ইংরেজি Grammar এর একটি বাক্যকে আমরা বড় সুন্দর করে লেখা বা বলার ক্ষেত্রে যে ” Parts of Speech” বেশি গুরুত্বপূর্ণ সেটি হল ” Preposition “. আমাদের প্রতিনিয়ত কথা বলার সময় মনে রাখতে হবে , একটা বাক্যে Subject , Verb বা Object এর মধ্যে বাক্যটি সীমাবদ্ধ থাকেনা , তখন সেই বাক্য টাকে বড় করলে এবং একটি বাক্যের সাথে অন্য বাক্যের সংযোগ স্থাপন করে তাকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে গেলে আমরা ” Preposition ” ব্যবহার করে থাকি ।
আমরা আজকে এই আলোচনার মাধ্যমে এই Parts of speech দিয়ে বাংলা এবং ইংরেজি মধ্যে মেলবন্ধন খোঁজার চেষ্টা করব এবং বাক্যকে আমরা বড় করে যথাযথ অর্থপূর্ণ করে লিখতে পারব ।
Table of Contents
TogglePreposition বলতে আমরা কি বুঝি ?
Preposition বলতে আমরা বুঝি যে word বা শব্দ বাক্যের পূর্বে অবস্থান করে অর্থপূর্ণ বাক্য তৈরি করে। কারণ আমরা সবাই জানি , এই Parts of speech টিকে ভাগ করলে “Pre” মানে “পূর্ব” এবং “position” মানে “অবস্থান“। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা কার পূর্বে বসে “অবস্থান” নেয় ? এরা বাক্যের Noun বা Pronoun এর পূর্বে বসে বাক্যের Noun বা Pronoun সাথে বাক্যের অন্য শব্দের সংযোগ বা সম্পর্ক স্থাপন করে ।
Example: Ram is happy to her. ( রাম তার উপর খুশি।)
বি:দ্রো : এই উদাহরণে বোঝানো হয়েছে Ram (noun) & her (pronoun). after ram (noun) এর পরে আর before her (pronoun) আগে বসে “to” যা এই বাক্যে preposition হিসাবে একবাক্যের সাথে অন্য শব্দের সংযোগ করে একটা অর্থ পূর্ণ বাক্য তৈরি করেছে।
বিভিন্ন ধরনের অব্যয় ও তাদের অবস্থান

বিভিন্ন ধরনের অব্যয় আছে , তাদের অবস্থান নিয়ে একটি chart র মাধ্যমে সেটিকে দেখানো হচ্ছে।
On: কোন বস্তুর উপরে বোঝালে সেখানে আমরা “on” ব্যবহার করে থাকি।
example : The pen is on the table. (পেন টি টেবিলের ওপর আছে )
Above: বস্তুর থেকে কিছুটা ওপরে স্থিতিশীল অবস্থায় থাকলে তখন আমরা “above” ব্যবহার করি ।
example : The fan is running above my head. ( আমার মাথার উপর দিয়ে পাখা চলছে। )
Over: বস্তুর থেকে কিছুটা ওপরে গতিশীল অবস্থায় থাকলে তখন আমরা “over” ব্যবহার করি ।
example : The dog has jumped over the wall. ( কুকুরটি দেয়াল টপকে গেছে।)
Under: নিচে বোঝালে সেখানে আমরা “under” ব্যবহার করে থাকি ।
example : There are fish under the water. (জলের নিচে মাছ থাকে)
Beside: পাশে অবস্থান করছে বোঝালে আমরা সেক্ষেত্রে “beside” ব্যবহার করে থাকি ।
example : a house beside a small lake. ( ছোট একটি হ্রদের পাশে একটি বাড়ি)
Up: উপরের দিকে বোঝালে আমরা সেখানে “up” ব্যবহার করি ।
example : He held up his hand. (সে তার হাত তুলে ধরল।)
Down: নিচের দিকে বোঝালে আমরা সেখানে “down” ব্যবহার করি ।
example : He ran down the stairs. ( সে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে গেল)
Into: বাইরে থেকে যখন কোন কিছু ভেতরে প্রবেশ করছে তখন আমরা “into” ব্যবহার করে থাকি ।
example : She walked into the room. ( সে ঘরে ঢুকল।)
Through: যখন পুরোটা ভিতরে প্রবেশ করা হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে চলাফেরা বোঝালে, সেখানে আমরা “through” ব্যবহার করে থাকি।
example : He went through a difficult time. ( সে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে)
Across: যখন পুরোটা ভিতরে প্রবেশ করা হয়ে গেছে কিন্তু জোরে জোরে চলাফেরা বোঝালে, সেখানে আমরা “across” ব্যবহার করে থাকি ।
example : He ran across the field. (সে মাঠ পেরিয়ে দৌড়ে গেল)
In : যখন ভিতরে বড় কোনকিছু জায়গা বা সময় বোঝায় তখন “in” আমরা ব্যবহার করে থাকি ।
example : I am in my room. (আমি আমার ঘরে আছি।)
At : যখন ভিতরের ভিতর বোঝানো হয় অর্থাৎ কোন ছোট জায়গা বা কোন কম সময় বোঝানোর ক্ষেত্রে আমরা “at ” ব্যবহার করে থাকি।
example : she works at the office. (সে অফিসে কাজ করে।)
নির্দিষ্ট সময় অনুযায়ী Preposition
নির্দিষ্ট সময় অনুযায়ী আমরা তিনটি “preposition” দেখতে পাই। যা একটি সরলরেখার মাধ্যমে তিনটি সময়কে ব্যাখ্যা করা হয়েছে ।
Since : অতীতের কোন নির্দিষ্ট সময় “থেকে বা হতে” এরকম কিছু বোঝালে আমরা “since” ব্যবহার করে থাকি ।
example : I have been living here since 2000. (আমি ২০০০ সাল থেকে এখানে থাকি।)
Till / Until : অতীতের কিছু নির্দিষ্ট সময় থেকে শুরু করে future কোন নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলছে , তখন সে ক্ষেত্রে আমরা “till / until” ব্যবহার করে থাকি ।
example : I will be living here till 2024. ( আমি ২০২৪ সাল পর্যন্ত এখানে থাকব।)
For : কাজের শুরু এবং কাজের শেষ পর্যন্ত মাঝের যে সময়ের ব্যাপ্তির সময় টাতে আমরা “for” ব্যবহার করে থাকি।
example : I have been living here for 24 years. (আমি এখানে ২৪ বছর ধরে বাস করছি।)

Important (গুরুত্বপূর্ণ) অব্যয়
এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ অব্যয় বা preposition আছে , যেটি একটি chart মাধ্যমে উদাহরণসহ নিচে আলোচনা করা হলো।
| Important preposition | ||
|---|---|---|
| Name (নাম ) | Location (অবস্থান) | Example (উদাহরণ) |
| Of | Of শব্দ এর অর্থ “র” এবং “এর”, যদি কোন জায়গা বা যে কোন বস্তুর সাথে “র” বা “এর” বসে তখন সে ক্ষেত্রে আমরা “Of”ব্যবহার করে থাকি | “নদীর মাছ” – ইংলিশে বলতে গেলে মাছ কথাটা আগে আসবে – The fish of river. |
| Between | Between শব্দের অর্থ হলো দুই এর ভেতর, যখন দুইয়ের ভেতর কোন আলোচনা করা হয় তখন সে ক্ষেত্রে আমরা “between” কথাটি ব্যবহার করি | সে তার বাবা-মায়ের মাঝে বসেছিলShe sat between her parents. |
| Among | Among শব্দের অর্থ হলো অনেকের ভিতরে। যখন অনেকের ভিতরে আলোচনা করা হয় তখন সে ক্ষেত্রে আমরা “among” কথাটি ব্যবহার করে থাকি | সে তার বন্ধুদের মধ্যে আছেShe is among her friend. |
| On | কোন কিছুর পিঠে চড়ে যাতায়াতের ক্ষেত্রে “on” আমরা ব্যবহার করে থাকি | সে চেয়ারে বসল।She sat on the chair |
| By | কোন কিছুর ভিতরে বসে যাতায়াতের ক্ষেত্রে আমরা “by” কথাটি ব্যবহার করে থাকি | সে নিজে নিজে পড়াশোনা করেছে।She studied by herself. |
| To | “To” বলতে আমরা (দিকে, প্রতি, কাছে, নিকটে )বুঝি , আমাদের কোন কিছু করার সময় উদ্দেশ্যটা যখন মুখ্য বা প্রধান হয় , তখন আমরা “to” ব্যবহার করি। এখানে মনে রাখতে হবে “To” এর পরে verb এর present form অর্থাৎ (to+v1) দেখা যায় | আমরা দোকানে গিয়েছিলাম।We went to the storeOr,To sleep,to play,to write,to go. |
| Towards | Towards বলতে আমরা (দিকে, প্রতি, কাছে, নিকটে )বুঝি , আমরা কোন কিছু করার সময় উদ্দেশ্যটা যখন বিবিধ বা অন্য অনেক কিছু হয়, তখন আমরা “towards” ব্যবহার করিবি:দ্রো: | সে দরজার দিকে হেঁটে গেল।He walked toward the door. এখানে দরজার দিকে হেঁটে যাওয়াটা মুখ্য উদ্দেশ্য নয়, বিবিধ উদ্দেশ্য থাকতে পারে, তাই এখানে দিকে টাকে আমরা”towards” হিসাবে ব্যবহার করেছি |
| From……to | এই from….to ব্যবহার সবচেয়ে বেশি বাক্যে, এটি present জায়গা থেকে destination জায়গায় গেলে এই from….to ব্যবহার করা হয় | কলকাতা থেকে দিল্লি From Kolkata to Delhi |
সময় ও জায়গার ক্ষেত্রে “In”, “On”, “At” এর অবস্থান

Time (সময়) :
1. সময়ের ক্ষেত্রে আমরা শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় “In” হবে । এছাড়াও দিনের বৃহৎ সময় আগেও “In” ব্যবহার করে থাকি ।
example : in the next century. (পরবর্তী শতাব্দীতে) , in the first week. (প্রথম সপ্তাহে) , in morning, in afternoon , in evening.
2. সপ্তাহের নিচে বার থাকে, এই বার এর আগে আমরা “On” ব্যবহার করে থাকি ।
example: On Monday . On Wednesday.
3. দিনের ক্ষুদ্র সময়ের আগে আমরা “At” ব্যবহার করে থাকি ।
example : At Down , At Noon, At Dusk, At night.
Place (জায়গা) :
- Place ক্ষেত্রেও আমরা বড় থেকে ছোট ধরে নিচ্ছি, আমাদের এখানে গ্রহ বড় উপগ্রহ ছোট, এই গ্রহ থেকে উপগ্রহ এর আগে “On “ আমরা ব্যবহার করে থাকি । example : On Jupitar , and On Neptune.
- মহাদেশ থেকে বড় শহরের আগে “In ” বসে । example : In Asia , In Kolkata.
- ছোট শহরের আগে আমরা “At” ব্যবহার করে থাকি । example : At Barrackpore. At Laketown.
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার
শেষকথা :
আমাদের প্রতিনিয়ত কথা বলার সময় বা কোন কিছু লেখার সময় preposition এর গুরুত্ব অপরিসীম। তাই আজকে আমরা শিখলাম এই preposition মাধ্যমে একটা বাক্যকে সুন্দর করে সাজিয়ে লিখে অর্থ পূর্ণ ভাবে তাকে ব্যবহার করতে পারি।
আমাদের কর্তব্য প্রতিনিয়ত প্রাকটিস ও অধ্যায়ন খুবই জরুরি। তাই পাঠকদের বলবো আমার এই লেখা পড়ে আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আমার লেখাগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন।
FAQ:
Preposition কাকে বলে উদাহরণ দাও?
Preposition চেনার উপায়?
সাধারণত একটি বিশেষ্য বা সর্বনামের আগে অব্যয় ব্যবহার করা হয়, যা বিশেষ্য, সর্বনাম এবং বাক্যের অন্যান্য অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে ।
What are the 10 prepositions?
‘in’, ‘on’, ‘at’, ‘by’, ‘for’, ‘with’, ‘about’, ‘against’, ‘between’, ‘into’, ‘through’, ‘during’, ‘before’, ‘after’, ‘above’, and ‘below’.
Preposition এর প্রকারভেদ?
পাঁচ ধরণের অব্যয় হল সরল, দ্বিগুণ, যৌগিক, কণা এবং বাক্যাংশ অব্যয়।
চারটি সবচেয়ে সাধারণ preposition কি কি?
বেশি ব্যবহৃত অব্যয়গুলি হল: at, by, for, from, in, of, on, to, এবং with.
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা,Grammar Hub থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।









