2024 এ ইংরেজি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও শেখার সহজ কৌশল

5/5 - (1 vote)

বাংলা আমাদের মাতৃভাষা হলেও ইংরেজি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষা। বাংলা আমাদের প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি হয় তাহলে ইংরেজি দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ।

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, যা সারা বিশ্বে মোট 60 টিরও বেশি দেশের অফিশিয়াল ভাষা হিসেবে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়। আর আমরা বাঙালিরা সবসময় এই ইংরেজি ভাষাটাকে ভয় পাই, ইংরেজি ভাষা শিখতে ভয় পাই, ইংরেজি ভাষাতে কথা বলতে ভয় পাই কিন্তু ইংরেজি ভাষাটিকে যতই ভয় পান না কেন ইংরেজি ভাষাটি খুবই আনন্দদায়ক একটি ভাষা। আপনি যদি এই ভাষাটিকে শিখে নিতে পারেন তাহলে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে উঠবে। চলুন আজকে আমরা আলোচনা করবো ইংরেজি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও শেখার কৌশল।

আমরা ইংরেজি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা গুলি কয়েকটি ধাপে ধাপে আলোচনা করবো আর সেগুলি হল:

Table of Contents

ইংরেজি বিশ্বব্যাপী ভাষা:

বিভিন্নি দেশের বিভিন্ন ভাষা আছে। কিন্তু নিজ নিজ দেশের ভাষা জানার পাশাপাশি ইংরেজি ভাষাও জানা খুব জরুরী। ইংরেজি ভাষা বিশ্ব প্রসিদ্ধ এমন একটি ভাষা, যা রপ্ত করে খুব সহজে পরিচিত, অপরিচিত যে কারো সাথে যোগাযোগ তৈরি করা যায় এবং জ্ঞানের পরিধি সহজেই বাড়ানো যায়। ইংরেজি আমাদের বাস্তবজীবনে একটি মানসম্মত জীবনযাত্রা তৈরি করতে অনেক অবদান রাখে এবং এই ভাষা সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে।

ইংরেজি শিক্ষার মাধ্যমে কর্মজীবনে সফলতা অর্জন:

এই আধুনিক সমাজে ইংরেজি খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের কর্মজীবনে। আমি ধাপে ধাপে এটি আলোচনা করছি:

জব অ্যাপ্লিকেশন:

application

আপনি আপনার স্বপ্নের চাকরি পাওয়ার জন্য যখন আবেদন লিখছেন তখন আপনার আবেদন পত্রে ইংরেজি বলার দক্ষতা আপনার রয়েছে সেটি উল্লেখ করুন। দেখবেন আপনি কিছুটা হলেও অন্যদের থেকে বেশি প্রাধান্য পাবেন।

সিভি বা কভার লেটার:

আপনি আপনার সিভি বা কভার লেটারে আপনার মধ্যে থাকা ইংরেজি দক্ষতা প্রকাশ করে আপনার নিয়োগকর্তাকে আকর্ষিত করতে পারেন, এতে আপনার ইন্টারভিউতে সাফল্যের চান্স বেড়ে যায়।

resume

জব ইন্টারভিউ:

জব ইন্টারভিউ

বিভিন্ন চাকরিপ্রার্থীদের মধ্য থেকে আপনাকে নির্বাচিত করার জন্য একটি দুর্দান্ত উপায় হল ইংরেজিতে আপনার উপস্থাপনা প্রদান করা। আপনি যদি আপনার নিজের দক্ষতা সাথে নির্বাচকের প্রশ্নের সমস্ত উত্তর ইংরেজিতে দিয়ে বোঝাতে পারেন তাহলে আপনি ইন্টারভিউতে খুব সহজেই নির্বাচিত হতে পারবেন।

প্রেসেন্টেশনস বা উপস্থাপনা:

আপনি যখন আপনার কর্মক্ষেত্রে কোন প্রেজেন্টেশন বা উপস্থাপনা প্রদান করছেন তখন আপনি আপনার দক্ষতার সাথে ইংরেজিতে এই উপস্থাপনা দেওয়ার চেষ্টা করুন এবং সাহসের সাথে উপস্থাপনা দিন, এতে সবার চোখে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি হয়ে উঠবেন।

কর্মক্ষেত্রে কোন প্রেজেন্টেশন বা উপস্থাপনা প্রদান

ইংরেজি ভাষীদের জন্য বেশী বেতন:

ভাষা অনুযায়ী বেতন

আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের দেশে বা বিদেশে যারা ইংরেজিতে খুবই দক্ষ তাদের যে বেতন সেটি অন্যান্য কর্মচারীদের থেকে অনেকটা পরিমাণ বেশি প্রদান করা হয়। এক্ষেত্রে আপনিও যদি ইংরেজিতে একজন সাবলীল কর্মচারী হয়ে ওঠেন তাহলে অন্যান্য কর্মচারীর চেয়ে আপনার বেতনের পরিমাণ বেশি পেতে পারেন।

এ ছাড়াও আপনি যখন আপনার কর্মক্ষেত্রে কোন চিঠি আদান-প্রদান করছেন বা ইমেইলের মাধ্যমে আপনার বক্তব্য আদান-প্রদান করছেন তখনও ইংরেজিতে এগুলির উপস্থাপনা করুন। এইসব দিক গুলি মেনে চললে আপনি আপনার কর্মক্ষেত্রে এক উন্নতি শিখরে পৌঁছাতে পারবেন খুবই তাড়াতাড়ি।

ইংরেজি শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ বৃদ্ধি পায়:

ইংরেজি আন্তর্জাতিক ভাষা। এই ভাষার মাধ্যমে আমরা বিশ্বব্যাপী মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। যদি আমরা কখনো উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়ে থাকি তাহলে আমাদেরকে প্রথম ওইখানকার মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজি জানা আবশ্যক। এছাড়াও আমরা যখন কোন বিজনেস বা কাজের সূত্রে ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা বলি সেই সময় আমাদের ইংরেজি ভাষার প্রয়োজন হয়।

এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশে ভ্রমনে যাই, সেই ভ্রমণে যাওয়ার সময় আমাদেরকে সেখানকার মানুষের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ইংরেজিতে কথা বলা খুবই জরুরি হয়ে ওঠে। তাই ইংরেজি একটি যোগাযোগের অন্যতম মাধ্যম।

উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ইংরেজি শিক্ষার গুরুত্ব:

আপনি কি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান? তাহলে আপনার ইংরেজি জানা আবশ্যক। কারণ বিশ্বে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ইংলিশে শিক্ষা প্রদান করে থাকে, যদি আমরা বিদেশে শিক্ষার জন্য পাড়ি দিই তাহলে আমাদেরকে ভালোমতো ইংলিশে দক্ষ হওয়া প্রয়োজন। এছাড়াও আমাদের দেশে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এখন ইংলিশ ভাষার মাধ্যমে দিতে হয় কিন্তু সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে ইংলিশে খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে।

ইংরেজি শিক্ষার দ্বারা তথ্য গ্রহন:

এখনকার দিনে বিভিন্ন দেশে বিদেশের তথ্য জানতে হলে আমাদেরকে দেখতে হয় বিভিন্ন ইংলিশ নিউজ চ্যানেল বা ইংরেজি পত্রিকা পড়তে হয়। তো সেই ইংলিশ নিউজ চ্যানেলগুলো বা ইংরেজি পত্রিকাকে বোঝার জন্য আমাদেরকে ইংলিশে দক্ষ হওয়া প্রয়োজন। কারণ এর মাধ্যমে আমরা বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন তথ্য যেমন জানতে পারি তেমন আমাদের মধ্যে ইংলিশে দক্ষতা সেটাও বেড়ে ওঠে।

ইংরেজি শিক্ষার মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবন:

আমরা জানি এখন বিজ্ঞান ও প্রযুক্তি খুবই প্রসার লাভ করছে এবং এই বিজ্ঞান ও প্রযুক্তির যেসব শিক্ষা মাধ্যম রয়েছে যেমন ইনফরমেশন টেকনোলজি বা আইটি, শেয়ার মার্কেট ও ফাইন্যান্স, হেলথ সাইন্স এইসমস্ত শিক্ষা এখন ইংরেজির মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। এছাড়া আমরা যখন বিভিন্ন দেশ বা বিদেশে এই প্রযুক্তিগত শিক্ষার জন্য পাড়ি দেই সেখানেও এ শিক্ষা ইংলিশে প্রদান করা হয়। এইসব বিষয় মাথায় রেখে আমাদের কাছে ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ভ্রমণে ইংরেজি শিক্ষার গুরুত্ব:

ভ্রমণে ইংরেজি শিক্ষার গুরুত্ব
ভ্রমণে ইংরেজি শিক্ষার গুরুত্ব

আমরা বাঙালিরা ভ্রমণ প্রিয় মানুষ। বছরের কোনো না কোন সময় একটু ফ্রি পেলে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে পছন্দ করি। আমরা দেশের বিভিন্ন জায়গায় যেমন ভ্রমণে যেতে পছন্দ করি, তেমন বিদেশের বিভিন্ন জায়গায়ও ভ্রমণে যাই। তার মধ্যে অন্যতম ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ডলন্ডন, এইসব জায়গায় আমরা যখন ভ্রমনে যাই তখন ওইখানকার মানুষদের সঙ্গে কথোপকথনের জন্য এবং আমাদের যোগাযোগ স্থাপনের জন্য আমরা মূলত ইংরেজি ভাষাটিকে ব্যবহার করি। তাই আমাদের জন্য ইংরেজি শেখাটা খুবই প্রয়োজন।

ইংরেজি শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন:

ইংরেজি শিক্ষার মাধ্যমে আপনি যেমন বিভিন্ন ইন্টারভিউতে নির্বাচিত হয়ে একটা উচ্চপদে কর্মরত অবস্থায় কাজ করেন, তেমনি আপনি বিভিন্ন মানুষের চোখে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন এবং যখন আপনার ক্ষেত্রে এইসব ঘটনা গুলি ঘটে থাকে তখন আপনার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে ওঠে আপনার জীবনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হয়ে উঠে।

ইংরেজি শিক্ষার দ্বারা ব্যবস্যা বাণিজ্যে উন্নতি:

বাঙ্গালীদের মধ্যে অনেকে এমন রয়েছেন যারা ব্যবসা করেন আর এই ব্যবসাটি নিজেদের এলাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু আপনারা চাইছেন এ ব্যবসাটিকে আরো এগিয়ে নিয়ে যেতে। আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে প্রয়োজন ইংরেজি, কারণ ইংরেজি ভাষার মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে বিভিন্ন দেশে বিদেশে আমাদের ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। সেইজন্য ইংরেজি খুবই প্রয়োজন।

ইংরেজি শেখার কৌশল:

আমরা জানি যে কোন ভাষা শেখার জন্য চারটি মানদন্ড নির্ভর করে। সেটি হচ্ছে:

  • পড়া (Read)
  • লেখা (Write)
  • শোনা (Listen)
  • বলা (Say)

এই চারটি মানদন্ড ইংরেজি ভাষার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এই বিষয়ের উপর একটি সম্পূর্ণ আলোচনা করেছি আপনারা গিয়ে ওই লেখাটি পড়তে পারেন। তাহলে আপনারা ওখানে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে ইংরেজিটাকে নিজের আয়ত্তে করা যায়। সম্পূর্ণ আলোচনাটি পড়ার জন্য এইখানে ক্লিক করুন

শেষকথা:

এই আলোচনায় ইংরেজি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সহজে শেখার কৌশল নিয়ে আলোচনা করলাম। আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে লিখতে ভুলবেন না আর আপনারা কি বিষয়ে লেখা পড়তে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরকম লেখা পেতে আমাদের পেজটি ফলো করুন

যদি আমার কোন ভাষাগত ভুল থেকে থাকে তাহলে নিজের ভাই, নিজের দাদা, নিজের পরিবারের একজন মনে করে ক্ষমা করে দেবেন।

FAQ

English ভাষা শেখা কেন গুরুত্বপূর্ণ?

English আন্তর্জাতিক ভাষা হিসাবে আমাদের যোগাযোগের মাধ্যম এবং পেশাগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।

English ভাষা প্র্যাকটিস করার সহজ উপায় কি?

English বই পড়া, English চলচ্চিত্র দেখা, এবং বন্ধু ও পরিবারের সাথে English বলার মাধ্যমে প্র্যাকটিস করা যায়।

কোন মোবাইল অ্যাপ্লিকেশন English শেখার জন্য ভালো?

Duolingo, Babbel, এবং Memrise English শেখার জন্য ভালো মোবাইল অ্যাপ্লিকেশন।

English ভাষার শব্দভাণ্ডার কিভাবে বাড়ানো যায়?

প্রতিদিন নতুন শব্দ শেখা এবং শব্দগুচ্ছ চর্চা করার মাধ্যমে শব্দভাণ্ডার বাড়ানো যায়।

English ভাষায় দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে ভালো উপায় কি?

English বই পড়া, অনলাইন কোর্স করা, এবং প্রতিদিন English বলার চর্চা করার মাধ্যমে দক্ষতা অর্জন করা যায়।

Sharing Is Caring:

Leave a Comment