গ্রামারে Personal Pronoun এর ব্যবহার মাত্র ৫ মিনিটে

Rate this post

গ্রামারে আমরা যে pronoun শিখি, তার মধ্যে Personal Pronoun অর্থাৎ ব্যক্তিগত সর্বনাম খুবই গুরুত্বপূর্ণ।

যেখানে বাক্যে সর্বনাম গুলি ব্যবহার করা হয় সেই সর্বনাম গুলি কোন রূপে ব্যবহৃত হবে তা এই ব্যক্তিগত সর্বনাম এর দ্বারা বোঝা যায়। আজকে আমরা জানব এই ব্যক্তিগত সর্বনামের সংজ্ঞা প্রকারভেদ ও ব্যবহার যা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করব।

সংজ্ঞাসহ Personal pronoun এর উদাহরণ

বাক্যের মধ্যে যে pronoun গুলি বিশেষ্যপরিবর্তে বিশেষ্য জায়গায় বসে সর্বনামের মতো কাজ না করে বিশেষ্যের মতো কাজ করে। সেই pronoun গুলিকে বলে personal pronoun বা ব্যক্তিগত সর্বনাম

যেমন:

He drives a blue car.
সে নীল রঙের গাড়ি চালায়।
She likes to watch movie.
সে সিনেমা দেখতে পছন্দ করে।

Personal pronoun কত প্রকার ও কী কী

গ্রামারে Personal pronoun কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। সেগুলি হল:

  1. Subjective Personal Pronoun
  2. Objective Personal Pronoun
  3. Possessive Adjective Personal Pronoun
  4. Possessive Personal Pronoun

Subjective ব্যক্তিগত সর্বনাম বলতে কি বুঝায়

বাক্যের মধ্যে যে সর্বনাম গুলো কোন বাক্যে বিশেষ্যের পরিবর্তে বিশেষ্যের জায়গায় বসে subject হিসাবে বাক্যে বিশেষ্যের কাজ করে। সেই সর্বনাম গুলিকে অর্থাৎ “( I, We, You, They, He, She, It.)” এই শব্দগুলিকে Subjective ব্যক্তিগত সর্বনাম বলে।

যেমন:

She is my friend.
সে আমার বন্ধু।
They are my teacher.
তারা আমার শিক্ষক।

Objective ব্যক্তিগত সর্বনাম এর সংজ্ঞা

বাক্যের মধ্যে যে সর্বনাম গুলো কোন বাক্যে object এর পরিবর্তে বসে object হিসাবে বাক্যে কাজ করে। সেই সর্বনাম গুলিকে অর্থাৎ “( Me, Us, You, Them, Him, Her, It.)” এই শব্দগুলিকে Objective ব্যক্তিগত সর্বনাম বলে।

যেমন:

You are taught by me.
তোমাকে আমি শিখিয়েছি।
Gita was harased by them.
তাদের দ্বারা গীতাকে হেনস্থা করা হয়।

Possessive Adjective সর্বনাম বোঝার উপায়

বাক্যের মধ্যে যে সর্বনাম গুলো কোন বাক্যে noun এর পূর্বে বসে adjective হিসাবে বাক্যে কাজ করে এবং noun কে অধিকার করে রাখে। সেই সর্বনাম গুলিকে অর্থাৎ “( My, Our, Your, Their, His, Her, Its.)” এই শব্দগুলিকে Possessive Adjective সর্বনাম বলে।

যেমন:

My country is very gorgeous.
আমার দেশটা খুব সুন্দর।
Your dress is very beautiful.
তোমার ড্রেসটা খুব সুন্দর।

Possessive ব্যক্তিগত সর্বনাম কাকে বলে?

বাক্যের মধ্যে যে সর্বনাম গুলো কোন বাক্যে noun এর পরিবর্তে বসে object হিসাবে বাক্যে কাজ করে। সেই সর্বনাম গুলিকে অর্থাৎ “( Mine, Ours, Yours, Theirs, His, Hers, Its.)” এই শব্দগুলিকে Possessive ব্যক্তিগত সর্বনাম বলে।

যেমন:

This book is Yours.
এই বইটি তোমার
This room is mine.
এই রুম আমার

বাক্যে ব্যক্তিগত সর্বনাম এর ব্যবহার

ব্যক্তিগত সর্বনাম

প্রথমতঃ গ্রামারে কোন বাক্যের মধ্যে subject যখন একবচনে অবস্থিত থাকবে অর্থাৎ বাক্যে first person, second person, ও Third person এর একবচন থাকে অর্থাৎ subject যদি একবচন হয়।তাহলে প্রথমে second person তারপর Third person এবং সবশেষে first person বসাতে হবে

যেমন:

You, he, and I are best friends.
তুমি, সে আর আমি খুব ভালো বন্ধু।
You and I are sisters.
তুমি আর আমি বোন।

দ্বিতীয়তঃ কোন বাক্যের মধ্যে যদি কোন আবেগ বোঝাচ্ছে, অর্থাৎ অনুশোচনা, অপরাধ, বা ভুল স্বীকার করার ক্ষেত্রে বাক্যটি ব্যবহৃত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রথমে first person তারপর second person এবং সবশেষে Third person দিয়ে subject গুলো বাক্যটি গঠন করতে হবে

যেমন:

I, you, and he are sad.
আমি, তুমি, আর সে দুঃখিত।
You and he are guilty.
তুমি এবং তিনি দোষী।

Personal pronouns in Bengali PDF

উপরের লেখাটি আপনাদের সুবিধার্থে পুরোটা PDF আকারে নিচে দেওয়া হল।

Exercise

পাঠকদের সুবিধার্থে নিচে প্র্যাকটিসের জন্য কিছু উদাহরণ দেওয়া হল।

শূন্যস্থান পূরণ কর:

a) _____________ is working with a It company.

b) _____________ father is not a lawyer.

c) This book is __________

d) ___________ is weak in mathematise.

e) _________ are going to the school.

f) __________ and _________ are siblings.

g) It is _________ favorite place.

Answer:

a) She.
b) His.
c) Mine.
d) he.
e) We.
f) You and I.
g) My.

শেষ কথা

আজকে আমরা জানলাম এই ব্যক্তিগত সর্বনাম কত প্রকারের হয়, এবং বাক্যে সেই সবকটা প্রকারের ব্যবহার আমরা করি, এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারি। আশা রাখবো, আমরা আজকের বিষয়টি ভালো করে পড়ে নিয়ে যদি আমরা বাক্যে ব্যক্তিগত সর্বনাম ব্যবহার করি, তবে বাক্যটিকে সুন্দর করে তুলতে পারব।

তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই “Personal pronoun” বিষয়ে ভালো করে পড়ে এবং নিচে কিছু অনুশীলন অভ্যাস করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ

Personal pronoun মানে কি?

ব্যক্তিগত সর্বনাম।


বিশেষ্য পদ কয় প্রকার?

বিশেষ্য পদ ছয় প্রকার।

You কেন ব্যক্তিগত সর্বনাম?

You শব্দটি ব্যক্তিগতভাবে use হয়, অর্থাৎ তুমি বা তোমরা ক্ষেত্রে এই শব্দটি use হয় তাই এটি ব্যক্তিগত সর্বনাম।

Pronoun কোথায় বসে?

noun এর পরিবর্তে বসে।

ব্যক্তিগত সর্বনাম এর কাজ কি?

বাক্যে সর্বনামটি কিরূপে ব্যবহৃত হবে সেটি ঠিক করে এ ব্যক্তিগত সর্বনাম

তথ্যসূত্র:

উপরের এ বিষয়টি বিভিন্ন বই, বিভিন্ন জায়গা, WikipediaGrammar hub থেকে নানান ধারণা নিয়ে অনুশীলন করে তারপর লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment