ইংরেজি গ্রামারে দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলি, বা কোন বাক্য গঠন করি, তখন সে ক্ষেত্রে এই দুটি শব্দ ব্যবহার করে থাকি। এই দুটি শব্দের অর্থ একই রকম, কিন্তু এদের ব্যবহার বাক্যের ক্ষেত্রে অন্যরকম।
তাই আজকে আমরা শিখব বাক্যে কখন কি বোঝালে দুটি শব্দ বসে। এছাড়াও ফিউ & লিটিল ব্যবহার ও এর তফাৎ বিস্তারিতভাবে জানবো।
Few বলতে কী বোঝায়
এটি বলতে বোঝায় যথেষ্ট সংখ্যক নয় অর্থাৎ অনেক কম সংখ্যক। দেখা যায়, বাক্যের মধ্যে অবস্থিত যে noun টি আছে, সেটিকে যদি গোনা যায় অর্থাৎ countable হয়ে থাকে। তবে সেই বাক্যে অনেক কম বোঝাতে ফিউ ব্যবহার করা হয়ে থাকে।
Sentence এর এটি ব্যবহার
গ্রামারে কোন বাক্যে যদি noun কে গোনা যায় অর্থাৎ noun টি যদি countable হয়, তবে সেক্ষেত্রে অনেক কম সংখ্যক বোঝাতে বাক্যে এই শব্দটি ব্যবহার বিভিন্ন রকম ভাবে হয়। যার উদাহরণসহ নিচে দেওয়া হল।
ফিউ এর ব্যবহার:
ইংরেজিতে কোন বাক্যে যদি দেখা যায় যে বিশেষ্য বা noun টি যথেষ্ট পরিমাণে নেই, বস্তুটি একদম কম পরিমাণে অর্থাৎ নেই বললেই চলে, এইরকম বোঝালে সে ক্ষেত্রে আমরা কথাটি ব্যবহার করব।
যেমন:
এমন অনেক দেশ আছে যে দেশে অনেক গাছ কম আছে।
Many countries have very few trees.
এখানে অনেক কম জামা আছে।
There are very few dresses here.
এখানে অনেক কম বিদ্যালয় আছে।
There are very few schools here.
জলে অনেক কম মাছ আছে।
There are very few fish in the water.
বিঃ দ্রঃ উপরের উদাহরণ গুলিতে দেখা যাচ্ছে যে “গাছ, জামা, বিদ্যালয়, মাছ“। এই চারটে জিনিসই এতটাই কম পরিমাণে আছে যে প্রায় নেই বললেই চলে, কিন্তু এগুলি প্রত্যেকটি গোনা যায়। তাই এক্ষেত্রে বাক্যের মধ্যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে।
A few এর ব্যবহার:
এটি বলতে আমরা বুঝি কোন বস্তু যদি কিছুটা পরিমাণে থাকে। ইংরেজিতে কোন বাক্যে যদি দেখা যায় যে বিশেষ্য বা noun টি কিছু টা পরিমাণে আছে, অর্থাৎ বস্তুটি একটু পরিমাণে আছে। এইরকম বোঝালে সে ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করব।
যেমন:
তিনি কয়েকটা বোতল এনেছে।
She brought a few bottles.
আমরা কিছুদিনের জন্য বাড়ি যাবো।
We’re going home for a few days.
কলেজ থেকে বাড়ি যেতে কিছু মিনিট দেরি হবে।
It will be a few minutes late getting home from college.
কয়েক মিনিটের মধ্যেই শুটিং শুরু হবে।
Shooting will begin in a few minutes.
বিঃ দ্রঃ উপরের উদাহরণ গুলিতে দেখা যাচ্ছে যে “ বোতল, দিন, মিনিট“। এই চারটে জিনিসই কিছুটা পরিমাণে আছে। এছাড়াও এগুলি প্রত্যেকটি গোনা যায়। তাই এক্ষেত্রে বাক্যের মধ্যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে।
The few এর ব্যবহার:
এই শব্দটি বলতে বোঝা যায় যখন অনেকগুলো বস্তুর মধ্যে যখন কোন বস্তু নির্দিষ্ট অবস্থায় অল্প পরিমাণে থাকে। বাক্যের মধ্যে যদি দেখা যায় যে কোন বস্তুর অর্থাৎ নাউনটি যদি নির্দিষ্ট ভাবে অল্প পরিমানে থাকে। তবে সে ক্ষেত্রে আমরা বাক্যে The এর পরে এই শব্দটি ব্যবহার করি।
যেমন:
অনেক ফলের মধ্যে নির্দিষ্ট পরিমাণে আম আছে।
Many fruits contain the few amount of mango.
জঙ্গলে অনেক পশুর মধ্যে নির্দিষ্ট পরিমাণ বাঘ আছে।
Among the many animals in the jungle, there is the few number of tigers.
এখানে অনেক খাবারের মধ্যে নির্দিষ্ট পরিমাণে কমলালেবু আছে।
Many foods here contain the few amount of orange.
little বলতে কি বুঝায়
ইংরেজিতে লিটিল বলতে অনেক কম পরিমাণ কে বোঝায়। কোন বাক্যে অবস্থিত noun টিকে যদি গোনা যায় না, শুধুমাত্র তার পরিমাণ কে বোঝানো হয়। বলা যায়, বাক্যে noun টি uncountable হয়, তখন সে ক্ষেত্রে কম পরিমাণ বোঝাতে আমরা বাক্যে লিটিল শব্দটি ব্যবহার করে থাকি।
উদাহরণসহ Sentence এর লিটিল ব্যবহার
বাক্যে যদি noun টি কে গোনা যায় না অর্থাৎ uncountable noun হয়। কিন্তু খুবই অল্প করে পরিমাণে আছে বোঝায়, তবে সে ক্ষেত্রে বাক্যে লিটিল শব্দটি ব্যবহার করা হয়। নিচে লিটিল শব্দটির ব্যবহার উদাহরণসহ দেওয়া হল:
লিটিল এর ব্যবহার:
লিটিল শব্দটি সর্বদা uncountable noun এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন বাক্যে যদি দেখা যায় যে বিশেষ্য বা noun টি যথেষ্ট পরিমাণে নেই, বস্তুটি একদম কম পরিমাণে অর্থাৎ নেই বললেই চলে, এইরকম বোঝালে সে ক্ষেত্রে আমরা লিটিল কথাটি ব্যবহার করব।
যেমন:
এখানে অনেক কম জল আছে।
There is very little water here.
আমাদের সময় অনেক কম।
We have very little time.
বিঃ দ্রঃ দেখা যাচ্ছে যে “ জল এবং সময়“। এই দুটো জিনিসই এতটাই কম পরিমাণে আছে যে প্রায় নেই বললেই চলে, কিন্তু এগুলি গোনা যায় না। এক্ষেত্রে বাক্যের মধ্যে লিটিল কথাটি ব্যবহার করা হয়েছে।
A লিটিল এর ব্যবহার:
A লিটিল বলতে কোন বস্তু যদি অল্প কিছুটা পরিমাণে থাকে। বাক্যে যদি দেখা যায় যে বিশেষ্য বা noun টি অল্প কিছু টা পরিমাণে আছে। এইরকম বোঝালে সে ক্ষেত্রে A লিটিল কথাটি ব্যবহার করব।
যেমন:
এখানে কিছুটা পরিমাণ দুধ আছে
There is a little milk here.
আমাদের পড়াশোনার জন্য কিছুটা জায়গা লাগবে।
We will need a little space for our studies.
বিঃ দ্রঃ উপরে দেখা যাচ্ছে যে “ কিছুটা পরিমাণ দুধ এবং কিছুটা জায়গা” এই দুটো জিনিসই কিছুটা পরিমাণে আছে বোঝানো হচ্ছে। এছাড়াও এগুলি প্রত্যেকটি পরিমাণ করা যায়। এক্ষেত্রে বাক্যের মধ্যে A লিটিল কথাটি ব্যবহার করা হয়েছে।
The লিটিল এর ব্যবহার:
The লিটিল বলতে বোঝা যায় যখন অনেকগুলো জিনিসের মধ্যে যখন কোন কিছু নির্দিষ্ট অবস্থায় অল্প পরিমাণে থাকে।কোন বস্তুর অর্থাৎ নাউনটি যদি নির্দিষ্ট ভাবে অল্প পরিমানে থাকে। সে ক্ষেত্রে আমরা বাক্যে The লিটিল শব্দটি ব্যবহার করি।
যেমন:
অনেক পরিমাণ cold drinks এর মধ্যে thump sapp টি আমার প্রিয়।
Among the many cold drinks, the little thump Sapp is my favorite.
অনেক খাবারের মধ্যে কফি টা খুব ভালো লাগে।
Among many foods, the little coffee is my favorite.
দুটি শব্দ এর মিল ও অমিল
এই শব্দগুলির এই দুটি শব্দ বাক্যে অনেক কম সংখ্যক পরিমাণ বোঝাতে ব্যবহার হলেও, এদেরমধ্যে অনেক তফাৎ দেখা যায়। যা নিচে টেবিলের মাধ্যমে দেওয়া হলো।
Few | Little |
---|---|
এই কথাটি কোন বস্তু একদম অল্প পরিমাণে অর্থাৎ নেই বললেই চলে, এরকম পরিস্থিতিতে ব্যবহার হয়। | লিটিল কথাটি কোন বস্তু কিছু পরিমাণে আছে, বোঝাতে বাক্যে এই শব্দটি ব্যবহার করা হয়। |
এটি একটি countable noun এর আগে বসে। | এটি একটি uncountable noun এর আগে বসে। |
এটি প্রায় নেতিবাচক অর্থাৎ একদম অল্প কিছু বোঝাতে ব্যবহার করা হয়। | এটি প্রায় ইতিবাচক অর্থাৎ কিছু পরিমাণে আছে বোঝাতে ব্যবহার করা হয়। |
এটিকে সংখ্যায় বোঝানো যায়। | এটিকে পরিমাণে বোঝানো যায়। |
দুটি শব্দ কে নির্ধারক শব্দ বলার কারণ
দুটি শব্দ কে নির্ধারক শব্দ বলার কারণ হলো এই শব্দগুলি কোন বাক্যের নাউন বা বিশেষ্যের সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করে। অর্থাৎ সেই বস্তুটি কতগুলো আছে বা বা কতটা পরিমাণ আছে তা নির্ধারণ করে এই দুটি শব্দ। তাই এগুলো কে নির্ধারক শব্দ বলা হয়।
শেষ কথা
এই দুটি শব্দ বিষয়টি পড়লে দেখা যাবে, যে আমরা যখন কথা বলি, তখন সেই সময় আমরা কোন জিনিস কতটা পরিমাণ আছে তা অন্যের কাছে প্রকাশ করার জন্য আমাদের এ দুটি শব্দ বিষয়টি ভালো করে জানা খুব দরকার। যেখানে আমরা এই দুটি শব্দ বিষয়ের উপর নির্ভর করে কোন বস্তুটি পরিমাণ বেশি কি কম সেটা অপরজনকে বোঝাতে পারবো। এ ছাড়া আমরা যখন বাক্য গঠন করব, তখন এই বিষয়টির দ্বারা বাক্যটিকে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারব।
তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই “Few & Little” বিষয়ে ভালো করে পড়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
FAQ
সামান্য ধারণা কি?
সামান্য ধারণা হল অল্প বা অল্প কিছু।
Where is the লিটিল used?
Uncountable Noun.
What are a few examples?
Plural countable nouns ( books, chairs, pens).
When use লিটিল or few?
Little বাক্যে Uncountable Noun এর ক্ষেত্রে এবং few বাক্যে countable Noun এর ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Where to use some?
Uncountable noun এর আগে ব্যবহার করা হয়।
তথ্যসূত্র:
উপরের এই বিষয়টি বিভিন্ন বই, পত্রিকা, Wikipedia, Quora, এবং Grammerly থেকে নানান ধারণা নিয়ে লেখা হয়েছে।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার