Daily Use Questions & Answers for Practice

Rate this post

ইংরেজিতে কথা বলার জন্য আমাদের সবারই একটু ভয় থাকে। কারণ আমরা কথা বললে অপর মানুষটা বুঝতে পারবে কি না, সেটি নিয়ে আমরা ভয় পাই। কিন্তু আজকে থেকে যাতে আমরা আর ভয় না পাই, ইংরেজি বলতে ও লিখতে পারি। সেই কারণে আজকে আমরা Questions & Answers এই বিষয় নিয়েই আলোচনা করব। কারণ ভালো করে ইংরেজি বলার জন্য এই Questions & Answers ভালো করে জানাটা খুবই গুরুত্বপূর্ণ

ইংরেজিতে কথা বলার জন্য আমাদের সঠিকভাবে কিছু বাক্য গঠন করে, তারপরে আমাদের মনের ভাব আমরা অন্য কাউকে বোঝাতে পারি। এই মনের ভাব বোঝানোর জন্য আমাদের প্রতিনিয়ত কিছু বাক্য থাকে। আজকে আমরা জানব, আমাদের প্রতিনিয়ত কথা বলার জন্য basic ও common কিছু Questions & Answers. যার দ্বারা আমরা পরবর্তীতে এই Questions & Answers ব্যবহার করে আমরা অন্যকে মনের ভাব প্রকাশ করতে পারবো। এছাড়াও নিজেরাও আরো ভালো করে ইংরেজিতে কথা বলতে পারব।

20 answers to common questions ( সাধারণ প্রশ্নের ১ ২০টি উত্তর )

Basic 20 Questions ( ২০টি মৌলিক প্রশ্ন ):

1. Where are you from?
তুমি কোথা থেকে আসছো?

A. I am from Kolkata.
আমি কলকাতা থেকে এসেছি।

2. What’s the matter?
কি ব্যাপার?

A. I am feeling so good.
আমার খুব ভালো লাগছে।

3. What is your favorite book?
তোমার প্রিয় বই কোনটি?

A. My favorite book is Gora written by Rabindranath Tagore.
আমার প্রিয় বই হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “গোরা“।

4. What do you do?
তুমি কি করো?

A. I am a Dancer.
আমি একজন নৃত্যশিল্পী।

5. How is the weather today?
আজকের আবহাওয়া কেমন?

A. Today’s weather is cloudy.
আজকের আবহাওয়া মেঘলা।

6. What is your favourite colour?
তোমার প্রিয় রঙ কী?

A. My favourite color is yellow.
আমার প্রিয় রঙ হলুদ।

7. Do you have a puppy?
তোমার কি কুকুরছানা আছে?

A. Yes, I have a puppy.
হ্যাঁ, আমার একটা কুকুরছানা আছে।

8. What is your nationality?
তোমার জাতীয়তা কী?

A. My nationality is Indian.
আমার জাতীয়তা ভারতীয়।

9. What dress is your favorite?
তোমার পছন্দের পোশাক কোনটি?

A. My favourite dress is an Indian saree.
আমার প্রিয় পোশাক হল একটি ভারতীয় শাড়ি।

10. Are you a student?
তুমি কি একজন ছাত্র?

A. Yes, I am a student.
হ্যাঁ, আমি একজন ছাত্র।

11. How is he?
সে কেমন আছে?

A. He is well.
সে ভালো আছে।

12. Can you speak Hindi?
তুমি কি হিন্দি বলতে পারো?

A. Yes, I speak Hindi.
হ্যাঁ, আমি হিন্দি বলতে পারি।

13. What is your purpose in the trip plan?
ভ্রমণ পরিকল্পনায় আপনার উদ্দেশ্য কী?

A. My purpose in the trip plan is a vacation.
আমার ভ্রমণ পরিকল্পনার উদ্দেশ্য হল ছুটি কাটানো।

14. Do you like biriyani?
তুমি কি বিরিয়ানি পছন্দ করো?

A.I am not a fan of biriyani, thank you.
আমি বিরিয়ানির ভক্ত নই, ধন্যবাদ।

15. Are you weak?
তুমি কি দুর্বল?

A. Yes, I am weak.
হ্যাঁ, আমি দুর্বল।

16. Is there a school near here?
এখানে কি কাছাকাছি কোন স্কুল আছে?

A. Yes, there is a school near here.
হ্যাঁ, এখানে কাছেই একটা স্কুল আছে।

17. Are you interested in studying?
তুমি কি পড়াশোনায় আগ্রহী?

A. Yes, I am interested.
হ্যাঁ, আমি আগ্রহী।

18. Do you have siblings?
তোমার কি ভাইবোন আছে?

A. Yes, I have a sister.
হ্যাঁ, আমার একটা বোন আছে।

19. Are you free on Sunday?
রবিবার কি তুমি ফ্রি?

A. No, thank you.
না, ধন্যবাদ।

20. Do you like eating rice?
তুমি কি ভাত খেতে পছন্দ করো?

A. Yes, I like eating rice.
হ্যাঁ, আমি ভাত খেতে পছন্দ করি।

Common questions & answers ( সাধারণ প্রশ্ন ও উত্তর)

Daily Routine question & answers ( দৈনিক রুটিন প্রশ্ন ও উত্তর )

1. What is your hobby?
তোমার শখ কি?

A. My hobby is reading and drawing.
আমার শখ হল পড়া এবং ছবি আঁকা।

2. How many people are in your family?
তোমার পরিবারে কতজন লোক আছে?

A. My family is 3 members.
আমার পরিবারের সদস্য সংখ্যা ৩ জন।

3. Who is the eldest in your family?
তোমার পরিবারের মধ্যে কে বড়?

A. My father is the elder in my family.
আমার বাবা আমার পরিবারের বড় সদস্য।

4. Do you have a bird?
তোমার কি পাখি আছে?

A. Yes, I have a bird.
হ্যাঁ, আমার একটা পাখি আছে।

5. Do you have WhatsApp?
তোমার কি হোয়াটসঅ্যাপ আছে?

A. Yes, I have WhatsApp.
হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ আছে।

6. What time is it now?
এখন কয়টা বাজে?

A. It is 12 o’clock.
এখন ১২টা বাজে।

7. Do you have toys?
তোমার কি খেলনা আছে?

A. Yes, I have toys.
হ্যাঁ, আমার খেলনা আছে।

8. What do you mean?
তুমি কি বলতে চাইছো?

A. nothing.
কিছুই না।

9. Do you have a car?
তোমার কি গাড়ি আছে?

A. Yes, I have a car.
হ্যাঁ, আমার একটা গাড়ি আছে।

10. What do you eat for lunch?
দুপুরের খাবারে তুমি কী খাও?

A. Normally rice & sabji.
সাধারণত ভাত এবং সবজি।

শেষ কথা

আজকে আমরা শিখলাম আমাদের প্রতিনিয়ত কথা বলার সময় যে শব্দগুলো দিয়ে বাক্য গঠন হয়, সেই বাক্য দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। তাই প্রতিনিয়ত কথা বলার সময় যে বাক্যগুলো ব্যবহার করা হয়, সেগুলি আজকে এই Questions & Answers বিষয় ইংরেজি ও বাংলাতে লেখা হয়েছে। যাতে Questions & Answers ভালোভাবে অনুশীলন করে আমরা আমাদের প্রতিনিয়ত কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি।

তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই “Questions & Answers” বিষয়ে ভালো করে অনুশীলন করে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

100 প্রশ্ন খেলা কি?

আমরা যখন কথা বলি তখন সে কথা কে অর্থপূর্ণ করে তোলার জন্য যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলি সেটাই হচ্ছে প্রশ্ন খেলা

Who was the first Prime Minister of India?
ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

The first Prime Minister of India was Jawaharlal Nehru.
ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু।

What are magic questions?
জাদুকরী প্রশ্নগুলো কী?

A question that is very interesting to answer, and everyone is ready to answer it.
এমন একটি প্রশ্ন যেটি উত্তর খুব আকর্ষণীয় হয়ে থাকে এবং সেটি সবাই উত্তরটি দিতে প্রস্তুত থাকে।

Who is the father of GK?
জিকে-র পিতা কে?

The father of GK Bhikaiji Rustam Cama.
ভিখাইজি রুস্তম কামা

Who is the father of biology?
জীববিজ্ঞানের জনক কে?

The father of biology is Aristotle.
জীববিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল

তথ্যসূত্র:

উপরেই তথ্যটি বিভিন্ন বই, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন জায়গা, WikipediaPrintest থেকে নানান ধারণা নিয়ে অনুশীলন করে তারপর লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment