আমাদের কাছে সবচেয়ে কঠিন বিষয় হলো ইংরেজি। তাই আমরা সব সময় এটাই জিজ্ঞাসা করে থাকি দ্রুত ইংলিশ শেখার সহজ উপায় কি?
আচ্ছা, ইংরেজি তো স্কুলের প্রথম শ্রেণি থেকেই শেখানো হয়, তবুও কেন আমরা সাবলীল হয়ে ইংরেজিতে কথা বলতে পারিনা? কারণটা খুব সহজ। আমরা বাংলা মিডিয়ামে পড়ে এসেছি। তাই আমাদের গ্রামার ও ভোকাবুলারি ভালো হলেও আমরা সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে পারিনা। তাই চলুন আমরা একসাথে ইংরেজি শিখে ফেলি।
মূলত যেকোনো ভাষা শিখতে গেলে ভাষার চারটি দিক থাকে।
- Reading (পড়া)
- Listening (শোনা)
- Writing (লেখা)
- Speaking (বলা)
চলুন আজ এই চারটি বিষয়ের সাথে সাথে আরো কিছু বিষয় শিখে নেই।
1. নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন:
আমরা সকলে জানি কোনো কাজ শুরু করার আগে আমাদের লক্ষ্য বা উদ্দ্যেশের প্রয়োজন হয়, সে নতুন বাড়ি বানানো হোক বা আমাদের ইংরেজি ভাষা শেখা হোক। ঠিক তেমনি লক্ষ্য হতে পারে যে ভালো ইংরেজিতে কথা বলা, আবার কারোর লক্ষ্য হতে পারে নিজের ক্যারিয়ারের জন্য ইংলিশ শেখা, আবারও কারো লক্ষ্য হতে পারে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়ার আশা, আবার অনেকে ইংরেজি শেখেন বিদেশে মানুষদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের সুসম্পর্কটাকে গড়ে তোলা, তো এইভাবে আমাদেরকে প্রত্যেককে যেকোনো একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে।
এবার সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদেরকে প্রতিদিন একটা সময় বের করে অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা যত অনুশীলন বা প্র্যাকটিস করবো তত তাড়াতাড়ি আমরা ইংরেজিটা শিখতে পারবো।
2. ইংরেজি গল্পের বই পড়ুন:
ইংরেজি শেখার প্রথম ধাপ আমি মনে করি প্রচুর পরিমাণে পড়া, কারণ যে কোনো ভাষা শিখতে গেলে সেটাকে আগে পড়তে হবে তাই আমাদেরকে সবার আগে আমাদের পছন্দ মতো, আমাদের পছন্দ টপিকসের উপরে প্রত্যেকে একটা করে বই সংগ্রহ করে সেই বইটিকে প্রতি নিয়ত একটি সময় বের করে পড়া এবং উচ্চস্বরে পড়া, কারণ উচ্চস্বরে যদি আমরা পড়ি এবং সেই কথাটা আমরা শুনি তাহলে আমরা যেটা পড়ছি সেটা আমাদের মাথায় থেকে যায়।
তাহলে আজ থেকে আমরা আমাদের পছন্দের মত ইংরেজি বই বা ইংরেজি উপন্যাস নিয়ে পড়া শুরু করি।
3. ইংরেজি সংবাদ পত্রিকা পড়ুন:
আমরা অনেকে বই পড়তে পছন্দ করি না কিন্তু সংবাদপত্র বা নিউজপেপার পড়তে খুব পছন্দ করি। তাই যারা নিউজ পেপার বা সংবাদপত্র পড়তে পছন্দ করেন তারা ইংলিশ শেখার জন্য ইংরেজি নিউজ পেপারগুলি সংগ্রহ করে বা অনলাইন থেকে ডাউনলোড করে সেই নিউজগুলো প্রতিনিয়ত পড়তে থাকুন। তাহলে সেখান থেকে আপনারা নতুন নতুন ভোকাবুলারি, নতুন নতুন সেন্টেন্স এবং নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন। যার ফলে আপনারা খুব দ্রুত ইংলিশ করতে পারবেন এবং খুব দ্রুত শিখে ইংলিশে কথা বলতে পারবেন।
ইংরেজি নিউজ পেপারগুলি পড়ার জন্য আপনারা নিচের দেওয়া এই নিউজপেপার গুলি ফলো করতে পারেন এতে আপনারা খুব সহজে ইংরেজি শিখে নিতে পারবেন।
4. পছন্দের ম্যাগাজিন পত্রিকা পড়ুন:
আমরা অনেকে ইংরেজি বই বা ইংরেজি নিউজ পেপার পড়তে ভালোবাসি না কিন্তু ইংরেজি ম্যাগাজিন পত্রিকা পড়তে খুব ভালোবাসি। তো যারা এই ম্যাগাজিন পত্রিকা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই ইংলিশ শেখার জন্য নিজের পছন্দের মত ম্যাগাজিন পত্রিকা সংগ্রহ করে সেটিকে প্রতিনিয়ত পড়তে থাকুন তাহলে আপনি খুব সহজে ইংরেজি শিখতে পারবেন এবং খুব সহজে দ্রুত কথা বলতে শিখে যাবেন। আমার পছন্দের দুটি ম্যাগাজিন নিচে সাজেস্ট করলাম।
- Champak For Children
- Reader’s Digest
5. নিজে নিজে ভাবুন ও শব্দ তৈরী করুন:
ভাবনা ইংরেজি শেখার একটা গুরুত্বপূর্ণ দিক। কথায় আছে আপনি যে জিনিসকে নিয়ে যত বেশি ভাববেন সে জিনিসটিকে আপনি তত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন। আর আমরা সারাদিন কত কিছুই না ভেবে থাকি তো সেই ভাবনাটাকে যদি আমরা ইংরেজিতে ভাবি এবং সঙ্গে সঙ্গে শব্দ তৈরি করি তাহলে আমরা আমাদের ইংরেজি চর্চাটাকে আরো সহজ করে তুলবো।
আচ্ছা বলুন তো আমরা যখন কোন কিছু ইংরেজিতে লিখি তখন প্রথমে আমরা বাংলাতে ভাবি তারপরে সেটিকে ইংরেজিতে রূপান্তর করি। তো সেটা না করে যদি আমরা ইংরেজিতেই ভাবি এবং ইংরেজিতেই লেখার চেষ্টা করি তাহলে কোনটা সোজা হবে? ইংরেজিটা সোজা হবে তাই না। তাই আমরা আজ থেকে যা কিছু ভাববো সারাদিন ইংরেজিতেই ভাববো।
6. লেখা প্রাকটিস করুন:
আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যখন আমরা কোন কিছু পড়া মুখস্ত করি বা রচনা মুখস্ত করি তারপরে সেই রচনাটিকে ভেবে ভেবে আমরা বার বার লিখতে থাকি। এর ফলে আমাদের ওই রচনাটি বা ওই পড়াটি আরো মনে গেঁথে যায় এবং পরবর্তীকালে আমরা পরীক্ষা দেওয়ার সময় খুব সহজে লিখতে পারি। ঠিক তেমনি আমরা যদি ইংলিশ শেখার ক্ষেত্রে ওই এক নিয়ম ব্যবহার করি, মানে সারাদিন যা ইংরেজি পড়েছি সেটাকে ভেবে ভেবে আমরা লিখতে থাকি তাহলে আমরাও দ্রুত শিখতে পারবো।
7. গান ও প্রডকাস্ট শুনুন:
অনেকে উপরের লেখাগুলো পড়ে ভাববেন যে না বাবা আমার কাছে এত সময় নেই তো চলুন তাদের জন্য আরেকটি নতুন পদ্ধতির কথা বলি। এখন এই ডিজিটাল যুগে প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন অবশ্যই থাকে তো আমরা সেই স্মার্টফোনকে ব্যবহার করে কিভাবে সহজে ইংরেজিটাকে শিখতে পারি আজ সেটা নিয়েই কথা বলবো।
এই ডিজিটাল যুগে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ঘুরে বেড়াই , এই সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ইউটিউব এই এই ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন ইংরেজি প্রডকাস্ট, ইংরেজি গান শুনে শুনে ইংরেজিটাকে খুব সহজে শিখে নিতে পারি। তাই চলুন আমরা সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট না করে এই পদ্ধতির মাধ্যমে সহজে ইংরেজিটা শিখে নিতে পারি।
8. ইংলিশ শেখার জন্য হলিউড মুভি দেখুন:
আমরা যা পড়ি বা লিখি তার থেকে বেশি আমরা যা দেখি বা শুনি আমাদের মন সেটাকে বেশি আয়ত্ত করতে পারে বা বেশি মনে রাখতে পারে। তাই আমরা যদি হলিউড মুভি গুলো দেখতে থাকি তাহলে আমরা খুব সহজে ইংরেজিটাকে শিখতে পারবো এবং ওই মুভিগুলো দেখে দেখে আমরা শব্দের প্রোনাউনসেশন বা উচ্চারণটাকে খুব সহজে শিখে নিতে পারবো।
9. নিজে নিজে আয়নার সামনে কথা বলুন:
আপনি এতক্ষণ উপরের অংশগুলি পড়ে যা শিখলেন যদি সেইগুলি রপ্ত করতে পারেন তাহলে আপনার পরের পদক্ষেপ হবে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। এতে আপনি আপনার কথা বলার অঙ্গভঙ্গি গুলো নিজে দেখতে পাবেন এবং আপনি আপনার নিজের ভুলগুলো নিজেই শুধরে নিতে পারবেন।
এছাড়াও আপনি যদি নিজে নিজে আয়নায় কথা বলার অভ্যাস করে ফেলতে পারেন তাহলে পরবর্তীতে আপনি যখন কোন মানুষের সঙ্গে কথা বলতে যাবেন তখন আপনার কথা বলার ফ্লুয়েন্সি ঠিক থাকবে এবং নিজে স্বাভাবিক ও মানসিক ভাবে প্রস্তুত হয়ে উঠবেন।
10. একজন সঙ্গী নির্বাচন করুন:
দ্রুত ইংরেজি শেখার অন্যতম সেরা মাধ্যম হচ্ছে একজন সঙ্গী নির্বাচন করা। আপনি যখন প্রতিনিয়ত আপনার সঙ্গীর সঙ্গে ইংরেজিতে কথা বলবেন এর ফলে আপনার সঙ্গী আপনার ভুলগুলো আপনাকে ধরিয়ে দেবে এবং আপনি সেটাকে শুধরে নিতে পারবেন। এছাড়া একটা সঙ্গী আপনাকে অনেকটা মোটিভেট করতে পারে ইংলিশ শেখার জন্য।
11. ইংরেজি গ্রামার শিখুন:
আমরা গ্রামারের কথা শুনলে ঘাবড়ে যাই আর এই ঘাবড়ানোটাই আমাদের অসফলতার বড় কারণ। ভয় না পেয়ে খুব সহজে সীমিত গ্রামার যদি শিখে নিতে পারেন তাহলে আপনি ইংরেজির রাজা হয়ে উঠবেন। প্রথমত গ্রামার এত গভীরভাবে শেখার কোন প্রয়োজন নেই। আপনি গ্রামারের শুধুমাত্র Tense, Sentense তৈরি করার নিয়ম ও সামান্য vocabulary শিখে নিতে পারেন তাহলে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই গ্রামারকে ভয় না পেয়ে সামনে এগিয়ে চলুন দেখবেন ইংলিশ শেখা খুব সহজ হয়ে উঠেছে।
12. নিজের ভয় ও লজ্জা ত্যাগ করুন:
কথায় আছে লাজ, লজ্জা, ভয় তিন থাকতে নয়। তাই ভয় না পেয়ে বা লজ্জা না পেয়ে আপনার নিজের দুর্বলতাটাকে কাটিয়ে তুলুন দেখবেন খুব সহজে আপনি ইংরেজি শিখে গেছেন।
এছাড়াও অনেকে ভাবেন লোকে কি বলবে? আরে মশাই লোকে যে যাই বলুক ওদের কথায় কান না দিয়ে আপনি আপনার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, দেখবেন লোকে আজ যেটাকে খারাপ বলছে কালকে আপনি যখন ওদের সামনে গড়গড় করে ইংরেজিতে কথা বলতে থাকবেন তখন ওরাই আপনাকে উৎসাহিত করবে। তাই লোকের কথায় কান না দিয়ে এগিয়ে চলুন
13. বিভিন্ন অ্যাপের সাহায্য নিন:
আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেমন ইংলিশ শিখতে পারবো ঠিক তেমনই আমরা কিছু অ্যাপ ব্যবহার করেও খুব সুন্দর দ্রুত ইংরেজি শিখতে পারবো।
আমরা Google Playstore এ গিয়ে যদি ইংলিশ শেখার অ্যাপ সার্চ করি তাহলে অনেক অ্যাপ দেখতে পাবো। তারমধ্যে একটি অন্যতম অ্যাপ হলো Hello English: Learn English, যেখানে আপনি খুব সহজে মজার ছলে ইংরেজি শিখে নিতে পারবেন। তো আর দেরি কেন অ্যাপটি ডাউনলোড করে চটপট ইংরেজি শিখে ফেলুন।
শেষ কথা:
পরিশেষে, একটাই কথা বলবো আপনি ইংলিশ শেখার জন্য যেই পথই বেছে নিন না কেনো আপনাকে একাগ্রতার সাথে শিখে যেতে হবে, তবেই আপনি একজন ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠবেন। আর লেখাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না এবং এরকম সুন্দর সুন্দর লেখা পেতে আমাদের পেজ learn2speak ফলো করুন।
2 thoughts on “দ্রুত ইংলিশ শেখার 13 টি সহজ টিপস”