Present Tense: বাংলায় গঠন ও উদাহরণের বিস্তারিত বিশ্লেষণ

Rate this post

ইংরেজি Sentence গঠনের জন্য Tense এর গুরুত্ব অসীম। ইংরেজিতে বিভিন্ন সময়কাল নির্দেশ করার জন্যে Tense এর বিভিন্ন প্রকার ব্যবহার করে থাকি।

আজকে আমরা শিখবো Present Tense কি, তার প্রকারভেদ, গঠনপ্রণালী ও তার বিভিন্ন উদাহরণ সম্পর্কে। চলুন শিখে নিই তাড়াতাড়ি।

Present Tense বা বর্তমান কাল কাকে বলে?

বর্তমান কাল বলতে বর্তমান সময়ে সংঘটিত বা ঘটতে থাকা ক্রিয়া বা ঘটনাকে বোঝায়। এটি প্রদত্ত প্রসঙ্গে বর্তমান কার্যকলাপ বা বিষয়ের বর্তমান অবস্থার প্রতিনিধিত্ব করে।

যেমন:

I go to School.
আমি স্কুলে যাই।

He goes to school.
সে স্কুলে যায়।

They play cricket.
তারা ক্রিকেট খেলে।

Present Tense বা বর্তমান কাল এর প্রকারভেদ

types of present tense
Types of Present Tense

Present Tense এর তিনটি প্রকারভেদ প্রতিটি তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে। এখানে একটি টেবিলের মাধ্যমে তাদের পার্থক্য তুলে ধরা হলো:

প্রকারভেদগঠনউদাহরণ
Simple Present TenseSubject + Base FormI work.
Present Continuous TenseSubject + Am/Is/Are + Verb+ingI am working.
Present Perfect TenseSubject + Has/Have + Past ParticipleI have worked.
Present Perfect Continuous TenseSubject + Have Been + Verb+ingI have been working.

Simple Present Tense (সাধারণ বর্তমান কাল)

বর্তমান কালে কোন কাজ করা হয়ে থাকে, অথবা অভ্যাসগতভাবে করা হয়, অথবা চির সত্য কোন কাজ বোঝালে তাকে Present Indefinite Tense ব্যবহার করা হয়।

Positive Sentence:
Subject + Basic Verb + Object
Subject + Basic Verb + S + Object

I go to School.
আমি স্কুলে যাই।

He goes to school.
সে স্কুলে যায়।

Negative Sentence:
Subject + Do not/Does not + main verb + object

I do not eat rice.
আমি ভাত খাই না।

She doesn’t play outside too often.
সে প্রায়ই বাইরে খেলা করে না।

Interrogative Sentence:
Do/ Does + Subject + Main verb + Object + Note of interrogation (?)

Do they usally work hard?
তারা কি সাধারণত কঠোর পরিশ্রম করে?

Does he often go to the park?
সে কি প্রায়ই পার্কে যায়?

বাংলায় চেনার উপায়: Verb এর শেষে অ, আ, এ, ই, এন, ও,এস,আয়,আন থাকবে।

Present Continuous Tense (বর্তমান চলমান কাল)

যে কাজ শেষ হয়নি, এখনও চলছে সে কাজ বোঝানোর জন্য Present Continuous Tense ব্যবহৃত হয়।

Positive sentence:
Subject + am/is/are + main verb + ing + object

She is reading a book.
সে একটি বই পড়ছে।

They are going to school.
তারা স্কুলে যাচ্ছে।

Negative sentence:
Subject + am/is/are + not + Main verb + ing + object

They are not going to play football.
তারা ফুটবল খেলতে যাচ্ছে না।

They are not watching TV.
তারা টিভি দেখছে না।

Interrogative sentence:
Am/is/are + subject + main verb + ing + object + ?

Are they playing badminton?
তারা কি ব্যাডমিন্টন খেলছে?

Are you studying now?
আপনি কি এখন পড়ছেন?

বাংলায় চেনার উপায়: Verb এর শেষে তেছ, তেছি , তেছেন, তেছে, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছেন, ছি ইত্যাদি থাকে।

Present Perfect Tense (বর্তমান সম্পন্ন কাল)

present perfect tense
Present Perfect Tense

কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা তার ফলাফল বর্তমান আছে বোঝালে present perfect tense হয়।

Positive sentence:
Subject + have/has + past participle form of verb + object

She has finished her homework.
সে তার হোমওয়ার্ক শেষ করেছে।

They have eaten mangoes.
তারা আমগুলো খেয়েছে।

Negative sentence:
Subject + have/has + not + past participle form of verb + object

They have not visited the museum.
তারা যাদুঘর পরিদর্শন করেনি।

He has not eaten rice.
সে ভাত খায়নি।

Interrogative sentence:
Have/has + subject + past participle form of verb + object + ?

Have you seen that movie?
আপনি কি সেই সিনেমাটি দেখেছেন?

Has he done the homework?
তিনি কি বাড়ির কাজ করেছেন?

বাংলায় চেনার উপায়: Verb এর শেষে য়াছে, এছে, য়াছ, য়াছি, এছি, য়াছেন, য়াছে, য়েছ, ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি, ইত্যাদি বোঝালে Present Perfect Tense হয়।

Present Perfect Continuous Tense (বর্তমান সম্পন্ন চলমান কাল)

কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে Present perfect continuous tense ব্যবহৃত হয়।

Positive sentence:
Subject + have been/has been + main verb + ing + since/from/for + object
.

They have been walking since 7 am.
সকাল ৭টা থেকে তারা হাঁটছেন।

Negative sentence:
Subject + have not/has not + been + main verb + ing + since/from/for + object.

I have not been learning for 2 years.
আমি 2 বছর ধরে শিখছি না।

Interrogative sentence:
Have/has + subject + been + main verb + ing + since/for (if needed) + object + ?

Has it been raining since morning?
সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে?

বাংলায় চেনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে তেছ, তেছি,তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছ্, ছি্, ছে্, ছে্ন, ইত্যাদি উল্লেখ থাকে এবং সাথে সময়ের উল্লেখ থাকে।

ইংরেজি শিখতে গেলে যেগুলি জানা অবশ্যই দরকার:

Have, Has, Had এর ব্যবহার
Either এবং Neither এর ব্যবহার
ইংরেজিতে The এর ব্যবহার
বাংলা ভাষায় Had এর নিয়ম ও প্রয়োগ
Modal Auxiliary Verb এর ব্যবহার

শেষকথা:

এই লেখার মাধ্যমে আমি আপনাদের মাঝে Present Tense-এর বিভিন্ন প্রকারভেদ, গঠন এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। আশা করি, এই তথ্যগুলো আপনার ইংরেজি শেখার প্রক্রিয়াকে সহজতর করে তুলবে।

সর্বোপরি উপরে দেওয়া প্রতিটি ধাপ আপনি যদি প্রতিনিয়ত অনুসরণ করতে পারেন তাহলে খুব অল্প সময়ে আপনি একজন পারদর্শী হয়ে উঠবেন। আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠুন এই শুভাকামনা করি। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টে লিখতে ভুলবেন না এবং লেখাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর এই ধরনের কনটেন্ট পেতে আমাদের পেজটিকে ফলো করুন।

FAQ:

Simple Present Tense কখন ব্যবহৃত হয়?

Simple Present Tense ব্যবহৃত হয় যখন কোনো কাজ নিয়মিতভাবে ঘটে, অভ্যাসগত হয় বা চির সত্য কিছু বোঝায়।

Present Continuous Tense এর প্রশ্নবোধক গঠন কী?

Present Continuous Tense এর প্রশ্নবোধক গঠন হয়: [Am/Is/Are] + [Subject] + [Verb+ing] + [Object]? উদাহরণ: Are they playing cricket? (তারা কি ক্রিকেট খেলছে?)

Simple Present Tense এর ইতিবাচক গঠন কি?

Simple Present Tense এর ইতিবাচক গঠন হয়: [Subject] + [Base Form of Verb] + [Object]। উদাহরণ: She reads books. (সে বই পড়ে।)

Present Continuous Tense এর নেগেটিভ গঠন কি?

Present Continuous Tense এর নেগেটিভ গঠন হয়: [Subject] + [Am/Is/Are] + [Not] + [Verb+ing] + [Object]। উদাহরণ: We are not eating lunch. (আমরা দুপুরের খাবার খাচ্ছি না।)

Present Perfect Continuous Tense এর উদাহরণ কি?

I have been studying for two hours. (আমি দুই ঘণ্টা ধরে পড়ছি।)
She has been working here since June. (সে জুন মাস থেকে এখানে কাজ করছে।)

তথ্যসূত্র:

আমাদের এই তথ্যগুলি বিভিন্ন বই, পত্রিকা, Quora, Wikipedia, Pinterest এবং বিভিন্ন ওয়েবসাইটের থেকে ধারণা নিয়ে লেখা হয়েছে। আপনারা চাইলে সেইসব ওয়েবসাইটও ঘুরে দেখতে পারেন।

Sharing Is Caring:

Leave a Comment