Tense কী? সহজ ভাষায় ১২ টি টেন্সের গঠন ও উদাহরণ

Rate this post

ইংরেজি গ্রামারের TENSE অর্থাৎ ক্রিয়ার কাল কথাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, যে আমাদের চারপাশে যে কাজগুলো আমরা করি, সেগুলো কোনটা শেষ হয়ে গেছে বা কোনটা চলছে বা কোনটা করব। এই ক্রিয়ার কাল এর মাধ্যমে আমাদের এই এক এক সময়ের কাজগুলোকে কি বলে সেটাকে আমরা জানবো এবং বাক্য তৈরি সময় সেটিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা একটি সুগঠিত ও অর্থপূর্ণ বাক্য তৈরি করব।

আজকে আমরা শিখব, এই শব্দটি কোথা থেকে এসেছে? এবং কাকে বলে? কত প্রকার ও কি কি? এবং তাদের গুরুত্ব কি আছে। আশা রাখছি, এই কটা জিনিস আমরা ভালো করে শিখতে পারলে আমরা ইংরেজিতে সময়ে কাল বিশ্লেষণ করে সঠিকভাবে বাক্য লিখতেও পড়তে পারব।

Table of Contents

“Tense” শব্দটি কোথা থেকে এসেছে?

ইংরেজি ভাষার মেরুদণ্ড হলো TENSE অর্থাৎ ক্রিয়ার কাল। কিন্তু আমরা জানি না কেউ এই শব্দটির উৎস কোথায়? বলা যায়, ইংরেজি গ্রামারে এই ক্রিয়ার কাল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ “TEMPUS” থেকে। এই ল্যাটিন শব্দ “TEMPUS” শব্দটির মানে হল TIME বা সময়। তাই ইংরেজি গ্রামারেও এই TENSE অর্থাৎ ক্রিয়ার দ্বারা কোন কাজের সময়কে অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কালকে বোঝানো হয়।

The backbone of the English language is the TENSE or verb. However, we do not know the origin of this word. It can be said that in English grammar, this word comes from the Latin word “TEMPUS”. This Latin word “TEMPUS” means TIME. Therefore, in English grammar, this is also used to denote the time of an action, or past, present, and future tenses.

যেমন:

আমি ভাত খাই
I eat rice.

আমি ভাত খেয়েছি
I have eaten rice.

আমি ভাত খাব
I will eat rice.

আমি ভাত খাচ্ছি
I am eating rice.

আমি ভাত খেয়েছিলাম
I have eaten rice.

Tense কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে কোন কাজ যে সময়টা ধরে সম্পন্ন হয় বা যে সময়টা সম্পন্ন হবে বা হয়ে গেছে সেই সময়ের নির্দিষ্ট কালকে tense বলে।

যেমন:

আমরা স্কুলে গিয়েছিলাম
We went to school.

আমরা স্কুলে যাই
We go to school.

আমরা স্কুলে যাব
We will go to school.

ইংরেজিতে এই ক্রিয়ার কাল কি নিয়ে গঠিত ?

ইংরেজিতে এই ক্রিয়ার কাল দুটি জিনিস নিয়ে গঠিত।

যেমন:

  1. সময়।
  2. কাজের অবস্থা।

Tense কত প্রকার ও কি কি ?

মূলত এই ক্রিয়ার কাল হলো তিন প্রকার। কিন্তু এটিকে সময় ও কাজের অবস্থার পরিপ্রেক্ষিতে এটিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যা নিচে তালিকার মাধ্যমে দেখানো হলো।

গ্রামারে “সময় ” হিসাবে tense তিন প্রকার। যেমন: Present, Past & Future. ( বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ)।

গ্রামারে কাজের অবস্থা হিসাবে tense চার প্রকার। যেমন: Indefinite, Continuous, Perfect, Perfect continuous. ( অনিশ্চিত কাজের অবস্থা, কাজ চলছে, কাজ শেষ হয়ে গেছে এবং কিছুটা সম্পন্ন হয়েছে কিন্তু এখনো কাজটা চলছে)।

সময়।কাজের অবস্থা।
Past ( অতীত )।Indefinite ( অনিশ্চিত কাজের অবস্থা)।
Present ( বর্তমান )।Continuous (কাজ চলছে)।
Future ( ভবিষ্যৎ )।Perfect (কাজ শেষ হয়ে গেছে)।
Perfect continuous ( কিছুটা সম্পন্ন হয়েছে কিন্তু এখনো কাজটা চলছে )।

বাক্যে tense এর গুরুত্ব

TENSE

গ্রামারে tense হল ইংরেজি মূল্যবান এক অধ্যায়। আমরা যখন ইংরেজিতে বাক্য গঠন করি তখন আমরা কোন কাজের সময় কে mention করি। সে ক্ষেত্রে দেখা যায়, এই ক্রিয়ার কাল অর্থাৎ কাজের সময় দ্বারা কখন কোন কাজ সম্পন্ন হয়েছে বা কোন কাজ ভবিষ্যতের জন্য করা হবে এবং কোন কাজ বর্তমানে করা হচ্ছে, সেই যে সময়ের হিসাবে আমরা একই বাক্যকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গঠন করে থাকি এবং কোন সময়কে কিভাবে গঠন করলে বাক্যটি আরো সুন্দরঅর্থপূর্ণ হবে সেটি আমাদের এই ক্রিয়ার কালের মাধ্যমে সময়কে নির্দেশ করে দেয়।

তাই আমরা বলতে পারি, যে বাক্যের মধ্যে অবস্থিত এই ক্রিয়ার কাল ভীষণই গুরুত্বপূর্ণ। যার মাধ্যমে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সময় নির্দেশ পাই।

ইংরেজিতে কোন বাক্য দেখলে কোন tense আছে সেটা চেনার উপায়

ইংরেজিতে কোন বাক্য দেখলে কি tense আছে সেটা চিনতে গেলে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সময়ের ক্ষেত্রে যে তিনটে tense ব্যবহার হয়।

যেমন:

Present ( বর্তমান ): বাক্যে যদি দেখা যায় “am, is, are, has, have, do, does ” এই শব্দগুলি আছে এবং কাজটি বর্তমানে ঘটছে, তবে আমরা সেটি “Present অর্থাৎ বর্তমান কাল” হিসেবে চিহ্নিত করি।

Past ( অতীত ): বাক্যে যদি দেখা যায় “was, were, had, did” এই শব্দগুলি আছে এবং কাজটি অতীতে ঘটেছে, তবে আমরা সেটি “Past অর্থাৎ অতীত কাল” হিসেবে চিহ্নিত করি।

Future ( ভবিষ্যৎ ): বাক্যে যদি দেখা যায় “will, shall” এই শব্দগুলি আছে এবং কাজটি ভবিষ্যতে ঘটবে, তবে আমরা সেটি “Future অর্থাৎ ভবিষ্যৎ কাল” হিসেবে চিহ্নিত করি।

Past অর্থাৎ অতীত কাল কাকে বলে ? উদাহরণ দাও

কোন কাজ যদি অতীতে সম্পন্ন হয়ে যায় অর্থাৎ অতীতের শেষ হয়ে যায় তাহলে সেই সময়কে আমরা “অতীতকাল” বলি।

example:

He was reading a storybook.
সে একটা গল্পের বই পড়ছিল

They were playing football.
তারা ফুটবল খেলছিল

The child drank milk.
শিশুটি দুধ পান করেছে

laboni sang a song.
লাবনী একটা গান গেয়েছে

Present অর্থাৎ বর্তমান কাল কাকে বলে ? উদাহরণ দাও

কোন কাজ যদি বর্তমানে করা হচ্ছে অর্থাৎ এখনো করা হচ্ছে কাজটা শেষ হয়নি তখন তাকে “বর্তমান কাল” বলা হয়।

example:

I go.
আমি যাই

I eat rice.
আমি ভাত খাই

I go to school.
আমি স্কুলে যাই

I am reading a story book.
আমি একটা গল্পের বই পড়ছি

Future অর্থাৎ ভবিষ্যৎ কাল কাকে বলে ? উদাহরণ দাও

যদি কোন কাজ ভবিষ্যতে করব বলে ঠিক করে রাখা হয় বা ভবিষ্যতের কাজটা করা হবে। এমন কোন বাক্য থাকলে বা এমন কোন সময় বোঝালে তখন তাকে “ভবিষ্যৎ কাল” বলা হয়।

example:

I shall go.
আমি যাব

You will go.
তুমি যাবে

He/ she will go.
সে যাবে

Will you play football?
তুমি কি ফুটবল খেলবে?

Indefinite কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে Indefinite কথার অর্থ হচ্ছে অনিশ্চিত। যদি কোন কাজ শুরু হওয়ার পরে শেষ হয়েছে কি হয়নি সেটা অনিশ্চিত আছে অর্থাৎ নিশ্চিত নয়। তবে সে ক্ষেত্রে সেই বাক্যকে আমরা Indefinite বলি।

Rule: Subject + verb + object

example:

I eat rice.
আমি ভাত খাই

I ate rice.
আমি ভাত খেয়েছি

I shall eat rice.
আমি ভাত খাবো

বিঃ দ্রঃ বাক্যে subject যদি 1st person & 2nd person না হয়, যদি 3rd person অর্থাৎ আমি আমরা তুমি তোমরা বাদে বাকি সব সাবজেক্ট যদি বাক্যের মধ্যে অবস্থিত হয়, তবে সেক্ষেত্রে আমাদের verb এর সাথে “s / es” যুক্ত করতে হবে। যেমন: সে ভাত খায়। ( He / she eats rice.)

Continuous কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে Continuous কথার অর্থ হচ্ছে ধারাবাহিকতা। যদি কোন কাজ শুরু হওয়ার পরে এখনো চলছে বা হতে থাকবে বা চলবে অর্থাৎ কাজটা ধারাবাহিকতা বোঝানো হবে। অর্থাৎ এখনো কাজটা শেষ হয়নি। তবে সে ক্ষেত্রে সেই বাক্যকে আমরা Continuous বলি।

Rule: Subject + helping verb + v+ing + object.

example:

He is playing football.
সে ফুটবল খেলছে

They are playing football.
তারা ফুটবল খেলছে

I am playing football.
আমি ফুটবল খেলছি

She is singing a song.
সে একটি গান গাইছে

Perfect কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে Perfect কথার অর্থ হচ্ছে completeness অর্থাৎ সম্পূর্ণতা যদি কোন কাজ শুরু হওয়ার পরে অতীতে কাজটা শেষ হয়ে গেছিল বা বর্তমানের কাজটা শেষ হয়েছে এবং ভবিষ্যতে কাজটা শেষ হয়ে যাবে এরকম নিশ্চিত কিছু বোঝালে অর্থাৎ কাজটার সম্পূর্ণতা সম্বন্ধে বলা হয়। তখন সেই বাক্যকে আমরা Perfect বলি।

Rule: Subject + helping verb + verb এর 3rd form অর্থাৎ past participle form + object.

example:

I have done the work.
আমি কাজটি করেছি

He has eaten rice.
সে ভাত খেয়েছে

They have come here.
তারা এখানে এসেছে

Perfect continuous কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে Perfect continuous কথার অর্থ হচ্ছে নিখুঁত ধারাবাহিক। যদি কোন কাজ একটা নির্দিষ্ট সময় শুরু হওয়ার পরে বা অতীত থেকে কাজটা শুরু হয়ে এখনো অব্দি বর্তমান চলছে এবং ভবিষ্যতেও সেই কাজটা চলবে। এরকম যখন নিখুঁত ধারাবাহিকতা বোঝানো হবে। তখন সেই বাক্যকে আমরা Perfect continuous বলি।

Rule: Subject + helping verb এর সাথে been + v+ ing + object.

example:

I have been living here for a month.
এক মাস ধরে আমি এখানে বাস করছি

I have been working in the office for six months.
ছ মাস ধরে আমি অফিসে কাজ করছি

He has been suffering from fever since monday.
সোমবার থেকে সে জ্বরে ভুগছে

He has been traveling since Sunday.
রোববার থেকে সে ঘুরতে গেছে

Exercise

পাঠকদের অনুশীলনের জন্য নিচে কিছু প্রশ্ন উত্তর ও প্র্যাকটিস দেওয়া হলো।

1. শূন্যস্থান পূরণ কর:

a) birds _____ in the sky.
পাখিরা আকাশে উড়ে

b) I __________ go.
আমি যাব

c) The child __________ milk.
শিশুটি দুধ পান করেছে

d) I ________ rice.
আমি ভাত খাই

e) _________ you play football?
তুমি কি ফুটবল খেলবে?

f) He ___________ a storybook.
সে একটা গল্পের বই পড়ছিল

g) I _________ school.
আমি স্কুলে যাই

h) laboni _______ a song.
লাবনী একটা গান গেয়েছে

i) I am __________ a story book.
আমি একটা গল্পের বই পড়ছি

j) _________ শব্দটির মানে হল TIME বা সময়

Answer:

a) fly.
b) shall.
c) drank.
d) eat.
e) Will
f) was reading.
g) go to.
h) sang.
i) reading.
j) “TEMPUS” .

2. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

a) ইংরেজিতে এই ক্রিয়ার কাল কি নিয়ে গঠিত ?

b) অতীত কাল কাকে বলে ? উদাহরণ দাও

c) Perfect continuous কাকে বলে ? উদাহরণ দাও

d) Indefinite কাকে বলে ? উদাহরণ দাও

e) ইংরেজিতে কোন বাক্য দেখলে কোন tense আছে সেটা চেনার উপায় কি ?

f) “Tense” শব্দটি কোথা থেকে এসেছে?

g) বর্তমান কাল কাকে বলে ? উদাহরণ দাও

h) ভবিষ্যৎ কাল কাকে বলে ? উদাহরণ দাও

i) Perfect কাকে বলে ? উদাহরণ দাও

j) Continuous কাকে বলে ? উদাহরণ দাও

মূল্যায়ন

গ্রামারে ক্রিয়ার কাল আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এই ক্রিয়ার কালকে আরো চার ভাগে কাজের অবস্থার পরিপ্রেক্ষিতে ভাগ করা হয়েছে। যাতে আমরা ভালো করে বুঝতে পারি কোন কাজটা কখন হচ্ছে, বা হয়ে গেছে, বা কখন হবে

পাঠকদের কাছে আমার অনুরোধ এই “Tense” মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

কাল হিসেবে V1, V2, V3 কী?

বাক্যে V1 হল ক্রিয়ার মূল রূপ; V2 হল সরল অতীত রূপ; V3 হল past participle রূপ
in the Sentence V1 is the base form of the verb; V2 is the simple past form; V3 is the past participle form.

কথায় TENSE কাকে বলে?

একটি ক্রিয়া পদের রূপ, যা কোন কাজ কখন হয়েছে বা কখন হবে বা কখন হচ্ছে অর্থাৎ কাজের সময়ের নির্দেশকে বোঝায়

Eat এর v3 রূপ কি?

Eat এর v3 রূপ হল “Eaten.

একটি নিষ্ক্রিয় স্বর কি?
What is a passive tone?

একটি নিষ্ক্রিয় স্বর হল সাধারণ স্বরের মতোই, শুধুমাত্র উচ্চতর আওয়াজের জন্য এটি ব্যবহৃত হয় না, তখন এটি নিষ্ক্রিয় থাকে।

What are the 3 main tenses?

the 3 main tenses are “Present, past and future.

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Grammar hub, Wikipedia Quora থেকে নানান ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment