বাক্য গঠনে Punctuation এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কথা বলি বা কিছু লিখি তখন আমরা কোন বাক্য শেষ হওয়ার পরে কয়েকটি চিহ্ন ব্যবহার করি। সেই চিহ্ন গুলিকে ইংরেজিতে Punctuation নামে পরিচিত। এটি যে শুধু একটা চিহ্ন নিয়ে গঠিত তা নয়, এর মধ্যে অনেকগুলো চিহ্ন থাকে।
যে চিহ্ন গুলি আমাদের প্রতিনিয়ত কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এই চিহ্ন ব্যবহার করে আমরা আমাদের লেখার ভাষা বা কথা বলার ভাষা আবেগ, অনুভূতি অপর জনকে বোঝাতে পারি। আজকে আমরা এখানে সবকটি চিহ্নটি কখন ব্যবহার করতে হয়, সেটি জানবো এবং তার সাথে সাথে এই চিহ্ন গুলি দিয়ে বাক্য গঠন করব।
Punctuation এর সংজ্ঞা
বাক্যে যখন আমরা লিখি বা মুখে র ভাষা ঠিকঠাকভাবে অপরজনের কাছে বোঝানোর জন্য বা বলার জন্য আমরা মাঝে মাঝে বাক্যের মধ্যে কিছু বিরাম চিহ্ন ব্যবহার করি। বিরাম চিহ্ন বলতে বোঝায় যে চিহ্ন দেওয়ার পরে আমরা বুঝবো যে বাক্যটির বলার পরে কতটা থেমে কথাটা আবার শুরু করতে হবে। এই বিরাম চিহ্নগুলিকে আমরা যদি একসাথে করি তো দেখা যাবে আমাদের অনেকগুলো বিরাম চিহ্ন আছে। এগুলিকে একত্রে বলা হয় punctuation বা যতি চিহ্ন।
Punctuation এর অর্থ
Punctuation কথাটি অর্থ হল “যতি চিহ্ন“। আমরা যখন কোন বাক্য গঠন করি, বা কোন কথা বলার সময় যে বাক্য বলি, সেগুলি কে বোঝানোর জন্য আমরা কিছু যতি চিহ্ন ব্যবহার করে থাকি। এই যতি চিহ্ন বাক্যে বসে বাক্যটি কোথায় শেষ হবে বা কোথা থেকে শুরু হবে সেটা বর্ণনা করে।
Punctuation প্রকারভেদ
Punctuation অর্থাৎ যতি চিহ্ন গুলিকে সাধারণত ১১ টি ভাগে ভাগ করা যায়। যা বিভিন্ন সময় বাক্যের বিভিন্ন অর্থ বোঝাতে ব্যবহার করা হয়।
- FULL STOP
- COMMA
- COLON
- SEMI COLON
- QUESTION MARK
- NOTE OF INTERROGATION
- NOTE OF EXCLAMATION
- APOSTROPHE
- INVERTED COMMA
- DASH
- HYPHEN
- BRACKET
উদাহরণসহ যতি চিহ্ন গুলির ব্যবহার
ইংরেজি বা বাংলায় যখন আমরা কোন বাক্য গঠন করি, সে ক্ষেত্রে সেই বাক্যকে যথাযথ অর্থপূর্ণ করে তুলতে এই যতি চিহ্ন গুলির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
FULL STOP:
ইংরেজি বা বাংলায় কোন বাক্য শেষ হওয়ার পরে যে যতি চিহ্ন টা ব্যবহার করা হয়। সেটি হচ্ছে ফুলস্টপ।এটি সাধারণত পাঁচ ধরনের সেন্টেন্সের মধ্যে তিন ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয়। সেগুলি হল: Assertive, Imperative এবং Optative বাক্যের শেষে এটি ব্যবহার করা হয়।
যেমন:
You go home. এটি Assertive sentence.
Do the laundry. এটি Imperative sentence.
May you live a long and healthy life. এটি Optative sentence.
COMMA
এই চিহ্ন টাকে আমরা কথা বলার সময় যখন বাক্যের মাঝে কিছুটা থামার প্রয়োজন হয়। তখন সে ক্ষেত্রে কমা ( , ) ব্যবহার করা হয়। এছাড়াও, একই রকমের একাধিক শব্দ ব্যবহারের ক্ষেত্রে এই চিহ্নটি আমরা ব্যবহার করে থাকি।
COLON
ইংরেজি বা বাংলায় যখন কোন বাক্যে আমরা কোন পয়েন্ট দিই বা কোন কিছুকে আমরা আলোচনা করার জন্য বর্ণনা দিই, সে ক্ষেত্রে আমরা এই পয়েন্টের পরে কোলনটি ( : ) ব্যবহার করে থাকি।
SEMI COLON
Compound sentence এর ক্ষেত্রে দেখা যায় বাক্যটি অনেক বড় হলে সেখানে কমা না দিয়ে আমরা SEMI COLON ( ; ) ব্যবহার করে থাকি।
QUESTION MARK
এই চিহ্নটি বাক্যের মধ্যে যখন কোন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন আমরা ব্যবহার করে থাকি।
NOTE OF INTERROGATION
এই ইন্টারোগেশন চিহ্নটি বাক্যে কোশ্চেন মার্ক এর মতই কাজ করে। এটিও আমরা জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করে থাকি।
NOTE OF EXCLAMATION
এই এক্সক্লেমেশন চিহ্নটি আমরা বাক্যে যদি কোন আবেগ, অনুভূতি কিছু বোঝানো হচ্ছে, সে ক্ষেত্রে আমরা এক্সক্লেমেশন চিহ্ন গুলি ব্যবহার করি। যার দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ পায়।
APOSTROPHE
বাক্যের মধ্যে কোন শব্দকে যখন ছোট করে লেখা হয়, অর্থাৎ দুটো শব্দকে যখন একটি শব্দ হিসাবে লেখা হয়, তখন আমরা এই যতি চিহ্নটি ব্যবহার করি।
INVERTED COMMA
বাক্যে অনেকগুলি শব্দের মধ্যে যে শব্দটাকে আমরা প্রধান শব্দ বলে বিবেচনা করি বা যে শব্দের সম্বন্ধে আলোচনা করা হয়, সেই শব্দের টাকে আমরা অন্যান্য শব্দের থেকে আলাদা করতে এই INVERTED COMMA কমা ( ” ” ) চিহ্নটা ব্যবহার করে থাকি।
DASH
বাক্যের মধ্যে কোন কিছুকে বর্ণনা করার জন্য আমরা কিছু টাইটেল বা সাবটাইটেল ব্যবহার করি, সাবটাইটেল বা টাইটেল আর বর্ণনা করা বাক্যের মধ্যে আলাদা রাখতে আমরা এই DASH ( – ) ব্যবহার করি।
HYPHEN
বাক্যের মধ্যে কোন শব্দ যদি একই সাথে শেষ না হয়, তার কিছুটা অন্য পাতায় বা অন্য লাইনে চলে যায়, তখন আমরা সেই শব্দের আগে HYPHEN টি ব্যবহার করি।
BRACKET
বাক্যের মধ্যে যখন অনেকগুলো শব্দ থাকে, সেই শব্দের মধ্যে যে শব্দটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দ থাকে, সেই শব্দটাকে আমরা BRACKET দি, এছাড়াও আমরা এই BRACKET টা আমরা অংকের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি।
শেষ কথা
আজকে আমরা জানলাম যে PUNCTUATION অর্থাৎ যতি চিহ্ন গুলি কখন কোথায় বসে। এগুলি এতটাই গুরুত্বপূর্ণ এগুলি ব্যবহারের উপরে কোন বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আমরা যদি প্রত্যেকটি যতি চিহ্নের ব্যবহার খুব ভালোভাবে বুঝি, তবে আমরা কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি তা খুবই সহজে অন্যকে বোঝাতে পারবো।
আমরা এই “Punctuation” বিষয়ে ভালো করে পড়ি, তবে ইংরেজি তে বাক্য গঠন ও স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে ও খুবই ভালো হবে। তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই বিষয়ে অনুশীলন করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
FAQ
Full stop কোথায় বসে?
বাক্যের শেষে Full stop বসে।
কোটেশন মার্ক কি?
কোটেশন মার্ক বলতে আমরা যে চিহ্ন বুঝি সেটি হল ( ” ” ) । একটি বাক্যাংশের মধ্যে একটি শব্দকে নিয়ে বর্ণনা করা হচ্ছে, এবং যে চিহ্ন দ্বারা শব্দটাকে প্রধান বলে বিবেচনা করা হচ্ছে। সেই চিহ্নটি হল কোটেশন মার্ক।
চিহ্নের ইংরেজি নাম কি?
চিহ্নের ইংরেজি নাম হল Symbol.
কোলন চিহ্ন কোনটি?
কোলন চিহ্ন হল ( : )
কমার পরে কি স্পেস দিতে হয়?
কমার পরে একটি স্পেস দিতে হয়।
তথ্যসূত্র:
উপরের এই Punctuation বিষয়টি বিভিন্ন জায়গা, বই, পত্রিকা, grammerly, Wikipedia ও Printest থেকে অনুশীলন করে ও ধারণা নিয়ে লেখা হয়েছে।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার