ইংরেজি গ্রামারের “There” কি এবং তার প্রকার, ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা

Rate this post

ইংরেজি গ্রামারে “there” কথাটি একটি বিশেষ ভূমিকা পালন করে, এই কথাটির মাধ্যমে আমরা যে কোন sentence তৈরি করতে পারি। “there” র কোন বাংলা অর্থ থাকে না বলে একে আমরা “introductory there” বলি।

There ” বলতে আমরা বুঝি কোন জায়গায় কোন কিছু ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব থাকাটা যদি বর্তমান , অতীত বা ভবিষ্যতে বোঝানো হচ্ছে তবে আমরা সেখানে “There” কথাটি ব্যবহার করি।

Structure : (There + verb + subject + অন্য শব্দ / শব্দ সমষ্টি।)

Example: There is a ball. (একটি বল আছে) – এই উদাহরণে একটি বলের অবস্থানে বর্তমান বোঝানো হচ্ছে। সেই কারণে এখানে there +verb এর present from ব্যবহার করা হয়েছে।

There was a ball. (একটি বল ছিল) – এই উদাহরণে একটি বলের অবস্থানে অতীত বোঝানো হচ্ছে। সেই কারণে এখানে there +verb এর past from ব্যবহার করা হয়েছে।

There will be a school in a village. (গ্রামে একটি স্কুল থাকবে।) – এই উদাহরণে গ্রামে একটি স্কুলের ভবিষ্যতে অবস্থানের কথা বোঝানো হচ্ছে। সেই কারণে এখানে there +verb এর Future from ব্যবহার করা হয়েছে।

There-র কালের অবস্থান অনুযায়ী ১৪ টি ব্যবহার

There এর অবস্থা অনুযায়ী যে ১৪ টি নিয়ম আছে তা ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ। সেটি ব্যবহার করে আমরা ইংরেজিতে হাজার হাজার sentence তৈরি করতে পারি। এই 14টি rules নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানো হলো।

Structure 1 : (verb+there+sub+object)

example: ঐ বাড়ীটিতে কোন লোক ছিল না ? – Was there any man in that house?

বি:দ্র:There” দ্বারা গঠিত interrogative sentence এর first এ verb তারপর there এর পরে subject object বসে, উদাহরণ হিসাবে বলা হয়েছে – ঐ বাড়ীটিতে কোন লোক ছিল না – Was there any man in that house?

Structure 2 : ( There + is/are + noun + place)

example: এই রুমে একটি টেবিল আছে – There is a table in this room.(singular noun). এই রুমে অনেক গুলো ফটো আছে – There are many photos in this room.(plural noun).

বি:দ্র: কোন স্থানে কোন নির্দিষ্ট অর্থাৎ singular noun এর ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থান বোঝাচ্ছে, সে ক্ষেত্রে আমরা there এর পরে is” শব্দটি ব্যবহার করি , আর যদি অনেকগুলো অর্থাৎ plural noun এর ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থান বোঝাচ্ছে সে ক্ষেত্রে আমরা there এর পরে “are” শব্দটি ব্যবহার করব ।

Structure 3 : ( There + was/were + noun + place)

example: এই গ্রামে একটি মন্দির ছিল – There was a temple in this village.(singular noun). এই গ্রামে অনেক পুকুর ছিল – There were many ponds in this village.(plural noun).

বি:দ্র: কোন স্থানে কোন নির্দিষ্ট অর্থাৎ singular noun এর ব্যক্তি বা বস্তুর অতীত অবস্থান বোঝাচ্ছে, সে ক্ষেত্রে আমরা there এর পরে was” শব্দটি ব্যবহার করি , আর যদি অনেকগুলো অর্থাৎ plural noun এর ব্যক্তি বা বস্তুর অতীত অবস্থান বোঝাচ্ছে সে ক্ষেত্রে আমরা there এর পরে “were” শব্দটি ব্যবহার করব ।

Structure 4: ( There + will be + noun + place)

example: ভবিষ্যতে আমাদের স্কুলে একটি language club থাকবে – There will be a language club at our school in the future.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর ভবিষ্যৎ অবস্থান বোঝাচ্ছে, সে ক্ষেত্রে আমরা there এর পরে will be” শব্দটি ব্যবহার করি।

Structure 5 : ( There + has been/have been + noun + place)

example: আমাদের বাড়িতে একটি পড়ার ঘর রয়েছে – We has been a reading room at home. (singular noun). এই গ্রামে অনেক মাঠ রয়েছে – There have been many fields in this village. (plural noun).

বি:দ্র: কোন স্থানে কোন নির্দিষ্ট অর্থাৎ singular noun এর ব্যক্তি বা বস্তুর অতীত অবস্থান আগে থেকেই রয়ে গেছে বোঝালে , সে ক্ষেত্রে আমরা there এর পরে has been” শব্দটি ব্যবহার করি , আর যদি অনেকগুলো অর্থাৎ plural noun এর ব্যক্তি বা বস্তুর অতীত অবস্থান আগে থেকেই রয়ে গেছে বোঝালে , সে ক্ষেত্রে আমরা there এর পরে “have been “ শব্দটি ব্যবহার করব ।

Structure 6 : ( There + should be + noun + place)

example: বারাকপুরে একটি স্টেডিয়াম থাকা উচিত – There should be a stadium in Barrackpore.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানে বাংলায় “থাকা উচিত” কথাটি বোঝাচ্ছে, সে ক্ষেত্রে আমরা there এর পরে should be” শব্দটি ব্যবহার করি।

Structure 7 : ( There + should have been + noun + place)

example: নৈহাটী তে একটি চিড়িয়াখানা থাকা উচিত ছিল – There should have been a zoo in Naihati.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানে বাংলায় “থাকা উচিত ছিল” কথাটি বোঝাচ্ছে, সে ক্ষেত্রে আমরা there এর পরে should have been” শব্দটি ব্যবহার করি।

Structure 8 : ( There + must be + noun + place)

example: এই বনে নিশ্চই বাঘ আছে – There must be tigers in this forest.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান টি বাংলায় “নির্দিষ্ট বা নিশ্চয়ই” কথাটি আছে তবে সে ক্ষেত্রে আমরা ইংরেজিতে there র পরে “must be” শব্দটি ব্যবহার করব।

Structure 9 : ( There + must have been + noun + place)

example: এই বনে নিশ্চই সাপ ছিল – There must have been snakes in this forest.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান টির অতীতে বাংলায় “নির্দিষ্ট বা নিশ্চয়ই ছিল” কথাটি ব্যবহার হয়েছে , তবে সে ক্ষেত্রে আমরা ইংরেজিতে there র পরে “must have been” শব্দটি ব্যবহার করব।

Structure 10 : ( There + can be + noun + place)

example: এই জলেতে জীবাণু থাকতে পারে – There can be germs in this water.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানটিকে বাংলায় “থাকতে পারে” বোঝানো হচ্ছে , তখন সে ক্ষেত্রে আমরা ইংরেজিতে there র পরে “can be” শব্দটি ব্যবহার করব।

Structure 11 : ( There + could be/ could have been + noun + place)

example: এই জলেতে লবন থাকতে পারতো – There could be/ could have been salt in this water.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানকে অতীতে বোঝালে অর্থাৎ বাংলায় “থাকতে পারতো” কথাটি থাকলে, আমরা ইংরেজিতে there র পরে “could be/ could have been ” শব্দটি ব্যবহার করব।

Structure 12 : ( There + may be/ might be + noun + place)

example: বর্ধমানে হয়তো অনেক মেধাবী ছাত্র থাকতে পারে – There may be/ might be many talented students in Burdwan.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানকে বাংলায় যদি “হয়তো থাকতে পারে” কথাটি ব্যবহার হয় সেক্ষেত্রে সম্ভাবনা বেশি থাকলে আমরা ইংরেজিতে there র পরে “may be” শব্দটি ব্যবহার করব, আর যদি সম্ভাবনা কম থাকলে আমরা ইংরেজিতে there র পরে “might be” শব্দটি ব্যবহার করব।

Structure 13 : ( There + might have been + noun + place)

example: গ্রামে হয়তো অনেক স্কুল থাকতে পারতো – There might have been many schools in the village.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থানকে অতীতে বোঝালে অর্থাৎ বাংলায় “হয়ত কোন কিছু থাকতে পারতো” এই শব্দটি ব্যবহার হলে , সেক্ষেত্রে আমরা ইংরেজিতে there র পরে “might have been” শব্দটি ব্যবহার করব।

Structure 14 : ( There + seems to be + noun + place)

example: এই বাড়িতে ভুত আছে বলে মনে হয় – There seems to be ghosts in this house.

বি:দ্র: কোন স্থানে কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান বর্তমানে বোঝালে অর্থাৎ বাংলায় ” আছে বলে মনে হয় ” কথাটি ব্যবহার হলে , সেক্ষেত্রে আমরা ইংরেজিতে there র পরে ” seems to be” শব্দটি ব্যবহার করব।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার

শেষকথা :

There কথাটি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি there কে ভালোভাবে বুঝতে পারি তাহলে সে ক্ষেত্রে আমরা এই there এর মাধ্যমে অনেকগুলো বাক্য তৈরি করে ইংরেজিতে আরো বেশি ভালোভাবে আমরা আলোচনা করতে পারব এবং নিজে আরো বেশি ভালো ইংরেজি লিখতে পারব।

পাঠকদের কাছে আমার অনুরোধ যে There এর নিয়ম গুলি পড়ার পরে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

FAQ:

আমরা কোথায় ব্যবহার করি?

“There” শব্দটি প্রায়শই একটি নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহৃত হয়

পার্থক্য উদাহরণ আছে?

“Has” ব্যবহার করা হয় তৃতীয়-পুরুষ একবচন বিষয় “he,” “she,” এবং “it,” অথবা একটি একবচন বিশেষ্যের সাথে। “Have” ব্যবহার করা হয় প্রথম-পুরুষ (“I,” “we”), দ্বিতীয়-পুরুষ (“you”), এবং তৃতীয়-পুরুষ বহুবচন (“they”) বিষয়ের সাথে। উদাহরণ: রামকে শীঘ্রই চলে যেতে হবে।

Sentence এর প্রকারভেদ কি কি?

ইংরেজি ভাষায় চার ধরণের বাক্য রয়েছে: ঘোষণামূলক, বিস্ময়সূচক, অনুজ্ঞাসূচক এবং জিজ্ঞাসামূলক । প্রতিটি বাক্যের ধরণ আলাদা আলাদা উদ্দেশ্য সাধন করে। বিভিন্ন ধরণের বাক্যের ধরণ এবং সেগুলি কীভাবে ব্যবহার করবেন তা বোঝা আপনার লেখার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে।

কোনটি কোথায় ব্যবহার করা হয়?

প্রশ্ন, নেতিবাচক এবং শর্তসাপেক্ষ বাক্যে সাধারণত বহুবচন এবং অগণিত বিশেষ্যের সাথে Any ব্যবহার করা হয় : আমাদের কাছে কি কোনও বিয়ার আছে? ~ হ্যাঁ, আমাদের কাছে আছে। এটি ফ্রিজে আছে। আমাদের কাছে কি কোনও গ্লাস আছে? ~ হ্যাঁ, আমাদের কাছে আছে।

What is the rule using there?

This word refers to a place other than here. It is also used to introduce a clause or a sentence, often with the opening phrase there are or have. As an adverb: I wouldn’t go there if you paid me.

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা,বিভিন্ন ভিডিও, Wikipedia থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment