আমরা সবাই চাই ইংরেজিতে স্পষ্টভাবে কথা বলতে, লিখতে, পড়তে কিন্তু আমাদের ভয় আমাদের শিখতে দেয় না। তাই ইংরেজি শেখার জন্য আমাদের সঠিক কৌশল অনুযায়ী গ্রামারও শিখতে হবে।
ইংরেজি গ্রামারে appropriate preposition বা পদান্বয়ী অব্যয় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আজকে আমরা পদান্বয়ী অব্যয় কাকে বলে, কতপ্রকার, এদের ব্যবহার, গুরুত্ব ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো।
Appropriate preposition কাকে বলে ও উদাহরণ
grammer এ এমন কিছু word আছে, যেগুলির পরে particular বা fixed preposition বসে এবং তার ফলে noun+ preposition মিলে একটা অর্থপূর্ণ শব্দ বা বাক্য গঠন হয় সেই শব্দগুলোকে appropriate preposition বলে। যেমন “between,” “from,” “in front of,” “inside,” “near”.
Appropriate preposition ব্যবহারের নিয়মাবলী
- কোন বাক্যে যদি “বিরত থাকা বা বিচ্যুত হওয়া” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে abstain, refrain, absent, aloof, deviate, keep ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “from” যুক্ত হবে। যেমন- we must abstain from smoking.
- কোন বাক্যে যদি “ভিন্ন হওয়া বা পৃথক হওয়া” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে different, vary, detach, deviate ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “from” যুক্ত হবে। যেমন- one is different from the other.
- কোন বাক্যে যদি “মুক্ত করা বা রক্ষা করা “বোঝায় বাংলায় এবং ইংরেজিতে protect, recover, prevent, relieve, defend, safe, free, escape ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “from” যুক্ত হবে। যেমন- childhood is free from worries.
- কোন বাক্যে যদি “দূর করা” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে remove, dispel ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “from” যুক্ত হবে। যেমন- picture remove from the board.
- কোন বাক্যে যদি “ পিছে ছোটা কার লোভ করা” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে hanker, run, aspire, hunt (for) ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “after” যুক্ত হবে। যেমন- he does not hunt for traditional guide books. A good teacher never hankers after money.
- কোন বাক্যে যদি “ লিখে রাখা ” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে write, put, note, ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “down” যুক্ত হবে। যেমন- he note down their lectures.
- কোন বাক্যে যদি “ বিবেচিত বা পরিচিত ” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে considered, regarded, known, treated ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “as” যুক্ত হবে। যেমন- since then they have been treated as the symbol of beauty.
- কোন বাক্যে যদি “ বঞ্চিত ও সচেতন ” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে deprived, destitute, devoid, void, aware, conscious, informed ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “of ” যুক্ত হবে। যেমন- they are devoid of honesty. he is consicious of his studies.
- কোন বাক্যে যদি “ আকাঙ্ক্ষা, সহানুভূতি ও অনুশোচনা ” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে ambition, greed, long, wish, desire, passion, regret, repent, apology, sorrow, feeling, sympathy, compassion ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “for ” যুক্ত হবে। যেমন- everyone desires for wealth.
- কোন বাক্যে যদি “ বিস্মিত হওয়া, তাকানো , বিদ্রুপ করা ও ব্যথিত হওয়া এবং দক্ষ বা অদক্ষ ” বোঝায় বাংলায় এবং ইংরেজিতে amazed, surprised, glad, look, mock, flout, laugh, shock, concern, good, bad ইত্যাদি এই শব্দগুলো থাকে তবে তার সাথে “at ” যুক্ত হবে। যেমন- my parents were glad at my success.

Appropriate preposition List with examples
Appropriate preposition বা পদান্বয়ী অব্যয় বাক্যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যা সময়ের ক্ষেত্রে , অবস্থানের ক্ষেত্রে , দিকনির্দেশের ক্ষেত্রে , কারণ এর ক্ষেত্রে এবং পদ্ধতি ও যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। উদাহরণসহ নিচে তালিকা দেওয়া হলো।
সময়ের ক্ষেত্রে preposition এর ব্যবহার
| Preposition | Example |
|---|---|
| at | She sleeps at 11 PM. |
| on | The party is on monday. |
| in | He was born in October. |
| by | your homework by 7 PM. |
| since | I’ve lived here since 2016. |
| for | He stayed for four days. |
অবস্থানের ক্ষেত্রে preposition এর ব্যবহার
| Preposition | Example |
|---|---|
| at | She is at the door. |
| on | The cup is on the table. |
| in | The dolls are in the drawer. |
| under | The dog is under the bed. |
| above | The picture is above the mirror. |
| next to | He sat next to me. |
| behind | The school is behind the pond. |
| in front of | The car is parked in front of the librery. |
দিক নির্দেশের ক্ষেত্রে preposition এর ব্যবহার
| Preposition | Example |
|---|---|
| to | He walked to the store. |
| into | She jumped into the pool. |
| onto | The cat jumped onto the sofa. |
| out of | He ran out of the room. |
| off | The bottle fell off the bed. |
কারণ এর ক্ষেত্রে preposition এর ব্যবহার
| Preposition | Example |
|---|---|
| because of | The exam was canceled because of rain. |
| due to | The train was delayed due to rain. |
| for | Gift is for you. |
পদ্ধতি ও যন্ত্রের ক্ষেত্রে preposition এর ব্যবহার
| Preposition | Example |
|---|---|
| with | She opened the box with a knife. |
| by | The story was written by lalita. |
| like | The story was written by Lalita. |
মূল্যায়ন
আজকে আমরা শিখলাম পদান্বয়ী অব্যয় কাকে বলে, কতপ্রকার, এদের ব্যবহার, গুরুত্ব। এছাড়াও, এর বিভিন্ন উদাহরণ সহ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের পদ্ধতি নিয়ে।
প্রতিটি ধাপ যদি আমরা প্রতিনিয়ত প্রাকটিস করতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবো এবং খুবই অনায়াসে ইংরেজির দুর্বলতা কাটিয়ে সঠিক কৌশল ব্যবহার করতে পারবো।
পাঠকদের কাছে আমার অনুরোধ এই পদান্বয়ী অব্যয় মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার
FAQ
উপযুক্ত অব্যয় এর উদাহরণ কোনটি?
উপযুক্ত অব্যয় এর উদাহরণ “নীচে,” “পাশে,” “মাঝখানে,” “থেকে,” “সামনে,” “ভিতরে,” “কাছে,” “বন্ধ,” “বাইরে,” “মাধ্যমে,”।
অব্যয় এর 10 টি উদাহরণ?
‘in’, ‘on’, ‘at’, ‘by’, ‘for’, ‘with’, ‘about’, ‘against’, ‘between’, ‘into’, ‘through’, ‘during’, ‘before’, ‘after’, ‘above’, এবং ‘below’ এর মতো শব্দ।
Preposition এর নিয়ম কি?
Preposition এর নিয়ম সাধারণত বিশেষ্যের সামনে সরাসরি স্থাপন করা হয়।
Article এর উদাহরণ কি?
“the sun,” “a dog,” “an ant.”
Preposition এর পরে কি ব্যবহার হয়?
কোন বাক্যে সাধারণত Preposition এর পরে object ব্যবহার হয়।
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই ও পত্রিকা Wikipedia, Quora থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।









