Present Tense শেখার সহজ ও কার্যকরী পদ্ধতি

Rate this post

আজকে present tense শেখার কিছু সহজ পদ্ধতি এখানে আমরা শিখব। Present Tense র মাধ্যমে আমরা বর্তমানে হওয়া কোন কাজ কে ভালো করে বুঝতে পারব এবং এর ৪ টি ভাগের নিয়ম অনুযায়ী বাক্য গঠন করতে পারব।

তাই Present Tense কাকে বলে ? , কত প্রকার ও কি কি ? এবং Present Tense কিছু নিয়ম ও অনুশীলনের মাধ্যমে ভালো করে এটিকে শিখে সঠিক বাক্য গঠন করতে পারব।

Present Tense কাকে বলে ? উদাহরণ দাও

গ্রামারে বাক্যের মধ্যে অবস্থিত কোন শব্দ দেখে যদি মনে হয় যে কোন কাজ বর্তমানে হচ্ছে তবে সেই বাক্যটি present tense এ অবস্থিত আছে।

যেমন:

আমি বাড়ি যাই
I go home.
আমি স্কুলে যাই
I go to school.
আমি ভাত খাই
I eat rice.
আমি পড়াশোনা করি
I study.

Present Tense কত প্রকার ও কি কি ?

Present tense মূলত চার প্রকার অর্থাৎ কাজের সময়ের উপর নির্ভর করে এই Present Tense কে চার ভাগে ভাগ করা হয়েছে।

যেমন:

  1. Present Indefinite.
  2. Present Continuous.
  3. Present Perfect.
  4. Present Perfect Continuous.

Present indefinite Tense কাকে বলে ? উদাহরণ দাও

ইংরেজিতে কোন বাক্যে যদি বর্তমানে কোন কাজ হওয়া বোঝাচ্ছে, বা কোন কাজ প্রতিদিন অভ্যাসগত ভাবে করা বোঝাচ্ছে। অথবা আমাদের চারপাশের কোন চিরন্তন সত্য যদি বোঝানো হচ্ছে সে বাক্যটিকে আমরা Present indefinite Tense বলি।

বাংলা গ্রামারে বাক্যের ক্রিয়ার শেষে যদি “( করি, করো, করে, খাই, খায়, খাও, যাই, যাও, যায় )” ইত্যাদি থাকে, তবে সেই বাক্যটা বাংলা গ্রামারে indefinite Tense বলে।

যেমন:

You teach English at school.
তুমি স্কুলে ইংরেজি পড়াও
You work hardly.
তুমি কঠোর পরিশ্রম করো
You write very well.
আপনি খুব ভালো লেখেন
You read a story book.
আপনি একটি গল্পের বই পড়েন
The sun rises in the east.
সূর্য পূর্ব দিকে উদিত হয়।

Present continuous Tense কাকে বলে ? উদাহরণ দাও

ইংরেজি গ্রামারের বাক্যের মধ্যে যদি কোন কাজ বর্তমান সময় চলছে অর্থাৎ কাজটা ধারাবাহিকতা বজায় রেখেছে তবে গ্রামারে সেই বাক্যটিকে Present continuous tense বলি।

বাংলা ব্যাকরণ এর বাক্যে ক্রিয়া শেষে যখন দেখব “( তেছি,তেছে, তেছ )” এই শব্দগুলি আছে তখন সে বাক্যটি কে আমরা Present continuous Tense বলব।

যেমন:

I am writing.
আমি লিখছি
I am singing.
আমি গান গাইছি
He is dancing in the program.
অনুষ্ঠানে তিনি নাচছেন
We are flying to Mumbai next month.
আমরা আগামী মাসে মুম্বাই যাচ্ছি
I am reading a book.
আমি একটা বই পড়ছি
They are playing in the field.
তারা মাঠে খেলছে

Present perfect Tense কাকে বলে ? উদাহরণ দাও

PRESENT PERFECT TENSE

ইংরেজিতে বাক্যে যদি দেখা যায় যে কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার কাজের ফলাফল বর্তমানে আছে, অর্থাৎ বর্তমানে কালে বোঝানো হচ্ছে, সে ক্ষেত্রে আমরা সেই বাক্যটিকে PRESENT PERFECT TENSE বলি।

অর্থাৎ বাংলায় ব্যাকরণে যদি ক্রিয়া শেষে “( ইয়াছি ইয়াছো ইয়াছে )” ইত্যাদিএই শব্দগুলি অবস্থান থাকছে যার দ্বারা শেষ হয়ে যাওয়া কাজ এর ফলাফল বর্তমানে বোঝানো হচ্ছে, তবে সে ক্ষেত্রে সেই বাক্যকে আমরা PRESENT PERFECT TENSE বলি।

যেমন:

He has visited a temple.
সে একটি মন্দির পরিদর্শন করেছে
You have read this book.
আপনি এই বই পড়েছেন
She was written a letter.
তাকে একটি চিঠি লেখা হয়েছিল
She has prepared dinner.
সে রাতের খাবার তৈরি করেছে
I have done this work.
আমি এই কাজ করেছি
She has gone to school.
সে স্কুলে গেছে

Present perfect continuous Tense কাকে বলে ? উদাহরণ দাও

ইংরেজিতে কোন কাজ অনেকদিন আগে আরম্ভ হয়েছে কিন্তু তখন শেষ হয়নি, সেই কাজটা এখনো চলছে অথবা ভবিষ্যতেও চলতে পারে। এইরকম যদি বাক্যটি পড়ে মনে হচ্ছে তবে সেই বাক্যটি কে আমরা Present perfect continuous Tense বলি।

অর্থাৎ বাংলা ব্যাকরণের বাক্যে ক্রিয়া শেষে যদি “( ইতেছে, ইতেছ, ইতেছি ) “ ইত্যাদি এইসব শব্দগুলো থাকে তাহলে সেই বাক্যটি Present perfect continuous Tense এ আছে।

যেমন:

I have been studying for three years.
আমি তিন বছর ধরে পড়াশোনা করছি
It has been raining for the past four days.
গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে
She has been playing basket ball for a long year.
সে দীর্ঘ এক বছর ধরে বাস্কেট বল খেলছে
Rahul has been writing for two hours.
রাহুল দুই ঘণ্টা ধরে লিখছে
Sajal has been doing the work for four days.
সজল চার দিন ধরে কাজটি করছে

Present Tense Structure of a Sentence

Present Tense এ বাক্য গঠন করার জন্য কিছু নিয়ম নিচে দেওয়া হলো।

Present indefinite

SentenceRuleExplanationExample
Positive sentenceSubject + main verb + object.কোন বাক্যে একমাত্র subject যদি Thired person singular হয় তবে সেক্ষেত্রে main verb সাথে ” s / es” যুক্ত হবে।She goes to the palace.
সে প্রাসাদে যায়
Ram goes the market.
রাম বাজারে যায়
Negative SentenceSubject + do / does not + main verb + object.কোন বাক্যে যদি subject singular হয়,তবে সেক্ষেত্রে “does not ব্যবহার করতে হবে এবং কোন বাক্যে যদি subject plural হয়,তবে সেক্ষেত্রে “do not ব্যবহার করতে হবে।I do not eat rice.
আমি ভাত খাই না
Ram goes to college.
রাম কলেজে যায়
Question SentenceDo / does + subject+ main verb + object + question mark (?)কোন বাক্যে যদি subject singular হয়,তবে সেক্ষেত্রে “does not এর সাথে “question mark (?)” ব্যবহার করতে হবে এবং কোন বাক্যে যদি subject plural হয়,তবে সেক্ষেত্রে “do not” এর সাথে question mark (?) ” ব্যবহার করতে হবে।She sings a song.
সে একটি গান গায়।
Does she sing a song?
সে কি গান গায়?
He walks in the morning.
সে সকালে হাঁটে।
Does he walk in the morning?
সে কি সকালে হাঁটে?

Present continuous

SentenceRuleExplanationExample
Positive sentenceSubject + am, is, are + main verb + ing + object.কোন বাক্যে I এর পরে am বসে, এবং He / she/ it এর পরে is বসে। এছাড়াও subject যদি Thired person singular হয় তবে সেক্ষেত্রে is হবে।
you / we/ they এবং subject যদি plural হয়, তবে সেক্ষেত্রে are হবে।
I am singing.
আমি গান গাইছি
He is singing in the program.
অনুষ্ঠানে তিনি গাইছেন
Negative SentenceSubject + am, is, are + not + main verb + ing + object.কোন বাক্য যদি না বাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।She is not drinking water.
সে জল খাচ্ছে না
Question Sentenceam, is, are + subject main verb + ing + object + question mark (?)কোন বাক্য যদি প্রশ্নবাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।is she drinking milk?
সে কি দুধ খাচ্ছে?

Present perfect

SentenceRuleExplanationExample
Positive sentenceSubject + has/have + verb এর 3rd form অর্থাৎ verb এর past participle form + object.কোন বাক্যে একমাত্র subject যদি “(He / she/ it)” এবং Thired person singular হয় তবে সেক্ষেত্রে has ব্যবহার করতে হবে।
কোন বাক্যে একমাত্র subject যদি “(I / we/ they)” এবং Thired person plural হয় তবে সেক্ষেত্রে have ব্যবহার করতে হবে।
He has done the study.
সে গবেষণাটি করেছে
Negative SentenceSubject + has/have + not + verb এর 3rd form, অর্থাৎ verb এর past participle form + object.কোন বাক্য যদি না বাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।She has not eaten pasta.
সে পাস্তা খায়নি
Question Sentencehas/have + subject + verb এর 3rd form, অর্থাৎ verb এর past participle form + object + question mark (?)কোন বাক্য যদি প্রশ্নবাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।Have they gone to university?
ওরা কি বিশ্ববিদ্যালয়ে গেছে?

Present perfect continuous

SentenceRuleExplanationExample
Positive sentenceSubject + has been/have been + main verb + ing + since/from/for + object.ইংরেজিতে সাধারণত একটি কাজের একটি নির্দিষ্ট সময় বোঝালে “for” ব্যবহার করা হয়।
একটি কাজ নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলে আসছে,সে ক্ষেত্রে “since” ব্যবহার করা হয়।
They have been running since 8am.
সকাল ৮টা থেকে তারা দৌড়াচ্ছে।
Negative SentenceSubject + has not/have not + been + main verb + ing + since/from/for + object.কোন বাক্য যদি না বাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।It has not been running.
এটি চালু হয়নি
Question Sentencehas/have + subject + been + main verb + ing + since/from/for + object + question mark (?)কোন বাক্য যদি প্রশ্নবাচক শব্দ হচ্ছে, তবে সে ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহার করতে হবে।Have they been watching the game?
তারা কি খেলা দেখছে?

Exercise

পাঠকদের আরো ভালো করে অনুশীলনের জন্য নিচে Present Tense এর কিছু প্রশ্ন উত্তর ও প্র্যাকটিস দেওয়া হলো।

1. শূন্যস্থান পূরণ কর:

a) I __________________ for three years.
আমি তিন বছর ধরে পড়াশোনা করছি

b) She _________ prepared dinner.
সে রাতের খাবার তৈরি করেছে

c) He ______ danc______ in the program.
অনুষ্ঠানে তিনি নাচছেন

d) He _____________ a temple.
সে একটি মন্দির পরিদর্শন করেছে

e) I am sing________.
আমি গান গাইছি

f) You ___________ this book.
আপনি এই বই পড়েছেন

2. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

a) Present Tense কাকে বলে ? উদাহরণ দাও

b) Present indefinite Tense কাকে বলে ? উদাহরণ দাও

c) Present Tense কত প্রকার ও কি কি ?

d) Present continuous Tense কাকে বলে ? উদাহরণ দাও

e) Present perfect Tense কাকে বলে ? উদাহরণ দাও

f) Present perfect continuous Tense কাকে বলে ? উদাহরণ দাও

মূল্যায়ন

গ্রামারে “Present Tense” গুরুত্বপূর্ণ। Present Tense র মাধ্যমে আমরা কোন কাজটা বর্তমানে হচ্ছে বা কাজটা অতীতের শেষ হওয়ার কথা থাকার পরেও অতীতের শেষ হয়ে তার ফলাফল এখনো আছে, বা ভবিষ্যতেও থাকবে, এবং কোন কাজ ধারাবাহিকতা বজায় রেখে হয়ে চলেছে। এইসব সময় বোঝার জন্য আমাদের “Present Tense” টা ভালো করে পড়তে হবে এবং জানতে হবে।

পাঠকদের কাছে আমার অনুরোধ এই “Present Tense” মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

What are the 4 basic tenses?
৪টি মৌলিক কাল কী কী?

The 4 basic tenses are Simple, continuous, perfect, and perfect continuous.
৪টি মৌলিক কাল হল সরল, অবিচ্ছিন্ন, নিখুঁত এবং নিখুঁত অবিচ্ছিন্ন

What is the past tense of eat?
“খাওয়ার অতীত কাল” কী?

The past tense of eat is “ate.
খাওয়ার অতীত কাল হলো “ate“.

সাহায্যকারী ক্রিয়া কী?
What is a helping verb?

সাহায্যকারী ক্রিয়া হল এমন একটি ক্রিয়া, যা বাক্যের মধ্যে অবস্থিত অন্য ক্রিয়াকে সাহায্য করে এবং তার কাল, মেজাজ ও কণ্ঠস্বর সম্পর্কে তথ্য প্রদান করে।

অনির্দিষ্ট কাল কী?
What is the indefinite tense?

বাক্যের মধ্যে থাকা কোন সময় অবস্থা দেখে তার কাজ শেষ হয়েছে কি শেষ হয়নি সেটিকে নির্দিষ্ট করা যায় না, তখন সেই কালকে অনির্দিষ্টকাল বলে।

How many auxiliary verb?

Auxiliary verb are 3 types.

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, WikipediaQuora থেকে নানান ধারণা নিয়ে অনুশীলন করে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment