ব্যাকরণে Non-finite Verb হলো এমন ধরনের ক্রিয়া যা কোনো নির্দিষ্ট subject বা tense দ্বারা সীমাবদ্ধ নয়। এই ধরনের verb বাক্যে প্রায়শই noun, adjective বা adverb হিসেবে কাজ করে এবং মূল verb এর মতো tense বা person পরিবর্তিত হয় না। Non-finite Verb-এর ব্যাপারে জ্ঞান থাকা শুধু পরীক্ষা বা লেখার জন্য নয়, এটি ইংরেজি ভাষা শেখার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।
এই লেখাতে আমরা Non-finite Verb কী, এর প্রকারভেদ, উদাহরণসহ বিশ্লেষণ করবো এবং কেন এই ধরনের verb ইংরেজি শেখার ক্ষেত্রে অপরিহার্য তা আলোচনা হবে।
Infinite বা Non-finite Verb কাকে বলে?
যে Verb এর Action বা ক্রিয়া Number, Person বা Time দ্বারা নির্ধারিত বা সীমাবদ্ধ হয় না তাকে Infinite বা Non-finite Verb বলে।
যেমন:
I learned to ride.
আমি বাইক চালানো শিখেছি।
I joined a riding school.
আমি একটি রাইডিং স্কুলে যোগদান করেছি।
I know riding.
আমি রাইডিং জানি।
I learned the riding of horses.
আমি ঘোড়া চালানো শিখেছি।
উপরের এই চারটি ক্ষেত্রে কোনটিতেই to ride, riding বা the riding of এর কাজ Number, Person বা Time দ্বারা নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ হয়নি। তাই এই Verb গুলি infinte form এ আছে।
Finite verb এবং Non-finite verb এর পার্থক্য
Finite verb | Non-finite verb |
---|---|
বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। | বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। |
Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে। | Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে না। |
Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয়। | Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয় না। |
Infinite বা Non-finite Verb এর প্রকারভেদ
Non-finite Verb মূলত চার ধরনের:
- Infinitive
- Participle
- Gerund
- Verbal Noun
আমরা নিচে এই প্রতিটি ভাগের বিস্তারিত আলোচনা করবো।
Infinitives কি এবং উদাহরণ
যখন কোনো Verb শুধু ক্রিয়ার নামমাত্র প্রকাশ করে, তখন তাকে Infinitive বলে। Infinitive এর আগে ‘to’ বসে। এরকম ক্ষেত্রে Verb টির কোনও Conjugtion হয় না।
সাধারণত Infintive দুপ্রকারের –
- Simple Infinitive
- Gerundial Infinitive
Simple Infinitive
বাংলায় “মিথ্যে বলা”, “ক্ষমা করা”, “ভুল করা”, “যেতে”, “করতে”, “খেতে”, “শিখতে” ইত্যাদি আকারের অসমাপিকা ক্রিয়াপদ থাকলে ইংরেজিতে Infintive form ব্যবহার করে তার অনুবাদ করতে হয়। verb এর Present Tense এর কোনও পরিবর্তন না করে তার আগে ‘to’ যোগ করে Infinitive form করতে হয়।
Simple Infinitive ঠিক Abstract Noun বা কোনও ক্রিয়ার ভাব প্রকাশ করে বা ধারণা দেয় এবং Sentence এ Principal verb এর subject, object, complement বা noun এর মতো ব্যবহৃত হতে পারে। কোনো Infinitive যদি learn, teach, know প্রভৃতি verb এর object হয়, তাহলে তার আগে সাধারণত how, what প্রভৃতি শব্দ বসে থাকে।
যেমন:
To err is human.
ভুল করা মানুষের ধৰ্ম।
To forgive is divine.
ক্ষমা করা দেবধর্ম।
The boy is unable to read.
ছেলেটি পড়তে পারে না।
He seems to be twenty.
তার বয়স বিশ বলে মনে হয়।
To lie is a sin.
মিথ্যা কথা বলা পাপ।
The man is about to die.
লোকটা মরমর হয়েছে।
Gerundial Infinitive
বাংলায় “বসবার”, “খাবার”, “দেখবার”, “দেবার”, বা “দেওয়ার” ইত্যাদি আকারের Infinitive Verb থাকলে ইংরেজিতে Infinitive form ব্যবহার করা হয়। এই ধরনের Infinitive কে Gerundial Infinitive বলে।
Gerundial Infinitive Noun এর পর ব্যবহৃত হয়ে Adjective এর মতো তাকে qualify করে অথবা Adjective বা verb এর সঙ্গে বসে তাকে modify করে। Verb এর সাথে ব্যবহৃত হয়ে Gerundial Infinitive সাধারণত (purpose)উদ্দেশ্য, (cause)কারণ, (result)ফল প্রভৃতি অর্থপ্রকাশ করে থাকে।
যেমন:
He has no time to go there.
তার সেখানে যাওয়ার সময় নেই।
He who has nothing has nothing to fear.
যার কিছু নেই তার ভয়ের কিছু নেই।
The reason is not far to seek.
এর কারণ খুঁজতে গেলে বেশি দূর যেতে হবে না।
He wept to see the pitiable sight.
করুণ দৃশ্য দেখে সে কেঁদে ফেলল।
This is a great piece of news to be sure.
এ নিশ্চয়ই একটা বড়ো রকমের খবর।
Participle কি এবং উদাহরণ
Verb এর যে form বাক্যে একসাথে verb ও adjective এর কাজ করে তখন তাকে Participle বলা হয়। প্রতিটি Noun এর আগে যে Adjective আছে সেগুলির প্রতেকটি এক একটি verb এর পরে ing যোগ করে গঠিত হয়।
Participle সাধারণত তিন প্রকারের:
- Present participle
- Past participle
- Perfect participle
Present Participle
Verb এর Present form সঙ্গে ing যুক্ত sentence এ একসাথে verb ও adjective এর কাজ করে তখন তাকে Prsent Participle বলে।
যেমন:
The man went away limping.
মানুষটি খোঁড়াতে খোঁড়াতে চলে গেলো।
The boy returned home skipping.
ছেলেটি লাফাতে লাফাতে বাড়ি ফিরলো।
Have you seen a man coming this way?
তুমি কোনও লোককে এদিকে আসতে দেখেছো?
He was seen making faces at me.
তাকে আমার দিকে মুখ ভ্যাংচাতে দেখা গিয়েছিলো।
Speaking of character, he had no equal.
চরিত্রের কথা বলতে গেলে, তাঁর জোড়া ছিল না।
Past Participle
Bygone days
বিগতদিন
A killed tiger
নিহত বাঘ
Tested strength
পরীক্ষিত শক্তি
Hidden Treasure
গুপ্তধন
উদাহরণ গুলিতে একটি Noun এর আগে একটি করে Adjective ব্যবহার হয়েছে। এই Adjective গুলির প্রত্যেকটিই verb এর past participle form. ‘Conquered ‘ পদটি Conquer এই verb টি থেকে তৈরি। কিন্তু বা সত্ত্বেও ‘Conquered’ পদটি একটি Adjective, যেহেতু nation এই Noun টিকে qualify করছে বা তার অবস্থা বর্ণনা করছে। তাই, এই participle কে Verbal Adjective বলা হয়। যেহেতু সেটি Verb থেকে তৈরি হয়ে Adjective এর কাজ করছে। কোনও কাজ শেষ হয়েছে বুঝতে Past Participle ব্যবহৃত হয়, Verb এর শেষে সাধারণত d, ed, t, n, বা en যুক্ত হয়ে Past Participle গঠিত হয়।
Perfect Participle
Having done the work, the boy left.
কাজ শেষ করে ছেলেটি চলে গেল।
Having done the sums, I went to have my bath.
অঙ্কগুলো শেষ করে আমি গোসল করতে গেলাম।
Having written the essay, I went to bed.
রচনাটি লিখে শুতে গেলাম।
Past Participle এর আগে Having বসিয়ে Perfect Participle গঠন করতে হয়। বাংলায় করে, লিখে, নিয়ে, গিয়ে শেষ করে ইত্যাদি আকারের ক্রিয়াপদ থাকলে তার ইংরেজি অনুবাদে Perfect Perticiple ব্যবহার করতে হয়। সাধারণত দেখা যায় একটি কাজ সম্পন্ন করে অন্য একটি কাজ করলে, প্রথম প্রকার ক্রিয়া পদের জন্য perfecr participle ব্যবহৃত হয়। যেমন: লিখে – Having writting, শেষ করে- Having finished, নিয়ে – Having taken ইত্যাদি।
Gerund কি এবং উদাহরণ
যখন কোন Verb এর পরে ing বসিয়ে তাকে Noun এর কতগুলো বৈশিষ্ট্য বা features দেওয়া হয় তখন তাকে Gerund বলা হয়।
Gerund (verb + ing) এবং Infinitive (to + verb) দুটিই Noun এর কাজ করে। তাদের সমানভাবে ব্যবহার করা যায়। তাই অনেক sentence এ অর্থেরত কোনো তারতম্য না ঘটিয়ে Gerund অথবা verb form এর Infinitive ব্যবহার করা যায়। বহুক্ষেত্রে Gerund কে Infinitive এবং Infinitive কে Gerund এ রূপান্তরিত করে ব্যবহার করা হয়।
যেমন:
I like reading novels.
আমি উপন্যাস পড়তে পছন্দ করি।
He is fond of swimming.
সে সাঁতার পছন্দ করে।
I have just stopped writing.
আমি এইমাত্র লেখা বন্ধ করেছি।
I had received the news of his coming back from England.
আমি তার ইংল্যান্ড থেকে ফেরার খবর পেয়েছিলাম।
শেষকথা:
আজকে আমরা শিখলাম Infinite বা Non-finite Verb এর সংজ্ঞা, ব্যবহারের নিয়ম এবং এর গুরুত্ব। এছাড়াও, এর বিভিন্ন উদাহরণ এবং বাংলা অর্থ সহ বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহারের পদ্ধতি নিয়ে।
সবশেষে, আমি বলবো এই প্রতিটি ধাপ যদি আমরা প্রতিনিয়ত প্রাকটিস করতে পারি তাহলে আমরা খুব সহজে ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবো এবং খুবই অনায়াসে ইংরেজির দুর্বল কাটাতে পারবো।
তাই আমাদের কর্তব্য প্রতিনিয়ত প্রাকটিস ও অধ্যায়ন খুবই জরুরি। সর্বশেষ পাঠকদের বলবো আমার এই লেখা পড়ে আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আমার লেখাগুলি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন।
FAQ:
Non finite verb চেনার উপায়
যেসব ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না; বাক্যটি সম্পূর্ণ হয়েছে কি না তা বোঝায় না এবং বাক্যের অর্থের পরিম্পূর্ণতার জন্য একটি Finite verb বা সমাপিকা ক্রিয়ার অপেক্ষায় থাকতে হয়, সেসব ক্রিয়াপদকে Non–finite verb বা অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে।
Non finite verbs কত প্রকার ও কি কি?
Non-finite Verb মূলত চার ধরনের:
Infinitive
Participle
Gerund
Verbal Noun
Participle কী এবং এর উদাহরণ কী কী?
Participle হলো এমন Verb যা বাক্যে Verb ও Adjective-এর কাজ করে। এর প্রকারভেদ তিনটি: Present Participle, Past Participle, এবং Perfect Participle।
Finite Verb এবং Non-finite Verb এর মধ্যে পার্থক্য কী?
Finite Verb কোনো বাক্যে Subject এবং Tense অনুসারে পরিবর্তিত হয়, কিন্তু Non-finite Verb কোনো Tense বা Person-এর উপর নির্ভর করে না।
কেন Non-finite Verb শেখা গুরুত্বপূর্ণ?
Non-finite Verb শেখা ইংরেজি ভাষার কাঠামো বুঝতে সাহায্য করে এবং ভাষায় গভীর জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র:
আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Quora, Wikipedia, Pinterest এবং বিভিন্ন ওয়েবসাইটের থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে। আপনারা চাইলে সেইসব ওয়েবসাইটও ঘুরে দেখতে পারেন।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার