ব্যাকরণে আমরা যখন পড়ি তার মধ্যে কিছু শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যার দ্বারা বাক্য গঠন করলে সেই বাক্য অর্থপূর্ণ হয়ে ওঠে। আমরা অনেক জিনিস কে গুনতে পারি আবার অনেক জিনিসকে গুনতে পারিনা। সে ক্ষেত্রে আমরা আজকে জানব যে কোন জিনিসের আগে কি শব্দ ব্যবহার করা হলে বাক্যটি সুন্দর ও অর্থপূর্ণ হয়ে উঠবে।
আজকে আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য Determiner sentence এ এই দুটি শব্দ বেঁচে নিয়েছি। যেটা ব্যবহার করে বাক্যকে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলবো। নিচে তার আলোচনা করা হলো।
Much কাকে বলে? উদাহরণ দাও।
আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে গুনতে পারছি না, অর্থাৎ ভাত, জল, দুধ, বালি, ইত্যাদি শব্দগুলোকে আমরা ওজন করে অনেক পরিমাণে বলার জন্য বাক্যে মধ্যে শব্দটি ব্যবহার করি। সেই শব্দকে Much বলি।
যেমন:
Much water.
প্রচুর জল।
Much rice.
অনেক ভাত।
Much milk.
অনেক দুধ।
Much coffee.
অনেক কফি।
Much cement.
অনেক সিমেন্ট।
Much এর ব্যবহার কোথায় হয়?
কোন বাক্যের মধ্যে অবস্থিত কোন বস্তু কতটা আছে সেটা গুনতে পারছি না। সেই বস্তুটি যদি একবচন হচ্ছে, অর্থাৎ singular number হচ্ছে। তবে সেই বস্তু কে ওজন করে তার পরিমাণ বেশি আছে বা কম আছে অর্থাৎ কতটা আছে, সেটা বলার জন্য আমরা বাক্যের মধ্যে “Much অর্থাৎ অনেক” শব্দটি ব্যবহার করি।
আমরা much বলতে খুব বেশি অর্থাৎ বেশি সংখ্যক কে বোঝায়। ইংরেজিতে মাঝে মাঝে বাক্যকে অর্থ যুক্ত করতে আমরা much এর জায়গায় too much ব্যবহার করে থাকি। মাঝে মাঝে প্রশ্ন বাচক বাক্যে এটি ব্যবহৃত হয়ে থাকে।
Rules: much + uncountable noun + verb ( singular) + question mark (?)
Subject + Verb ( singular) + much + uncountable noun.
যেমন:
Much water is available in the market?
বাজারে কত পানি পাওয়া যায়?
How much cement is available in the shop?
দোকানে কত সিমেন্ট পাওয়া যায়?
I have much time.
আমার অনেক সময় আছে।
I have much rice.
আমার অনেক ভাত আছে।
Many কাকে বলে? উদাহরণ দাও।
আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে গুনতে পারছি, অর্থাৎ বই, খাতা, পেন, উপহার, ইত্যাদি শব্দগুলোকে আমরা সংখ্যার হিসাবে অনেক পরিমাণে বলার জন্য শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। সেই শব্দকে আমরা many বলি।
যেমন:
Many books.
অনেক বইগুলি।
Many pens.
অনেক কলমগুলি।
Many stars.
অনেক তারাগুলি।
Many diaries.
অনেক ডায়েরিগুলি।
Many sweets.
অনেক মিষ্টিগুলি।
Many এর ব্যবহার কোথায় হয়?
কোন বাক্যে যদি দেখা যায় কোন বস্তু কে আমরা গুনতে পারছি। সেই বস্তুটি যদি বহু বচন, অর্থাৎ plural number হচ্ছে। তবে সেই বস্তুটি কটা আছে, সেটা বলার জন্য আমরা বাক্যে many শব্দটি ব্যবহার করি। মাঝে মাঝে প্রশ্ন বাচক বাক্যে এটি ব্যবহৃত হয়ে থাকে।
আমরা many বলতে খুব বেশি অর্থাৎ বেশি সংখ্যক কে বোঝায়। যা ইংরেজিতে মাঝে মাঝে বাক্যকে সুন্দর করতে আমরা many এর জায়গায় too many ব্যবহার করে থাকি।
Rules:
Many + countable noun ( plural) + verb (plural) + question mark (?)
Subject + Verb + many + countable noun. ( Plural).
যেমন:
Many people are going in the village?
গ্রামে অনেক লোক যাচ্ছে?
Are many mangos available in the market?
বাজারে কি অনেক আম পাওয়া যায়?
I have many chairs.
আমার অনেক চেয়ার আছে।
I have many books.
আমার অনেক বই আছে।
Much & Many এর মধ্যে তফাৎ
এই দুটি শব্দের মধ্যে কোন অর্থের দিক থেকে কোন পার্থক্য দেখা যায় না। কারণ এই দুটি শব্দের ই মানে হল “অনেক বেশি“। সে ক্ষেত্রে বাক্যকে সুন্দর ও বোঝার জন্য এই দুটি শব্দের গঠনের দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যা নিজে দেওয়া হল।
Much | Example | Many | Example |
---|---|---|---|
এটি গোনা যায় না। | I have much coffee. আমার অনেক কফি আছে। | এটি গোনা যায়। | I have many dolls. আমার অনেক পুতুল আছে। |
বাক্যে গোনা যায় না এমন noun এর আগে বসে। | I have much time. আমার অনেক সময় আছে। | বাক্যে গোনা যায় এমন noun এর আগে বসে। | I have many pens. আমার অনেক কলম আছে। |
গোনা যায় এমন noun এর সাথে much ও some একসাথে বসানো যাবে না। | I have much water. আমার অনেক জল আছে। | গোনা যায় না এমন noun এর সাথে many ও some একসাথে বসানো যাবে না। | I have many puppy. আমার অনেক কুকুরছানা আছে। |
বাক্যে singular noun এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। | I have much rice. আমার অনেক ভাত আছে। | বাক্যে plural noun এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। | I have many brothers. আমার অনেক ভাই আছে। |
Exercise
1. শূন্যস্থান পূরণ কর:
a) I have ________ water.
আমার অনেক জল আছে।
b) I have ________ brothers.
আমার অনেক ভাই আছে।
c) ____________ diaries.
অনেক ডায়েরিগুলি।
d) ________ books.
অনেক বইগুলি।
e) I have __________ coffee.
আমার অনেক কফি আছে।
f) I have _______ pens.
আমার অনেক কলম আছে।
Answer:
a) much.
B) many.
c) Many.
d) Many.
e) much.
f) many.
2. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
i) উপরের দুটি শব্দের মধ্যে তফাৎ লেখ।
ii) Many এর ব্যবহার কোথায় হয়?
iii) Many কাকে বলে? উদাহরণ দাও।
iv) Much কাকে বলে? উদাহরণ দাও।
v) Much এর ব্যবহার কোথায় হয়?
শেষ কথা
গ্রামারে আমরা এই দুটি শব্দের এর ব্যবহার করে আমরা কোন জিনিসের পরিমাণ ও সংখ্যাকে বোঝাই। এই দুটো শব্দ ব্যবহার যদি আমরা ভালো করে জানতে পারি বা বুঝতে পারি সে ক্ষেত্রে আমাদের কথা বলার সময় বা লেখার সময় আমরা সঠিক বাক্য গঠন করতে পারব এবং তা সুন্দর করে তুলতে পারবো।
তাই আপনারা এই বিষয়ে ভালো করে পড়ে এবং নিচে কিছু অনুশীলন অভ্যাস করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।
ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:
Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
FAQ
ঘন ঘন শব্দের বাংলা অর্থ কি?
ঘন ঘন শব্দের বাংলা অর্থ হল দুটো কাজের মাঝে বেশি সময় ফাঁকা না থাকা।
What is the difference between much and many?
Much বসে বাক্যে যেটি গোনা যায় না। Many বসে বাক্যে যেটি গোনা যায়।
What is plural in Bengali?
বহুবচন।
Is plenty formal or informal?
plenty হল যেটা নিয়মবিরুদ্ধ অর্থাৎ informal.
Is rice countable or uncountable?
Rice অর্থাৎ ভাত গোনা যায় না শুধুমাত্র পরিমাণ মাপা যায় তাই এটি uncountable.
তথ্যসূত্র:
উপরের এই topic টা বিভিন্ন বই, বিভিন্ন জায়গা, পত্রিকা, Wikipedia, Quora ও Grammar hub থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে।
- বাক্যে Finite Verb এর প্রয়োজনীয়তা
- Reflexive Pronoun এর সংজ্ঞা, উদাহরণ ও নিয়ম
- Daily Use Questions & Answers for Practice
- ইংরেজিতে Few ও Little এর ব্যবহার শিখুন মাত্র ৫ মিনিটে
- শক্তিশালী বাক্য গঠনে Punctuation এর ভূমিকা
- বাক্য গঠনে Object এর প্রয়োজনীয়তা
- Gerund শেখার সহজ ও পজিটিভ কৌশল
- Interrogative Adjective এর ব্যবহার