Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম

Rate this post

গ্রামারে আমরা যে pronoun পড়ি তার মধ্যে reflexive pronoun খুবই গুরুত্বপূর্ণ। এটি বাক্যের মধ্যে বসে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এছাড়াও বাক্যের মধ্যে সাবজেক্ট নিজেই নিজের হয়ে কাজ করে থাকে।

এখানের মধ্যে নিজের উপর জোর দিয়ে কোন কিছু বোঝানোর থাকলে, তবে বাক্যে এই প্রতিফলিত সর্বনাম টি ব্যবহার করা হয়ে থাকে। দেখা যায় যে Reflexive Pronoun টি যেহেতু নিজের হয়ে কাজ করে থাকে তাই সর্বদা শব্দগুলি শেষে “self & selves” এই দুটি শব্দ ব্যবহার হয়ে থাকে। যার ফলে এই শব্দ দুটি ব্যবহার করে বাক্যটিকে সুন্দর ও সুগঠিত করে তোলা যায়।

আজকে আমরা এখানে জানবো Reflexive Pronoun এর সংজ্ঞা ব্যবহার ও গুরুত্ব। বাক্যে তা কিভাবেই ব্যবহার হয় নিচে তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো

উদাহরণসহ Reflexive Pronoun এর সংজ্ঞা

ইংরেজিতে কোন বাক্যে যখন দেখা যায় যে subject ও object এর মানে একই রকম। এই দুটোর মধ্যে কোন পার্থক্য নেই অর্থাৎ subject যদি “I ” অর্থাৎ “আমি” হচ্ছি, তবে অবজেক্টmyself” অর্থাৎ “আমার ” হচ্ছে। সেরকমই সাবজেক্ট যদি “you” অর্থাৎ তুমিহচ্ছ, তবে অবজেক্টতোমরা” হচ্ছে। এরকম যদি বাক্যে থাকছে। তাহলে সে ক্ষেত্রে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সে শব্দগুলো হল Reflexive সর্বনাম। এই শব্দগুলি নিচে দেওয়া হল।

যেমন

Subject ( Singular )Object ( Plural )
I = আমিMyself = আমার
You = তুমিYourself = তোমার
She = সেHerself = তাদের
He = সেHimself = তাদের
Your = তোমারYourselves = তোমাদের
One = নিজেরOneself = নিজেকে
We = আমরাOurselves =নিজেদের
They = তারাthemselves = তাদের
It = নিজে Itself = নিজেকে

Reflexive Pronoun এর অর্থ

Reflexive Pronoun এর অর্থ হল “প্রতিফলিত সর্বনাম“। যখন subject ও object একে অপরের উপর প্রতিফলিত হচ্ছে, অর্থাৎ দুজনের মানের সমান হচ্ছে, তখন প্রতিফলিত সর্বনাম শব্দগুলি অর্থাৎ singular এর ক্ষেত্রে “self” এবং plural এর ক্ষেত্রে “salves” বসে।

বাক্যে Reflexive Pronoun এর ব্যবহার

ইংরেজি বা বাংলায় কোন বাক্যে যখন কথা বলার সময় বা লেখার সময় আমরা বাক্য গঠন করি। তখন আমরা কোন বাক্যে যদি subject ও object একই রকম অর্থাৎ অর্থ সমান হচ্ছে, সাবজেক্ট আমি হচ্ছি তবে অবজেক্ট আমাকে যদি বোঝাচ্ছে, সেক্ষেত্রের আমরা বাক্যে এই প্রতিফলিত সর্বনাম গুলি ব্যবহার করবো। এই রিফ্লেক্সিভ প্রোনাউন মাঝে মাঝে বাক্যের মধ্যে verb এর পরে বসে verb এর object হিসাবে এবং preposition এর পরে বসে preposition এর object হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও বাক্যটিতে যদি singular number বোঝানো হলে, সেখানে সাবজেক্ট singular নাম্বার হচ্ছে। সে ক্ষেত্রে বাক্যে অবজেক্ট singular হচ্ছে। আবার বাক্যে যদি plural number বোঝানো হলে, সেখানে সাবজেক্ট plural নাম্বার হচ্ছে। সে ক্ষেত্রে বাক্যে অবজেক্ট plural হবে। নিচে বাক্যের মাধ্যমে ব্যবহারটি দেওয়া হলো:

যেমন:

Every day I was staring at my dress and staring at myself in the mirror.
প্রতিদিন আমি আমার পোশাকের দিকে তাকিয়ে থাকতাম এবং আয়নায় নিজেকে দেখতাম।

My brother and I completed the study ourselves.
আমি আর আমার ভাই নিজেরাই পড়াশোনা শেষ করেছি।

বিঃ দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে যে বাক্যের মধ্যে আমি আমার নিজেকে নিয়ে কোন কাজ করতাম এবং আমার ভাই আর আমি পড়াশোনা শেষ করেছি নিজেরাই। সেক্ষেত্রে যেহেতু সাবজেক্ট আমি এবং অবজেক্ট আমাকে অর্থাৎ নিজেদের কে নিয়ে কিছু বলা হচ্ছে, তাই এই বাক্য দুটিতে myself ourselves শব্দ দুটি রিফ্লেক্সিভ সর্বনাম

Reflexive Pronoun ও Emphatic pronoun এর মধ্যে তফাৎ

বাক্যের মধ্যে অবস্থিত যে শব্দগুলি দিয়ে Reflexive Pronoun ও Emphatic pronoun এই দুটি শব্দের বাক্য গঠন হয় সেই সব সেই শব্দগুলি প্রায় এক বললেই চলে। এই শব্দগুলো এক হলেও তাদের ব্যবহারের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। তা নিচে টেবিলের মাধ্যমে দেয়া হলো।

Reflexive PronounEmphatic pronoun
এটি বাক্যের verb এর object হিসাবে ব্যবহার করা হয়।কোন বাক্যের সাবজেক্ট এর উপর যখন অনেক জোর দেয়া হয় ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এটি verb ও preposition এর পরে বসে।এটি বাক্যে সাবজেক্ট, noun ও pronoun এর পরে বসে।
বাক্যের মধ্যে যদি subject এবং object অর্থ সমান হচ্ছে, তবে সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।বাক্যটির মধ্যে subject এবং object অর্থ সমান না হলেও, শুধুমাত্র জোর দেয়ার ক্ষেত্রে এটি ব্যবহার হয়।
বাকের মধ্যে self বা selves থাকতেই হবে।বাকের মধ্যে self বা selves না থাকলেও চলবে।

শেষ কথা

আজকে আমরা এখানে জানলাম যে Reflexive Pronoun বা প্রতিফলিত সর্বনাম টির ব্যবহার। যেখানে মধ্যে এটিকে বাক্যে ব্যবহার করে নিজের অর্থাৎ একে অপরের উপর প্রতিফলিত হয়। যেখানে সাবজেক্ট ও অবজেক্ট এর মানে একই রকম থাকে। এছাড়াও আমরা যখন কথা বলি, বা লেখার ক্ষেত্রে এই প্রোনাউন ব্যবহার করে আমরা সঠিকভাবে বাক্যটিকে গঠন করতে পারি। এই প্রোনাউন ব্যবহারের ফলে আমরা নিজেদের সম্বন্ধে যখন নিজেরাই কথা বলি, তখন কিভাবে বাক্যটাকে সুন্দর করে সাজানো যায় সেটি এই প্রনাউন এর দ্বারা আমরা ভালো করে শিখতে পারি।

তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই বিষয়ে অনুশীলন করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

Pronoun এর বাংলা কি?

Pronoun এর বাংলা হলো সর্বনাম

Adjective এর বাংলা কি?

Adjective এর বাংলা হল নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য গুলি বর্ণনা করে।

What are 3 reflexive pronouns?

Myself, Yourselves, Itself.

Tiger কি noun?

Tiger হল noun.

Possessive pronoun এর বাংলা কি?

Possessive pronoun এর বাংলা হল অধিকারী সর্বনাম।

তথ্যসূত্র:

উপরের এই বিষয়টি বিভিন্ন বই, জায়গা, WikipediaGrammer hub থেকে অনুশীলন করে ও ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment