Bengali proverbs অর্থাৎ প্রবাদ বাক্য দিয়ে ভাবনায় আনুন পজেটিভ ও চমকপ্রদ ব্যাখ্যা

Rate this post

বাংলা প্রবাদ বাক্য হল এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যা ইংরেজি গ্রামারের এক অনবদ্য সৃষ্টি। আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা ও জ্ঞান থেকে এই অর্থপূর্ণ ও সংক্ষিপ্ত বাক্যের দ্বারা উপদেশ প্রকাশ করে থাকি, এই প্রবাদ বাক্যগুলি নানান রকম হতে পারে যেটা সমালোচনামূলক নীতিমূলক সামাজিক ও ব্যঙ্গাত্মক মূলক প্রবাদ বাক্যের দ্বারা এই জীবনের অভিজ্ঞতাগুলিকে প্রকাশ করে থাকে।

বাংলা প্রবাদ অর্থাৎ Bengali proverbs কি কি?

বাংলা প্রবাদ হলো এমন ছোট বাক্য যা প্রাচীনকাল থেকে লোকমুখে প্রচলিত হয়ে এসেছে। এটি মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা বা জ্ঞান থেকে তৈরি হওয়া কিছু শব্দ, যা সরলভাবে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতার উপর ভিত্তি করে গভীরভাবে অর্থ প্রকাশ করে।

যেমন- নাচতে না জানলে উঠোন বাঁকা (If you don’t know how to dance, the yard is crooked.)

অকারনে কিছু হয় না। (Nothing happens without a reason.)

বি দ্রঃ প্রথম উদাহরণ স্বরূপ বলা হয়েছে নাচতে না জানলে উঠোন বাঁকা। এই বাক্যটি প্রবাদ বাক্য। এক্ষেত্রে এই বাক্য টাকে ভাঙলে আমরা দেখতে পাবো যে “কোন অলস ব্যক্তি যে কাজটা করতে পারছেন না তখন তিনি তার উপর দোষ না দিয়ে তিনি কাজটা ভালো না বলে অর্থাৎ পরিস্থিতির উপর অভিযোগ করছেন”।

দ্বিতীয় উদাহরণ স্বরূপ বলা হয়েছে অকারনে কিছু হয় না।এই বাক্যটি প্রবাদ বাক্য। এক্ষেত্রে এই বাক্য টাকে ভাঙলে আমরা দেখতে পাবো যে “আমাদের চারপাশে যা কিছু ঘটনা ঘটে তা কোন কিছুই কারণ ছাড়া হয় না, প্রত্যেকটা বিষয়েরই কোন না কোন কারণ থাকে”।

What are 20 proverbs?

ইংরেজি গ্রামার বা বাংলা ব্যাকরণে এই Bengali proverbs সংখ্যা অগুন্তি। তার মধ্যে 20 টি উল্লেখযোগ্য Bengali proverbs গুলি নিচে দেওয়া হল।

  1. কথার চেয়ে কাজই বেশি কথা বলে – কথার চেয়ে কাজ করলে মুখে বলা কথা থেকে কাজেই তার প্রমাণ পাওয়া যায়।
  2. সততাই সর্বোত্তম নীতি – মানুষের জীবনে সততাই সর্বোচ্চ নীতি হওয়া প্রয়োজন।
  3. মাথা নেই তার মাথা ব্যথা – মাথা না থাকলে তার মাথা ব্যথা করে কোন লাভ নেই
  4. হাতের জিনিস ছেড়ে দূরের জিনিস নিতে নেই – সামনে জিনিস ফেলে দূরে জিনিস গ্রহণ করা উচিত না
  5. কেঁচো খুঁড়তে কেউটে – অনেক সময় অনেক কথার পিছে অনেক অসত্য কথা লুকিয়ে থাকে।
  6. এক মেঘে শীত যায় না – শীত প্রত্যেক বছরই আসে, তাই কেউ কারো সাথে খারাপ ব্যবহার করলে মনে করা হয় যে সময় ঘুরবে। তাই তখন সে ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি ব্যবহার করা হয়।
  7. প্রচ্ছদ দেখে ভিতর বিচার করা যায় না – মানুষের বাহ্যিক রূপ বা কোন কিছুর বাহ্যিক রূপ দেখে তার ভিতর বিবেচনা করা উচিত না।
  8. বিনা মেঘে বজ্রপাত – হঠাৎ করে মাথায় বাশ ভেঙে পড়লে সে ক্ষেত্রে মেঘ না হওয়াতে বজ্রপাত হওয়া এই কথাটি বলে থাকে।
  9. ঘর পোড়া গরুর সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় – অনেক দুঃখের মধ্যে কোন আনন্দের খবর হঠাৎ করে পেলে আমরা সিদুরে মেঘ দেখার ভয় করে থাকি।
  10. কই মাছের প্রাণ বড়ই শক্ত – অনেক কষ্টের পরও প্রাণ বেরতে যেখানে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা কৈ মাছের প্রাণ বড় শক্ত এই কথাটি ব্যবহার করি।
  11. আপন গায়ে কুকুর রাজা – নিজের জায়গায় নিজে রাজা।
  12. যতক্ষণ শ্বাস ততক্ষণই আস – মানুষের জীবনে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণই মানুষের আশা-আকাঙ্ক্ষা থাকবে।
  13. চোরের মায়ের বড় গলা – নিজেদের দোষ ঢাকার জন্য অন্যের উপর চিৎকার করা, সে ক্ষেত্রে আমরা এই চোরের মায়ের বড় গলা কথাটা ব্যবহার করি।
  14. চাষা জানে না কপুরের গুণ – কপুরের সুগন্ধ সবাই বোঝেনা ।
  15. কখনও না হওয়ার চেয়ে দেরি ভালো – কখনো কিচ্ছু না হওয়ার থেকে দেরি করে সেটা হওয়াটা ভালো।
  16. সব ভালো তার শেষ ভালো – শেষটা ভালো হলে সে ক্ষেত্রে বলা হয় যে সবটা ভালো, তাই শেষটা ভালো হয়েছে।
  17. যেমন কর্ম তেমন ফল – কর্মের ফল যেমন হোক না তা ভোগ করতেই হবে ।
  18. সৌন্দর্য দর্শকের চোখে – সুন্দর নিজের কাছে হলেও অন্যের কাছে সৌন্দর্যটা বজায় থাকার জন্যই এই কথাটা আমরা ব্যবহার করি।
  19. সব ভালো জিনিসেরই শেষ হতে হবে – শেষ না হওয়ার জিনিস আবার ফেরত আসে তো সে ক্ষেত্রে আমরা সব ভালো জিনিস শেষ হওয়া দরকার এই কথাটা ব্যবহার করি।
  20. অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট – অনেক মানুষের মতবাদে কোন পরিকল্পনা নষ্ট হওয়ার ক্ষেত্রে আমরা এই প্রবাদ বাক্যটি ব্যবহার করি।

How to study Proverbs?

বাংলা প্রবাদ বাক্যগুলির ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট অন্বেষণ করে ও তাদের ভিতরের অন্তর্নিহিত গঠন এবং সাহিত্যিক রূপ কে বিচার বিবেচনা ও বিশ্লেষণ করে প্রত্যেকের দৈনন্দিন জীবনে চলার এবং জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে অধ্যায়ন করা হয়।

মূল্যায়ন

Bengali proverbs গুলি আমাদের দৈনন্দিন জীবনে এক বিশেষ ভূমিকা পালন করেছে, যা আমাদের ভাষা ও সংস্কৃতির এক মূল্যবান অংশ হিসাবে ব্যবহার করতে পারি। এটি আমাদের জ্ঞান , অভিজ্ঞতা কে একত্র এক জায়গায় এনে সেটিকে একত্রিত করেছে ও আমাদের চিন্তাভাবনার পরিবর্তন ঘটিয়েছে।

পাঠকদের কাছে আমার অনুরোধ এই Bengali proverbs মূল্যায়ন করে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার

FAQ

বাংলা বিখ্যাত প্রবাদ কি?

যেমন কর্ম, তেমন ফল।(অর্থাৎ যেমন কাজ তেমনি ফলাফল)

What is a Proverbs 7 woman?

The Proverbs 7 woman is the prototypical “wild thing.”

What are proverbs, Class 9?

Proverbs are short, well-known sayings that convey wisdom, advice, or a universal truth.

বাংলা বাগধারা কি?

বাংলা ভাষার এক অনন্য সৃষ্টি, যেখানে অর্থ কথার মাঝেই লুকিয়ে থাকে।

What is the common Bengali greeting?

Hello – Nomoshkar (নমস্কার)

বাংলা প্রবাদ কি কি?

একটি সংক্ষিপ্ত বাক্য, ইত্যাদি, সাধারণত অনেক লোকের দ্বারা পরিচিত, সাধারণত অভিজ্ঞ কিছু উল্লেখ করে বা পরামর্শ দেয়।

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই ও পত্রিকা,Quora,Wikipedia থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment