ইংরেজি গ্রামারে finite verb খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ইংরেজি বলা বা লেখার সময় যে ভার্বটি আমাদের সবচেয়ে বেশি দরকার পড়ে তা হল ফিনাইট ভার্ব টি। এই verb এর সাহায্যে বাক্যে কাজের সময়কে বোঝানো হয়।
তাই এটি এতটাই প্রয়োজন যে, এটার দ্বারাই আমরা বাক্যকে সঠিক ও সুন্দর করে তুলতে পারি। আজকে আমরা জানবো, এই ফিনাইট ভার্ব এর সংজ্ঞা ও প্রকারভেদ এছাড়াও বাক্যে এটির ব্যবহার করা হয় এবং finite & non finite verb তফাৎ। এগুলো নিয়ে আলোচনা করা হলো।
উদাহরণ সহ Finite verb এর সংজ্ঞা
Finite verb বলতে বুঝি, বাক্যের মধ্যে যে verb টি subject এর পরে বসে। বাক্যকে সুন্দর করে তুলতে “নাম্বার /person / টেন্স ” অনুযায়ী একটি ভার্ব কে চেঞ্জ করা হচ্ছে। তাহলে দেখা যায়, কথা বলা বা লেখার সময় আমরা কোন বাক্যকে অর্থপূর্ণ করে সঠিকভাবে লেখার জন্য কাল অনুযায়ী যে verb টি পরিবর্তন করি, সেটি হচ্ছে ফিনাইট ভার্ব।
যেমন:
I try to study. – try হচ্ছে ফিনাইট ভার্ব।
আমি পড়াশোনা করার চেষ্টা করি।
He is tries to study. – is হচ্ছে ফিনাইট ভার্ব।
তিনি অধ্যয়ন করার চেষ্টা করছেন।
He is trying to study. – is হচ্ছে ফিনাইট ভার্ব।
তিনি পড়াশোনা করার চেষ্টা করছেন।
He has tried to study. – has হচ্ছে ফিনাইট ভার্ব।
তিনি অধ্যয়ন করার চেষ্টা করেছেন।
He will has been tried to study. – will হচ্ছে ফিনাইট ভার্ব।
তাকে পড়াশোনা করার চেষ্টা করা হয়েছে।
বিঃ দ্রঃ উপরের উদাহরণ গুলিতে দেখা যাচ্ছে বাক্যে সাবজেক্ট এর পরে যে verb গুলি বসেছে, সেগুলি হচ্ছে বাক্যে ফিনাইট ভার্ব। বাক্যে যে কয়টি ভার্ব আছে তাদের মধ্যে একটি হলো ফিনাইট ভার্ব। আরেকটি হলো study যেটি নন-ফিনাইট ভার্ব। কিন্তু বাক্যে দেখা যাচ্ছে, টেন্স এর সময়কাল অনুযায়ী একটি verb ই পরিবর্তন হয়েছে। কিন্তু সেই verb গুলির আগে আমরা দেখতে পাচ্ছি, যে be-verb আছে। তাই বলা যায়, যে সেন্টেন্সের সাবজেক্ট এর পরে যদি be-verb বসছে। তবে সেই সেন্টেন্সের be-verb গুলি হচ্ছে ফিনাইট ভার্ব। বাক্যে সেন্টেন্সের পরে যে verb থাকবে, সেই verb টি হচ্ছে ফিনাইট ভার্ব।
ফিনাইট ভার্ব এর প্রকারভেদ
ফিনাইট ভার্ব ইংরেজিতে দুই প্রকারের হয়ে থাকে।
1. Principal verb. অর্থাৎ প্রধান ক্রিয়া। 2. Auxiliary verb. অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া।
1. Principal verb
বাক্যের মধ্যে যে verb টি নিজে নিজে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, সেই verb টি হল principal verb.
যেমন:
I eat biriyani.
আমি বিরিয়ানি খাই।
She play basketball.
সে বাস্কেটবল খেলে।
বিঃ দ্রঃ উপরের উদাহরণে দেখা যাচ্ছে, দুটি বাক্যে মধ্যে যে verb টি আছে, সেটি নিজে নিজে কাজ করে, নিজের বাক্যের মানে নিজেই সম্পূর্ণ করছে। তাই এই বাক্য দুটির মধ্যে “eat ও play” হল Principal verb.
2. Auxiliary verb
যখন কোন বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য বাক্যটির মধ্যে অবস্থিত verb টি কে অন্য কোন verb এর সাহায্য নিতে হয়, তখন বাক্যের সেই সাহায্যকারী verb টি হচ্ছে Auxiliary verb.
যেমন:
I am eating meggi.
আমি ম্যাগি খাচ্ছি।
he is playing cricket.
সে ক্রিকেট খেলছে।
বিঃ দ্রঃ উপরের উদাহরণ দুটিতে দেখা যাচ্ছে, যে বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য একটি verb অর্থাৎ “eating ও playing” কে “am ও is” র উপর নির্ভর করতে হয়েছে। তাই সে ক্ষেত্রে একটি verb কে অন্যের উপর নির্ভর করে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে হচ্ছে। তাই এই বাক্যে “am ও is” হচ্ছে Auxiliary verb.
বাক্যে ফিনাইট ভার্ব চেনার উপায়
ইংরেজি বা বাংলায় যে বাক্যগুলি থাকে তার মধ্যে ফিনাইট ভার্ব চেনার অনেকগুলি উপায় আছে।
- ইংরেজি তে বাক্যে সর্বদা subject এর পরে যে verb টি থাকে, সেটি হল ফিনাইট ভার্ব।
- বাক্যটিতে যে verb টি tense কে বোঝায় সেই verb টি হচ্ছে ফিনাইট ভার্ব।
- এই ফিনাইট verb টি ছাড়া কোন sentence তৈরি হয় না।
- সর্বদা একটি বাক্য গঠন করতে গেলে ফিনাইট ভার্ব প্রয়োজন।
- বলা যায়, একটা ক্লজের মধ্যে একটিমাত্র ফিনাইট ভার্ব দ্বারা বাক্যটি গঠন হবে।
- আমরা যখন একটি নেতিবাচক বাক্য গঠন করি, তখন বাক্যে যে subject অর্থাৎ ফিনাইট ভার্ব এর পরেই নেতিবাচক অর্থাৎ “no & not“ কথাটি ব্যবহার করা হয়।
- প্রশ্ন বাচক বাক্যের ক্ষেত্রে ফিনাইট ভার্ব সাবজেক্ট এর আগে বসে।
- এছাড়াও বাক্যের মধ্যে অনেকগুলি verb থাকছে, সে ক্ষেত্রে subject এর পরে যে be-verb বসে, সেই বাক্যে be-verb টি হল ফিনাইট ভার্ব।
- এই ফিনাইট ভার্ব বাক্যে মাঝে মাঝে narration change এর ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে।
- ইংরেজিতে যদি দুটি শব্দ নিয়ে কোন বাক্য গঠন হয়, তবে তার মধ্যেও সর্বদা একটি সাবজেক্ট ও একটি ফিনাইট ভার্ব থাকবে।
Finite verb vs non-finite verb এর তফাৎ
Finite verb | non-finite verb |
---|---|
এটি একটি সসীম ও ক্রিয়া। | এটি একটি অসীম ক্রিয়া। |
এটি বাক্যে কাল অনুযায়ী চেঞ্জ হয়। | এটি বাক্যে চেঞ্জ হয় না। |
এটি সর্বদা সাবজেক্টের পরে বসে। | এটি বাক্যের অর্থ অনুযায়ী অবজেক্ট হিসাবে বসে। |
বাক্যে নন-ফিনাইট verb গুলি কোন ফিনাইট pharse এর মধ্যে থাকলে চেঞ্জ হতে পারে। | non-finite verb গুলি সাধারণত চেঞ্জ হয় না। |
ফিনাইট ভার্ব in Bengali pdf
পাঠকদের সুবিধার্থে উপরের লেখাটি পুরোটা বাংলা PDF আকারে দেওয়া হল।
শেষ কথা
আজকে আমরা জানলাম ফিনাইট ভার্ব দিয়ে কিভাবে সঠিক বাক্য গঠন করা যায়। এই ফিনাইট ভার্ব টি যদি সঠিকভাবে বাক্যে গঠন করা যায় তবে আমরা খুব সুন্দর ভাবে অর্থপূর্ণ সঠিক ইংরেজি বলতে ও লিখতে পারব। কারণ আমরা গ্রামারে যে জিনিস নিয়ে আলোচনা করি, সবকিছুর মধ্যেই এই ফিনাইট ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটির ব্যবহার সঠিকভাবে না জানলে আমাদের verb বুঝতে অসুবিধা হতে পারে। তাই আজকের বিষয়টি খুব ভালো করে অনুশীলন করে আপনারা ইংরেজির ভিত কে আরও শক্তিশালী ও মজবুত করতে পারবেন।
তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই “Finite verb” বিষয়ে ভালো করে পড়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
FAQ
What is the finite verb in Bengali?
The finite verb in Bengali is সসীম ক্রিয়া।
বাংলায় infinitive verb কি?
বাংলায় infinitive verb হলো বাক্যে অসীম ক্রিয়া এক রূপ।
What is gerund in Bengali?
Gerund in Bengali is ক্রিয়া পদের বিশেষ্য পদ।
Simple sentence এর সংজ্ঞা কি?
Simple sentence এর সংজ্ঞা হলো কোন বাক্যের মধ্যে যখন একটি verb থাকে, সেটি হল simple sentence.
Saw কি ফিনাইট ভার্ব?
Saw মানে দেখেছিল, অর্থাৎ অতীতকালে কাজটা হয়েছে। সে ক্ষেত্রে বলা যায় saw হচ্ছে finite verb নয়।
তথ্যসূত্র:
আজকের এই বিষয়টি নানান বই, পত্রিকা, এছাড়াও বিভিন্ন জায়গা, Grammer, ও Grammerly hub থেকে নানান ধারণা নিয়ে অনুশীলন করে লেখা হয়েছে।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার