সহজে শেখার উপায় Countable noun and Uncountable noun

4/5 - (1 vote)

ইংরেজি গ্রামারে যে যে বিষয়গুলি আমরা পড়ি, তার মধ্যে noun হল গুরুত্বপূর্ণ। প্রতিটি sentence এ একটি করে noun থাকে। আর এই নাউন এর এই দুটি অংশ যা ইংরেজিতে Countable Noun and Uncountable Noun বিশেষ ভূমিকা পালন করে এবং এটি নাউন এর আগে বসে, যার দ্বারা কোনো বাক্যের মধ্যে থাকা কোনো ব্যক্তি বা বস্তুর পরিমান কে বুঝায়।

তাই আমরা যদি ভালো করে ইংরেজি শিখতে চাই তাহলে এই বিষয়ে জানাটা খুবই দরকার। আজকে আমরা জানব “Countable Noun and Uncountable noun” কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য।

Noun কাকে বলে, কত প্রকার ও কি কি?

ইংরেজি গ্রামারে যে word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর অর্থাৎ যা গোনা যায় অথবা যা গোনা যায় না সেই সব কিছুর নাম বোঝানো হলে তাকে noun বলে।

ইংরেজি গ্রামারে Noun সাধারণত দুই প্রকার।

যেমন-

  • Countable
  • Uncountable noun.

Countable noun কাকে বলে ও কি কি

ইংরেজিতে যে জিনিসগুলো গোনা যায় গ্রামারে তাকে Countable noun বলে।

যেমন: পেন্সিল, পেন, বই, বোতল ইত্যাদি।

Countable noun মূলত তিন প্রকার।

  • Proper noun
  • Collective noun.
  • Common noun.

Proper noun কাকে বলে

বাক্যে যে noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তু নির্দিষ্ট করে কোন নাম বোঝাচ্ছে তাকে proper noun বলে। যেমন- Ram go to school.

বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে, বাক্যে ram হল proper noun. কারণ বিদ্যালয়ে কে যায়? উত্তরে নির্দিষ্ট রাম যায়। তো সে ক্ষেত্রে রাম হল proper noun.

Collective noun কাকে বলে?

বাক্যে যে নাউন দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর একত্র অর্থাৎ সমষ্টিকে বোঝায় তাকে Collective noun বলে। যেমন- Class is running.

বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে, যে একটা ক্লাস বা দুটো ক্লাস কে বোঝানো হয়নি। এখানে একটা বিদ্যালয়ের সমগ্র ক্লাসের সমষ্টিকে বোঝানো হয়েছে।

Common noun কাকে বলে?

COUNTABLE & UNCOUNTABLE

বাক্যে যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোন ব্যক্তি বস্তু কে না বুঝিয়ে একটা সবাইকে বোঝায় তাকে Common noun বলে। যেমন- Man is Mortal.

বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে, যে মানুষ মরণশীল তাই এখানে মানুষ কথার মাধ্যমে সমগ্র মানবজাতিকে বোঝানো হয়েছে।

Uncountable noun কাকে বলে ও কি কি

আমাদের চারপাশে যে জিনিসগুলো গোনা যায় না শুধুমাত্র তার ওজন পরিমাপ করা যায় সেগুলো কে বলা হয় Uncountable Noun. যেমন Coffee, Gold, Silver, Milk, Water.

Uncountable noun মূলত দুই প্রকার। যেমন 1. Materials Noun 2. Abstract Noun.

Materials noun কাকে বলে

বাক্যে যে নাউন দ্বারা কোন বস্তুর ওজন মাপা যায় এমন কোন বস্তুর নাম বোঝালে সেই নাউন কে Materials noun বলে। যেমন- Sugar is sweet.

বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে, যে sugar গোনা যায় না, এটিকে ওজনের মাপকাঠিতে পরিমাপ করা যায়। তাই এই sugar হল Materials noun.

Abstract noun কাকে বলে

বাক্যে যে নাউন দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ ও অবস্থানকে বোঝানো হচ্ছে, সেই noun কে Abstract noun বলে। যেমন- I love my country.

বি দ্রঃ উদাহরণ স্বরূপ দেখা যাচ্ছে, আমি ভালোবাসি আমার দেশকে। দেশের প্রতি আমার ভালোবাসার গুণ কে বোঝানো হয়েছে। তাই love কথাটি হলো Abstract noun.

Countable & Uncountable noun মধ্যে পার্থক্য

Countable Uncountable
এটি গোনা যায়।এটি গোনা যায় না।
এই নাউন এর ক্ষেত্রে a, an ব্যবহার করতে পারি। এই নাউন এর ক্ষেত্রে a, an ব্যবহার করতে পারি না।
Countable noun এর ক্ষেত্রে Article বসাতে কোন কিছুর সাহায্য লাগে না। Uncountable noun এর ক্ষেত্রে Article বসাতে Countable noun এর সাহায্য লাগে।
এই নাউন এর ক্ষেত্রে “A, a few, many, some, a lot of ” ব্যবহার করতে পারি। এই নাউন এর ক্ষেত্রে “A little, much, some, a lot of ” ব্যবহার করতে পারি।
এই নাউন এর ক্ষেত্রে singular এবং plural আছে। এই নাউন এর ক্ষেত্রে শুধু plural আছে।
এই নাউন এর ক্ষেত্রে Number বসাতে পারি। এই নাউন এর ক্ষেত্রে Number বসাতে পারি না।

Countable & Uncountable noun Exercise

Quiz

  1. নিচে কোনটি গোনা যায়
    • বোতল
    • জল
    • দুধ
    • লোহা
  2. Uncountable এর ওজন মাপা হয়
    • Much
    • Many
    • A few
    • An
  3. Countable এর জন্য ব্যবহার করা হয়
    • A little
    • Much
    • Many
    • A lot of
  4. এদের মধ্যে কোনটা Countable noun?
    • Abstract noun
    • Collective noun
    • Materials noun
  5. How _______ coffee cups _______ there?
    • many, is.
    • much, are
    • a, was
    • None of this.
  6. How _________ water _______ there in mug?
    • many, is.
    • much, are
    • a, was
    • None of this.

Answer :

  1. বোতল গোনা যায়
  2. Uncountable এর ওজন মাপা হয় Much
  3. Countable এর জন্য ব্যবহার করা হয় Many
  4. Collective noun হল Countable noun.
  5. How many coffee cups are there?
  6. How much water is there in mug?

Fill in the blank

1. Apple
  1. __________________
  2. _______________
2. Milk
3. Bird

3. _____________________

4. ______________________

4. Tree
5. Book

5. _____________________

6. ___________________

6. Green grapes
7. Furniture

7. __________________

8. ___________________

8. eggs
9. Silver

9. _________________

10. ________________

10. pizza
11. Burger

11. _________________

12. ___________________

12. Hot dogs
13. fruits and vegetables juices

13. ____________________

14. ____________________

14. Khata
15. Rice

15. ____________________

16. _____________________

16. Silk saries
17. Gold

17. ___________________

18. ____________________

18. Nouka
19. Water

19. ________________

20. __________________

20. Banana

Answer :

  1. Countable.
  2. Uncountable.
  3. Countable.
  4. Countable.
  5. Countable.
  6. Countable.
  7. Countable.
  8. Countable.
  9. Uncountable.
  10. Countable.
  • 11. Countable.
  • 12. Countable.
  • 13. Countable.
  • 14. Countable.
  • 15. Uncountable.
  • 16. Countable.
  • 17. Uncountable.
  • 18. Countable.
  • 19. Uncountable.
  • 20. Countable.

মূল্যায়ন

আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে, তাদের মধ্যে অনেক কিছু আমরা গুনতে পারি আবার অনেক জিনিস আমরা গুনতে পারি না। তাই আমরা যদি Countable & Uncountable noun এর ব্যবহার খুব ভালো করে জানি, তবে আমরা ভালো করে ইংরেজি পড়তে ও লিখতে পারবো।

সবার কাছে আমার অনুরোধ থাকলো “Countable & Uncountable noun” পড়ে নিয়ে আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে সকলের প্রিয় এই পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

Is milk Countable & Uncountable noun? (দুধ কি গণনাযোগ্য নাকি অগণিত?)

Milk is uncountable. (দুধের পরিমাণ অগণিত।)

লবণ গণনাযোগ্য নাকি অগণনীয়? ( Is salt countable or uncountable?)

লবণ হল অগণনীয়। ( Salt is innumerable.)

তাপ গণনীয় নাকি অগণনীয়? ( Is heat countable or uncountable?)

তাপ হল অগণনীয়। ( Heat is uncountable.)

Is pizza countable or uncountable? ( পিৎজা কি গণনাযোগ্য নাকি অগণিত? )

Pizza is countable. ( পিৎজা গণনাযোগ্য।)

Is gold countable or uncountable? (সোনা কি গণনাযোগ্য নাকি অগণিত?)

Gold is uncountable. ( সোনার পরিমাণ অগণিত।)

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, WikipediaQuora এবং বিভিন্ন জায়গা থেকে নানান ধারণা নিয়ে লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment