের উপর ভিত্তি করে সেই verb র পরে বসে শব্দটি কাজ করে, সেটি হলো verb of Object.
যেমন:
We walked through the station.
আমরা স্টেশনের মধ্য দিয়ে হেঁটে গেলাম।
We bought a new house.
আমরা একটি নতুন বাড়ি কিনেছি।
ii) Preposition of Object
বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দটি কোন অব্যয় বা preposition এর উপর ভিত্তি করে সেই অব্যয় র পরে বসে শব্দটি কাজ করে, সেটি হলো Preposition of Object .
যেমন:
Sita looked at the sea.
সীতা সমুদ্রের দিকে তাকাল।
The dog jump onto the bed.
কুকুরটি বিছানায় ঝাঁপিয়ে পড়ে।
2. কাজের ক্ষেত্রে
কাজের ক্ষেত্রে বস্তুকে দু ভাগে ভাগ করা যায়। i) Direct বা প্রত্যক্ষ অবজেক্ট । ii) Indirect বা পরোক্ষ অবজেক্ট।
i) Direct বা প্রত্যক্ষ অবজেক্ট
বাক্যের মধ্যে অবস্থিত একটি কর্তা, একটি ক্রিয়া থাকে। বাক্যের মধ্যে সব সময় ক্রিয়ার পরে অবজেক্ট থাকে। এই শব্দটি বাক্যের মধ্যে স্বনির্ভর হয়ে অর্থাৎ প্রত্যক্ষভাবে কাজ করে থাকে, তাই এই বস্তুকে প্রত্যক্ষ বস্তু বলে। অর্থাৎ বলা যায় যদি আমরা verb কে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটি হচ্ছে বাক্যের মধ্যে Direct বা প্রত্যক্ষ অবজেক্ট।
যেমন:
Ram threw the bad dinner.
রাম খারাপ খাবারটা ফেলে দিল।
Falguni bought a new bike.
ফাল্গুনী একটা নতুন বাইক কিনেছে।
ii) Indirect বা পরোক্ষ অবজেক্ট
বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দটি কোন প্রত্যক্ষ বস্তুর সাহায্য নিয়ে বাক্য গঠন করে সেই শব্দটিকে বাক্যের পরোক্ষ বস্তু বলা হয়। এই বস্তুটি প্রত্যক্ষভাবে একা কাজ করতে পারে না তাই এটি হলো পরোক্ষ বস্তু। বলা যায় গ্রামারে একটি বাক্যের মধ্যে verb কে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি তবে যে উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে বাক্যের মধ্যে Indirect বা পরোক্ষ বস্তু।
যেমন:
Sunil gave me a book.
সুনীল আমাকে একটা বই দিয়েছে।
I selected her principle.
আমি তার নীতি নির্বাচন করেছি।
বাক্যে বস্তুর গঠন
গ্রামার বা ব্যাকরণে বাক্যের মধ্যে অবস্থিত এমন একটি শব্দ যা বাক্যে মাঝে মাঝে নাউন বা প্রোনাউন এর verb রূপে কাজ করে। এছাড়াও বাক্যের মধ্যে এটি Direct অবজেক্ট ও Indirect অবজেক্ট হিসেবে কাজ করে।
এছাড়াও মাঝে মাঝে এটি বাক্যের মধ্যে থাকা কোন কিছুর জায়গা কে নির্দেশ করে। তাই এটি বাক্যে ক্রিয়ার পরে বসে, ফলে আমরা যদি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তবে যে উত্তরটি পাবো, সেটি বাক্যের OBJECT. এটি বাক্যের মধ্যে বাক্যের শেষে বসে বাক্যকে আরো সুন্দর ও সুগঠিত করে অর্থপূর্ণ তোলে।
Subject & Object এর মধ্যে তফাৎ
গ্রামারে বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি থাকে। সেটি কর্তা ক্রিয়া এবং বস্তু থাকে। এদের মধ্যে কিছু তফাৎ লক্ষ্য করা যায়। যা নিচে দেওয়া হল:
Subject | Object |
---|---|
বাক্যের মধ্যে যার সম্বন্ধে আমরা কিছু বলে থাকি, সেটি হচ্ছে Subject. | বাক্যের মধ্যে সাবজেক্ট যখন কাজ করে সেই কাজটা যার অস্তিত্বকে বর্ণনা করছে, সেটি হচ্ছে object. |
কোন বাক্যের মধ্যে verb কে যদি Who দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে subject. | কোন বাক্যের মধ্যে verb কে যদি What দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে object. |
শেষ কথা
আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি অর্থাৎ object বিষয়টি বাক্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কথা বলি বা লিখি তাতে এই বিষয়টি আমাদেরকে সাহায্য করে থাকে যে বাক্যটি কে গঠন করে তুলতে। কারণ সবাই জানি যদি বাক্যের মধ্যে verb টি আমরা কে দ্বারা প্রশ্ন করা হচ্ছে তবে সেটা subject হিসাবে চিহ্নিত হচ্ছে, তেমনি অপরদিকে বাক্যের মধ্যে verb টি আমরা কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে তবে সেটা object হিসাবে চিহ্নিত হচ্ছে।
আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই “Object” বিষয়ে ভালো করে পড়ে এবং নিচে কিছু অনুশীলন অভ্যাস করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
FAQ
ভাষাবিজ্ঞানে বস্তু ভাষা কি?
ভাষাবিজ্ঞানে বস্তু ভাষা গুলো সাধারণ ভাষা। যা লোকমুখে প্রচলিত।
ইংরেজি ব্যাকরণে প্রত্যক্ষ ও পরোক্ষ বস্তু কি?
বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দগুলি সরাসরি ব্যবহার হচ্ছে সেটি প্রত্যক্ষ। এছাড়াও যেটি প্রত্যক্ষ বস্তুর সাহায্য নিচ্ছে, সেটি পরোক্ষ বস্তু।
What is object English?
Thing or Person.
ধাতুভাষার সহজ সংজ্ঞা কি?
ব্যাকরণে যুক্তিভাষা হচ্ছে ধাতু ভাষা। এটি এমন একটি ভাষা যা অন্য কোন ভাষাকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।
বস্তুর উপকারিতা কি কি?
বস্তুর উপকারিতা হলো কোন কিছুর সম্বন্ধে অবজেক্টিভ ভাবে সেটিকে বর্ণনা করা।
তথ্যসূত্র:
উপরের এই বিষয়টি বিভিন্ন বই, পত্রিকা, বিভিন্ন জায়গা, Wikipedia ও Grammarly থেকে নানান রকম তথ্য নিয়ে গবেষণা করে লেখা হয়েছে।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার