ইংরেজিতে সুন্দরভাবে কথা বলা বা লেখা শিখতে চাইলে Adverb clauses শেখা অত্যন্ত জরুরি। এগুলো বাক্যের অর্থকে আরও গভীর ও নির্দিষ্ট করে তোলে।
Adverb clause হলো একটি সাবর্ডিনেট ক্লজ যা একটি ক্রিয়া, বিশেষণ বা Adverb কে modifies করে। এটি পূর্ণ subject ও verb নিয়ে গঠিত হয়। আমরা ইংরেজি গ্রামারের এই Adverb clauses কোন বাক্যে কখন বসে, কাকে বলে ও তার ব্যবহার ও গুরুত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
Adverb clause বা ক্রিয়া বিশেষণ ধারা কাকে বলে?
Adverb Clause হলো বাক্যের এমন একটি শব্দ সমষ্টি , যা Subject এবং verb এর সমন্বিত এমন একটি শব্দগুচ্ছ , যার দ্বারা ওই বাক্যের Main Verb, adjective এবং বাক্যে অবস্থিত অন্য আরেকটি adverb সম্বন্ধে তথ্য প্রকাশ করে এবং বাক্যের মধ্যে adverb রূপে কাজ করে। যেমন- আমার প্রতিবেশী খুবই ভদ্র।
ক্রিয়া বিশেষণ ধারা কে Depended clause কেন বলে?
ইংরেজি গ্রামারে Adverb clause কে Depended clause বলা হয়। কারণ কোন বাক্যে এই ক্রিয়া বিশেষণ ধারা কোন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে অর্থাৎ নিজের অর্থ কে সম্পূর্ণ করতে sentence এর আরেকটি part এর উপর নির্ভর করে। এই ক্রিয়া বিশেষণ ধারা কে Depended clause বলে।
বাক্যে Adverb clause কখন বসে?
কোন বাক্যের Adverb Clause গুলি সাধারণত একটি বাক্যের শুরুতে, শেষে, মাঝখানে এবং subject ও verb এর মাঝে বসে। এছাড়াও এই ক্রিয়া বিশেষণ ধারাগুলি বাক্যের অবস্থান অনুযায়ী কোন কোন ক্ষেত্রে main clause এর শুরুতে ও শেষে এবং মাঝে বসে। যেমন- Rohit is quite handsome. (রোহিত খুবই সুন্দর)।
How to identify an adverb clause
কোন বাক্যে Main clause এর verb কে ” Why, when, where, how, how much, under what condition” এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বাক্যের মধ্যে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ ধারা।
Type of Adverb clause
ইংরেজি গ্রামারে এমন কিছু শব্দ আছে যেগুলি subordinate clause হিসাবে ব্যবহৃত হয়। এই শব্দগুলি যদি কোন বাক্যে subordinate clause বাক্যের main verb কে প্রশ্ন করে অর্থাৎ verb কে modify করছে, এবং তার থেকে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে Adverb Clause।
ক্রিয়াবিশেষণ ধারা সময় কারণ স্থানের বিশেষে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিজে বিস্তারিত আলোচনা করা হল।
- Time. (সময়ের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Place. (স্থানের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Cause/ reason. (কারণ এর ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Condition. (শর্তের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Concession. (ছাড় দেয়ার ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Purpose. ( উদ্দেশ্যের ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ ধারা।)
- Cause of effect or result. ( কার্য বা ফলাফলের কারণের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- Manner. (পদ্ধতির ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ ধারা।)
- Comparison. ( তুলনার ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
- extend. (ব্যপ্তির ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা।)
Time (সময়ের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
When an action took place. (যখন কোনও ঘটনা ঘটেছিল।)
Use of Conjunction: When, before, ere, after, while, till, until, since, as soon as, no sooner, than, whenever, as long as.
Example : আমি অপেক্ষা করবো যতক্ষণ না তুমি ফিরে আসছো। ( I will wait until / till you come back.)
বি দ্রঃ মনে রাখতে হবে উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে দুটো বাক্যই future এ আছে। এমত অবস্থায় প্রথম বাক্যটি future থাকলেও পরের বাক্যটিকে present এ রাখতে হবে।
Place. (স্থানের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Where an action took place. ( যেখানে একটি ঘটনা ঘটেছে।)
Use of Conjunction: Where, whence ( from where), wherever.
Example : সে দাঁড়িয়ে ছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। ( He was standing where you are standing now.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে।
Cause/ reason. (কারণ এর ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Why an action took place. (কেন একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল।)
Use of Conjunction: Because, as, since.
Example: আমরা ভয়ের সিনেমা পছন্দ করি কারণ আমরা একটু ভয় পেতে উপভোগ করি। ( We like scary movies because we enjoy being a little scared.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে।
Condition. (শর্তের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Describe the circumstances under which the action in the main clause will take place. (মূল ধারার কর্মকাণ্ড কোন পরিস্থিতিতে সংঘটিত হবে তা বর্ণনা করে।)
Use of Conjunction: If, unless, on condition that, provided that, so long as / as long as.
Example: যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে বেরোবো না। ( If it rains, we will not go out.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে।
Concession. (ছাড় দেয়ার ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Contrast between two statements. ( দুটি বিবৃতির মধ্যে তুলনা করে।)
Use of Conjunction: Though, although, even if, even though, whereas, while.
Example: এমনকি যদিও সে রেগে যাচ্ছিল তবুও সে শান্তভাবে কথা বলেছিল। ( Even though he was getting angry, he spoke calmly.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
Purpose. ( উদ্দেশ্যের ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ ধারা)
Describes the purpose of doing an action. (একটি কাজ করার উদ্দেশ্য বর্ণনা করে।)
Use of Conjunction: That, so that, in order that, lest.
Example: আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। ( We eat so that we can live.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
Cause of effect or result. ( কার্য বা ফলাফলের কারণের ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Effect of result of a particular action. (একটি নির্দিষ্ট কর্মের ফলাফলের প্রভাব।)
Use of Conjunction: So……..that, such……that.
Example: সে এতটাই দুর্বল ছিল যে সে হাঁটতে পাচ্ছিল না। ( He was so weak that he couldn’t walk.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
Manner. (পদ্ধতির ক্ষেত্রে ক্রিয়া বিশেষণ ধারা)
How a particular action performed. ( একটি নির্দিষ্ট ক্রিয়া কীভাবে সম্পাদিত হয়েছে।)
Use of Conjunction: As if, as though, as, like, the way.
Example: সে এমন ভাবে আমার সাথে কথা বলেছিল যেন আমি একটা শিশু। ( He talked to me as if I were a child.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
Comparison. ( তুলনার ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Comparison between two statements. ( দুটি বিবৃতির মধ্যে তুলনা।)
Use of Conjunction: As….as, so…as, such…as, than.
Example: সে তার বোনের মতো লম্বা নয়। ( He is not as tall as his sister.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
extend. (ব্যপ্তির ক্ষেত্রে ক্রিয়াবিশেষণ ধারা)
Use of Conjunction: As far as, so far as, as much as.
Example: যাও যতদূর তুমি দেখতে পাচ্ছ। ( Go as far as you can see.)
বি দ্রঃ উপরোক্ত উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে আমরা যদি প্রশ্ন করি, তবে দেখা যাচ্ছে বাক্যে subordinate clause যেটি আছে, সেটি main verb কে modify করছে বা বর্ণনা করছে।
মূল্যায়ন
Adverb Clause শেখার মাধ্যমে ইংরেজি ভাষা শিখতে সহজ ও সুন্দর করে তোলে। আপনি যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার লেখা ও কথা বলার গুণ অনেকগুণ বেড়ে যাবে। শুরুতে একটু কঠিন মনে হলেও ধৈর্য ধরে প্র্যাকটিস করলে সহজ হয়ে উঠবে। তাই, আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন।
পাঠকদের কাছে আমার অনুরোধ লেখাটি পড়ার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
FAQ
Adverb Clause চেনার উপায় কী?
কোন বাক্যে verb কে যদি আমরা কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেই উত্তরটি হল বাক্যে adverb clause.
Clause বলতে কি বোঝায়?
বাক্যে হল অনেকগুলো শব্দের সমন্বয়।
Co-ordinate clause কি?
কোন বাক্যে দুটো সমজাতীয় priciple clause যদি কোন co – ordinating conjunction এর দ্বারা যুক্ত হয় তবে সেটিকে Co-ordinate clause বলে।
Conjunction কত প্রকার ?
Conjunction সাধারণত 3 প্রকার।
Clause চার প্রকার কি কি?
Clause চার প্রকার হল স্বাধীন, আপেক্ষিক, নির্ভরশীল এবং বিশেষ্য।
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Wikipedia, Quora ও Grammarly Hub থেকে নানান ধারণা নিয়ে লেখা হয়েছে।