Sentence কাকে বলে? গঠন, প্রকারভেদ ও উদাহরণসহ বর্ণনা

Rate this post

ইংরেজি অথবা বাংলায় আমরা বহু অক্ষর যুক্ত করে একটি শব্দ তৈরি করি। তেমনি, কিছু শব্দকে একত্রিত করে একটি বাক্য নির্মাণ হয়। সুতরাং, বলা যেতে পারে যে বাক্যের ইংরেজি মানে হল sentence.

গ্রামারে এই বাক্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই Sentence কে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে ইংরেজি শেখা ও লেখা আরও সহজ হবে। আজকের আলোচনায় আমরা জানব বাক্যের সংজ্ঞা, এর বিভিন্ন প্রকার এবং ব্যবহার সংক্রান্ত নিয়ম

Sentence এর সংজ্ঞা ও উদাহরণ

ইংরেজি বা বাংলায় আমরা যে ভাষায় কথা বলি, লিখি বা পড়ি। সেই শব্দগুলোকে একত্রিত করলে যেটি গঠন হয় সেটিকে sentence বলে।

যেমন:

I read a storybook.
আমি একটা গল্পের বই পড়েছি।
I eat rice.
আমি ভাত খাই।
I write a poem.
আমি একটা কবিতা লিখি।
I love India.
আমি ভারতকে ভালোবাসি।

Sentence কত প্রকার ও কি কি?

বাক্যকে দুই রকম ভাবে ভাগ করা যায়। .

  • কাজের ক্ষেত্রে
  • গঠনের ক্ষেত্রে

কাজের ক্ষেত্রে:

কাজের ক্ষেত্রে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায়।

যেমন:

  • Assertive
  • Interrogative
  • Exclamatory
  • Imperative
  • Optative

গঠনের ক্ষেত্রে:

গঠনের ক্ষেত্রে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।

যেমন:

  • Simple
  • Complex
  • Compound

Function অনুসারে Sentence এর গঠন

Function অনুসারে বাক্যকে পাঁচ ভাগে ভাগ করা যায়। সেগুলির বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

প্রকারভেদ সহ Assertive Sentence এর সংজ্ঞা

Assertive বাক্যের অর্থ হলো বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ আমরা বলতে পারি যখন কোন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যখন কোন কিছুর বিষয় বর্ণনা করে বলা হচ্ছে তখন তাকে Assertive অর্থাৎ বিবৃতিমূলক বাক্য বলে।

যেমন:

I play cricket.
আমি ক্রিকেট খেলি।
The sun sets in the west.
সূর্য পশ্চিমে অস্ত যায়।

Assertive বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়।

  • Affirmative
  • Negative.

1. Affirmative:

কোন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যদি positive কিছুকে নির্দেশ করছে, তবে সেই বাক্যকে আমরা Affirmative বা হ্যাঁ বাচক বাক্য বলি।

যেমন:

I play basket ball.
আমি বাস্কেটবল খেলি।
I eat rice.
আমি ভাত খাই।

2. Negative:

কোন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যদি negative কিছুকে নির্দেশ করছে, তবে সেই বাক্যকে আমরা Negative বা না বাচক বাক্য বলি।

যেমন:

I don’t play basket ball.
আমি বাস্কেটবল খেলি না
I don’t eat rice.
আমি ভাত খাই না

উদাহরণসহ Optative Sentence কাকে বলে?

Optative বাক্যের অর্থ হলো প্রার্থনা মূলক। গ্রামারে যদি কোন বাক্যের দ্বারা “কর্তার ইচ্ছা, প্রার্থনা বা যেকোনো ধরনের আনন্দ অনুষ্ঠানের কথা” ইত্যাদি বোঝানো হয়, সেইসব বাক্যকে আমরা Optative বা প্রার্থনা মূলক বলে থাকি।

যেমন:

May our parents live long.
আমাদের বাবা-মা দীর্ঘজীবী হোন।

Interrogative Sentence কি?

Interrogative বাক্যের অর্থ হলো প্রশ্ন মূলক বাক্য। যদি কোন বাক্যের মধ্যে যদি প্রশ্ন করছে বা (?) এই চিহ্নটি থাকছে, তাহলে সেই বাক্যকে আমরা Interrogative বা প্রশ্ন মূলক বাক্য বলে থাকি।

যেমন:

What’s your father’s name?
তোমার বাবার নাম কি?
What’s your mother’s name?
তোমার মায়ের নাম কি?
Where are you going?
কোথায় যাচ্ছেন?
What is your school’s name?
তোমার স্কুলের নাম কি?

Exclamatory Sentence বলতে কি বুঝায়?

Exclamatory বাক্যের অর্থ হলো বিস্ময়সূচক বাক্য। বাক্যের মধ্যে অবস্থিত কোন শব্দের দ্বারা কোন ব্যক্তির মধ্যে আবেগ ও অনুভূতি কে বোঝানো হয়, তখন সেই বাক্যকে Exclamatory বা বিস্ময় সূচক বাক্য বলা হয়।

যেমন:

Wow! That’s a great idea.
বাহ! দারুন আইডিয়া।
Ohh sad news.
ওহ দুঃখের খবর।

Imperative Sentence কাকে বলে?

Imperative বাক্যের অর্থ হলো অনুগ্রহ সূচক বাক্য। বাক্যের মধ্যে অবস্থিত কোন শব্দের মাধ্যমে “উপদেশ, আদেশ, নির্দেশ, অনুসরণ, অনুরোধ” ইত্যাদি বোঝানো হয়, তখন সেই বাক্যকে Imperative অর্থাৎ অনুগ্রহসূচক বাক্য বলা হয়।

যেমন:

Shut the door.
দরজা বন্ধ করো।
Please give me a glass of tea.
আমাকে এক গ্লাস চা দাও।

Imperative বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। 1. Affirmative 2. Negative.

1. Affirmative:

কোন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যদি positive কিছুকে নির্দেশ করছে, তবে সেই বাক্যকে আমরা Affirmative বা হ্যাঁ বাচক বাক্য বলি।

যেমন:

Open the door.
দরজা খোলো।
Please give me a
pen.
আমাকে একটা পেন দাও।

2. Negative:

কোন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যদি negative কিছুকে নির্দেশ করছে, তবে সেই বাক্যকে আমরা Negative বা না বাচক বাক্য বলি।

যেমন:

Please don’t go there.
সেখানে যেও না।

Structure অনুসারে Sentence র গঠন

Structure অনুসারে বাক্যের গঠন কে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলির সম্মন্ধে নিচে আলোচনা করা হলো:

Simple বাক্যের সংজ্ঞা ও উদাহরণ

গ্রামারে বাক্যের মধ্যে অবস্থিত যদি দেখা যায় যে, সেখানে একটি subjectএকটি principle verb থাকবে। তখন তাকে Simple বাক্য বলে চিহ্নিত করা হয়। এই বাক্যে একটি clause থাকে।

যেমন:

She is a singer.
সে একজন গায়িকা।
We are learning math.
আমরা গণিত শিখছি।

Complex বাক্য কি ও তার উদাহরণ

Complex Sentence

ইংরেজিতে বাক্যের মধ্যে যদি দেখা যায় যে দুইটি subject এবং দুইটি verb থাকছে, এবং তার সাথে একটি কমা ( ,) থাকলে, সেই বাক্যটিকে আমরা complex বাক্য বলে থাকি। এই বাক্যে দুইটি clause থাকে।

যেমন:

If he bought a dress, dress is too short.
যদি তিনি একটি পোশাক কিনে থাকেন, পোশাকটি খুব ছোট।
When it is evening, the birds return home.
সন্ধ্যা হলেই পাখিরা বাড়ি ফেরে।

Compound Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা

কোন বাক্যে যদি দুইটি subject এবং দুইটি verb থাকছে এবং দুটো বাক্যকে যুক্ত করার জন্য but, or অথবা and ইত্যাদি শব্দগুলি বসে, তখন সেই বাক্যকে Compound বাক্য বলি।

যেমন:

Sita walked slowly, but she was successful.
সীতা ধীরে ধীরে হাঁটলেন, কিন্তু তিনি সফল হলেন।
He bought sweet and very happy.
তিনি মিষ্টি কিনে এবং খুব খুশি হলেন।

Sentence change র Rules

কোন বাক্যকে যদি আমরা simple থেকে complex এবং complex থেকে compound. তারপর আবার simple বাক্যে ফিরিয়ে আনতে চাই, তাহলে নিচের নিয়ম দিয়ে আমরা সব রকম বাক্য গঠন করতে পারব।

SimpleComplexCompound
By + GerundIf youAnd
Without + GerundIf you do not / Unless youOr
Present PerticipleAs/Since/Because/WhenAnd
Infinitive (to+ verb)So thatAnd
Too ——— toSo ———– thatAnd
Inspite of / DespiteThough / AlthoughBut
In / During+ timeWhen it is / wasAnd

Exercise

1. নিচে sentence গুলি কোনটি কি ধরনের সেটি লেখ:

a) I am going to school.

b) Open the door.

c) Hurray! We won the match.

d) please give me a bottol.

e) What’s your father’s name?

Answer:

a) Assertive বাক্য
b) Imperative বাক্য
c) Exclamatory বাক্য
d) Imperative বাক্য
e) Interrogative বাক্য

শেষ কথা

আমরা সবাই চাই ইংরেজি ভালোভাবে শিখতে ও লিখতে জানতে। আজকে আমরা এখানে কি করে sentence বা বাক্য তৈরি করা যায় সেটা আমরা শিখব। এছাড়াও কোন বাক্যকে কি বাক্য বলে বা এদের গঠন গুলো আমরা শিখব। তার সাথে আমরা কথা বলার সময় যে বাক্য ব্যবহার করি, সেটি সরল, যৌগিক ও জটিল বাক্যের মধ্যে কোন বাক্য, সেটিও আমরা আজকে শিখব।

তাই আপনাদের কাছে এই অনুরোধ যে আপনারা এই Sentence বিষয়ে ভালো করে পড়ে এবং নিচে কিছু অনুশীলন অভ্যাস করে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এছাড়াও আমাদের এই পেজটিকে ফলো করবেন।

ইংরেজি শিখতে গেলে যেগুলি আমাদের অতি প্রয়োজনীও বিষয়:

Noun কি এবং কেন গুরুত্বপূর্ণ? প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা
Pronoun কি? সহজে বোঝার সম্পূর্ণ গাইড
ইংরেজি গ্রামারে Verbs শেখার সেরা ৫ কৌশল সম্বন্ধে সম্পূর্ণ গাইড
Adverb এর সংজ্ঞা, কত প্রকার ও কি কি তার বিস্তারিত গাইড
Proverb কি? Proverb সমূহের শিক্ষা ও ব্যবহার নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইড
Helping Verb কি এবং কেন এটা শেখা জরুরি: উদাহরণসহ সম্পূর্ণ গাইড
Article শেখার সঠিক উপায় জানুন মাত্র ৫ মিনিটে!
Adjective কাকে বলে? সহজে বোঝার সম্পূর্ণ গাইড

FAQ


Sentence এর কয়টি অংশ কি কি?

বাক্য অর্থাৎ Sentence এর দুইটি অংশ। 1. Subject 2. predicted.


Subject ও predicate এর অর্থ কি?

বাক্যে Subject এর অর্থ হলো কোন বাক্যের শুরুতে যদি কোন নাম বা বস্তু বা ব্যক্তি ইত্যাদি সম্পর্কে বোঝায়, সেই অংশকে Subject বলে।
বাক্যে Predicate এর অর্থ হলো বাক্যের মধ্যে অবস্থিত যে অংশটি subject কে বর্ণনা করছে, সেই অংশকে Predicate বলে।

Sentence এর বাংলা অর্থ কি?

বাংলা অর্থ হলো বাক্য।


Hidden subject কাকে বলে?

কোন বাক্যে যখন আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তরটি উহ্য থাকে তখন সেই অংশকে Hidden subject বলে।

Word কাকে বলে ?

গ্রামারে অনেকগুলো letter লিখলে, সেই letter গুলো একসাথে করে letter এর সমষ্টি গঠন হয় সেটিকে Word বলে।

তথ্যসূত্র:

উপরের এই বিষয়টি বিভিন্ন বই, পত্রিকা, বিভিন্ন ভিডিও, নানান জায়গা, Wikipedia, QuoraGrammar hub থেকে ধারণা নিয়ে তারপর লেখা হয়েছে।

Sharing Is Caring:

Leave a Comment